মাদ্রাসার জ্যৈষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন

মাদ্রাসার জ্যৈষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের MEMIS সফটওয়্যারে প্রেরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের (ডকুমেন্টস) সহ প্রভাষকদের পদোন্নতির আবেদন ফরম পূরণ করার নিয়ম জানুন।

এমপিওভুক্ত মাদ্রাসার জ্যৈষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির অনলাইন আবেদন করার নিয়ম

এমপিওভুক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন অনলাইনে MEMIS সফটওয়্যারে দাখিল করতে নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

১৬ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখের অধিদপ্তরের ওয়েবসাইটে জ্যেষ্ঠ প্রভাষক অথবা সহকারী অধ্যাপক পদের পদোন্নতির জন্য আবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, মাদ্রাসার প্রভাষকদের পদোন্নতির অনলাইন আবেদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দেশের কামিল/ফাজিল এবং আলিম মাদ্রাসার এমপিওভুক্ত প্রভাষকদের সহকারী অধ্যাপক এবং জ্যোষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির আবেদন করতে বলা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টসহ অনলাইনে আবেদন ফরম পূরণ করে MEMIS সফটওয়্যারে দাখিল করতে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত) অনুসারে ৫০% প্রভাষকগণ পদোন্নতি পাবেন।

উল্লেখ্য যে, পদোন্নতির আবেদন প্রেরণে জ্যেষ্ঠতা লংঘন করা যাবে না। পদোন্নতির আবেদনের সাথে প্রেরণকৃত ডকুমেন্টস যাচাইকালে প্রয়োজনে মূলকপি প্রদর্শন করতে হবে।

আরো জানুন:

মাদ্রাসার বাংলা ইংরেজী শিক্ষকের এমপিও নীতিমালা সংশোধন

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)

মাদ্রাসার প্রভাষকদের পদোন্নতির আবেদনে যেসব কাগজপত্র (ডকুমেন্টস) প্রয়োজন হবে

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার প্রভাষক হতে জ্যৈষ্ঠ প্রভাষক অথবা সহকারী অধ্যাপক পদের স্কেল প্রাপ্তির আবেদন করতে নিম্নোক্ত কাগজপত্র প্রয়োজন হবে। (নিচের যুক্ত বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ে দেখুন)।

১। সংযুক্ত ফরমেটে আবেদন করতে হবে (আবেদন ফরমেটের নির্ধারিত স্থানে সভাপতি এবং অধ্যক্ষের স্বাক্ষর ও নাম, পদবী, মোবাইল নম্বর উল্লেখসহ সীল থাকতে হবে)।

২। সভাপতির প্রতি স্বাক্ষরসহ অধ্যক্ষের ফরোয়ার্ডিং (এডহক কমিটি হলে সভাপতি, কোন কমিটি না থাকলে জেলা সদরের মাদ্রাসার
ক্ষেত্রে জেলা প্রশাসক/ অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা সদরের বাহিরের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার প্রতিস্বাক্ষর করবেন)।

৩।জেলা শিক্ষা অফিসার কিংবা উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের ফরোয়ার্ডিং।

৪। শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র / অন্যান্য সনদপত্রের সত্যায়িত কপি।

৫। নিয়োগপত্র ও যোগদান পত্রের সত্যায়িত কপি।

৬। পদোন্নতির জন্য আবেদন কারীর প্রথম, বিভিন্ন স্কেল/গ্রেড প্রাপ্তির ও সর্বশেষ এমপিও কপি।

৭। কর্মরত সকল সহকারী অধ্যাপক/জ্যোষ্ঠ প্রভাষক এবং প্রভাষকের যোগদানের তারিখ ও এমপিওভুক্তির তারিখ উল্লেখসহ তালিকা।

৮। মাদ্রাসার প্রথম ও সর্বশেষ এমপিও কপি।

৯। গবেষণাকর্ম/শ্বীকৃত জার্নালে প্রকাশিত প্রবন্ধের কপি।

১০। সর্বশেষ স্বীকৃতি/ অধিভুক্তির কপি (না থাকলে হালনাগাদকরণের আবেদন দাখিলের প্রমাণক)।

১১। বোর্ড / বিশ্ববিদ্যালয় কর্তৃক সর্বশেষ গভর্নিং বডির অনুমোদনপত্র।

১২ প্রস্তাবিত পদোন্নতির জন্য গভর্নিং বডির সুপারিশ সম্বলিত রেজুলেশন।

১৩। অন্যান্য/ বিবিধ।

উপরোক্ত কাগজপত্র বা ডকুমেন্ট মেমিস সফটওয়্যারে আবেদন ফরমের সাথে যুক্ত করতে হবে। এ বিষয়ে আরো জানতে নিচের বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন।

মাদ্রাসার প্রভাষকদের পদোন্নতির আবেদন

এমপিওভুক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদের আবেদন ফরম PDF

এমপিওভুক্ত কামিল, ফাজিল এবং আলিম মাদ্রাসার এমপিও প্রভাষকদের যথাক্রমে সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

নিচের লিংক থেকে মাদ্রাসার জ্যৈষ্ঠ প্রভাষক/সহকারি অধ্যাপক পদের আবেদনের পিডিএফ ফরম ডাউনলোড করাতে হবে। এই ফরম প্রিন্ট করে প্রয়োজনীয় তথ্য পূরণ ও ডকুমেন্টস সংযুক্ত করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মেমিস সেলে প্রেরণ করতে হবে।

  • মাদ্রাসার জ্যৈষ্ঠ প্রভাষক/সহকারি অধ্যাপক পদের আবেদন ফরম/ফরম্যাট ডাউনলোড করুন এখান থেকে

এমপিও মাদ্রাসার জ্যৈষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে অনলাইনে পদোন্নতির আবেদন ফরম প্রেরণ করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এমপিওভুক্ত মাদ্রাসার সহকারী অধ্যাপক পদে পদোন্নতির কমিটি গঠন

এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“মাদ্রাসার জ্যৈষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন”-এ 5-টি মন্তব্য

  1. ফরম রোগ হয় না কেন?

    জবাব
  2. Accha,online application er time user id r password kotha theke pabo??please helppp

    জবাব
    • প্রতিষ্ঠান প্রধানের কাছে পাবেন।

  3. মাধ্যমিক শিক্ষা অফিসারই তো উপজেলা থেকে ফরোয়ার্ডকরবেন। তাহলে আলাদা করে আবার তার ফরোয়ার্ডিং প্রয়োজন কেন? এখন থেকে তো অনলাইনেই পাঠাতে হবে।

    জবাব
    • যেমন নির্দেশনা আছে তেমনই করুন।

মন্তব্য করুন