২০২২ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না (JSC-JDC 2022)

জেএসসি-জেডিসি পরীক্ষা ২০২২

২০২২ সালের সাধারণ বোর্ডের জেএসসি ও মাদ্রাসা বোর্ডের জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। JSC ও JDC পরীক্ষার রেজাল্ট  ক্লাস মূল্যায়নে প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী

২০২২ সালের জুনিয়র স্কুল/দাখিল সার্টিফিকেট (JSC-JDC) পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

২০২২ সালের স্কুল-মাদ্রাসার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

৫ জুন ২০২২ খ্রি. তারিখ রোববার, সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি জানান, ‘চলতি বছর (২০২২ সাল) জেএসসি ও জেডিসি পরীক্ষা নেয়া হবে না। এখন আর এ পরীক্ষা নেয়ার সময় ও প্রয়োজন নেই। সে কারণে এবার ক্লাস মূল্যায়নের মাধ্যমে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেয়া হবে।’

তিনি পরীক্ষার বিষয়ে আরো জানান, ‘নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকছে না। ২০২৩ সালে এ পরীক্ষা নেয়ার প্রয়োজন দেখছি না। তাই বলা যায়, আর ৮ম শ্রেণির পাবলিক পরীক্ষা নেয়া হবে না।’

জেএসসি-জেডিসি পরীক্ষা আর কোন দিনই নেওয়া হবে না বলে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।

এক্ষেত্রে নতুন কারিকুলামের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে, নতুন কারিকুলামে এসব পরীক্ষা রাখা হয়নি।

তবে এবারে নিম্নমাধ্যমিকের ৮ম শ্রেণির পাশের সনদ প্রদান করা হবে সংশ্লিষ্ট স্কুলের ক্লাস মূল্যায়নের মাধ্যমে।

আরো জানুন:

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ (SSC Routine PDF Download 2022)

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ ২০২২ (HSC Form Fill-up 2022)

জেএসসি-জেডিসি পরীক্ষা ২০২২ এর সনদ প্রদান করা হবে যেভাবে

২০২২ সালের স্কুল-মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়নের মাধ্যমে জেএসসি-জেডিসি সনদ দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী।

ইতোমধ্যে জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড। এসব শিক্ষার্থীদের নিজ-নিজ স্কুল/মাদ্রাসার ক্লাস মূল্যায়নের ভিত্তিতে জেএসসি ও সমমানের সার্টিফিকেট প্রদান করা হবে।

উল্লেখ্য, করোনার কারণে বিগত বছরগুলোতে বোর্ডে জেএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে নতুন কারিকুলামে আগামী বছরগুলোতে আর জেএসসি পরীক্ষা থাকবে না বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

২০২২ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা সম্পর্কে আরো জানার থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন ২০২২ (Dakhil Routine PDF 2022)

আলিম পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২২: Alim Form Fill-up Notice 2022

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রণালয়

Share This:

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × one =