Home » জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না, বার্ষিক পরীক্ষায় সনদ

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না, বার্ষিক পরীক্ষায় সনদ

জেএসসি-জেডিসি পরীক্ষা ২০২৩

২০২৩ সালের সাধারণ বোর্ডের জেএসসি ও মাদ্রাসা বোর্ডের জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বার্ষিক পরীক্ষার মাধ্যমে JSC ও JDC পরীক্ষার সনদ দিবে স্কুল ও মাদ্রাসা।

সম্প্রতি শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে বোর্ডে আগের মতই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না, বার্ষিক পরীক্ষায় সনদ দিবে স্কুল-মাদ্রাসা

২০২৩ সালের স্কুল-মাদ্রাসার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নতুন শিক্ষাক্রমে উক্ত পরীক্ষা দুটি না থাকায় আর কোনদিন এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে পূর্বের মত এখনও শিক্ষার্থীদের অষ্টম শ্রেণিতে বোর্ডে রেজিস্ট্রেশন করতে হবে।

২০ জুন ২০২৩ খ্রি. তারিখ মঙ্গলবার, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত মতে, জেএসসি ও জেডিসি পরীক্ষা নেয়া হবে না। এখন থেকে স্কুল-মাদ্রাসার বার্ষিক পরীক্ষার মাধ্যমে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেয়া হবে।

নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা রাখা হয়নি। তাই আর কোন দিনই ৮ম শ্রেণির পাবলিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

জেএসসি-জেডিসি পরীক্ষা আর কোন দিনই নেওয়া হবে না বলে শিক্ষা মন্ত্রণালয় চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে নিম্নমাধ্যমিকের ৮ম শ্রেণির পাশের সনদ প্রদান করা হবে সংশ্লিষ্ট স্কুল ও মাদ্রাসার বার্ষিক পরীক্ষার মাধ্যমে।

আরো জানুন:

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা)

আলিম পরীক্ষার রুটিন ২০২৩ (Alim Routine pdf 2023)

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ (পরীক্ষার রুটিন, সিলেবাস ও মানবন্টন)

জেএসসি-জেডিসি পরীক্ষার সনদ প্রদান করা হবে যেভাবে

স্কুল-মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মাধ্যমে জেএসসি-জেডিসি সনদ দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী।

তবে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের পূর্বের মতই বোর্ডে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের নিজ-নিজ স্কুল/মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ভিত্তিতে নিজ প্রতিষ্ঠান জেএসসি ও সমমানের সার্টিফিকেট প্রদান করবে।

২০২৩ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা সম্পর্কে আরো জানার থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ ২০২৩ (HSC Form Fill-up 2023)

আলিম পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২৩: Alim Form Fill-up 2023

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে, সিলেবাস দেখুন

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রণালয়

5 thoughts on “জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না, বার্ষিক পরীক্ষায় সনদ”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top