চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন

চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনে, বিসিএস ছাড়া সরকারি চাকুরীতে সরাসরি নিয়োগে ৩৯ মাস বয়স বৃদ্ধি করা হয়েছে।

সরকারি চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন (৩৯ মাস বয়স বাড়ছে)

সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে ৩০-০৬-২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে, প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ তারিখে নির্ধারণ করা হয়েছে।

২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে, সরকারি চাকুরীতে বয়স বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিএস ব্যতিত সরকারি চাকুরীতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৯ মাস বয়স বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ শেষ হয়েছে, তারা আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

আরো জানুন:

প্রাথমিকে পোষ্য কোটা কারা পাবে? ব্যাখ্য দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সরকারি চাকরির সরাসরি নিয়োগে বয়স বাড়ছে ৩৯ মাস

সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে বয়স বাড়ানো হয়েছে।

যে সকল দপ্তর কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল দপ্তর/প্রতিষ্ঠান এর ৩০/০৬/২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে, আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫/০৩/২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন।

অর্থাৎ বিসিএস ব্যতিত সকল সরকারি চাকুরীতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৯ মাস বয়স বৃদ্ধি করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে বয়স বৃদ্ধি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে বিস্তারিত জানুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত চাকুরীর বয়স বৃদ্ধির নিচের প্রজ্ঞাপন থেকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত চাকুরীর বয়স বৃদ্ধির প্রজ্ঞাপন

২০২২ সালের ২২ সেপ্টেম্বর  প্রকাশিত সরকারি চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

Ntrca সর্বশেষ খবর: এনটিআরসিএ শিক্ষক নিয়োগ ৪র্থ গণবিজ্ঞপ্তি কবে?

তথ্যসূত্র-

জনপ্রশাসন মন্ত্রণালয়

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন”-এ 60-টি মন্তব্য

  1. সব সার্কুলারে কি দরখাস্ত করাযাবে?

    জবাব
    • সরকারি সব বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে।

    • ২০২০ সালে করনা শুরু হয়… তো ২০২০ সালের ২৫ শে মার্চে তাদের বয়স শেষ হলে কি সমস্যা… আমাদের বয়স তখন শেষ না হলেও আমরা করনার সময় কোন আবেদন করতে পারিনি আর আমাদের এখন বয়স শেষ ২০২২ এ তবে আমরা কি পেলাম…. ক্ষতি হলে আমাদের হয়েছে…

    • আমার বয়স ১-৫-২০২২ সালে শেষ হয়েছে, আমি কি বিসিএস ছাড়া সব জায়গায় আবেদন করতে পারব?

    • সরকারি চাকুরীতে আবেদন করতে পারবেন।

    • ভাই আমার বয়স্ 2023 এর 1 ফেব্রুযারিতে শেষ হচ্ছে আমি কি এই সুযোগ পাবো

    • আমার বয়স ২৫শে ডিসেম্বর ২০২২ এ শেষ হয়েছে। আমি কু সরকারি চাকরিতে আবেদন করতে পারবো

    • প্রতিবেদনে সংযুক্ত নোটিশে বিষয়টি স্পষ্ট করে বলা আছে।

    • বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অধিদপ্তরে বিভাগীয় প্রার্থীর বয়স কত করা হয়েছে প্লিজ জানতে চাই

    • এটা আপনার দপ্তরে খোঁজ নিন।

  2. সব বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে কি?

    জবাব
    • সরকারি সব বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে।

  3. প্রতিবন্ধি কোঠা 32 বছর +39 মাস হয়েছে?

    জবাব
    • প্রজ্ঞাপন বিষয়টি উল্লেখ নেই।

    • প্রতিবন্ধি কোঠা 32 বছর +39 মাস হয়েছে?

    • বিষয়টি আমাদের জানা নেই। কোন চাকুরীর সার্কুলার দিলে বিষয়টি জানা যাবে।

    • মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে কি ৩২ এর সাথে ৩৯ মাস প্লাস হবে। এ বিষয় টা ক্লিয়ার করেন

    • সরকারি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে বিষয়টি পরিষ্কার হবে।

  4. আমার বয়স 29 বছর 8 মাস 15 দিন, আমি আবেদন করতে পারবো?

    জবাব
    • পারবেন।

  5. আমার জন্ন তারিখ 17 10 2002। যেহেতু সরকারি চাকরির ক্ষেত্রে বয়স বাড়ানো হচ্ছে তাহলে আমি কি পুলিশ কনেস্টবল নিয়োগ আবেদন করতে পারবো।প্লিজ ভাইয়া উওরের অপেক্ষায় থাকলাম

    জবাব
    • সরকারি চাকুরীতে আবেদন করতে পারবেন।

  6. আমার বয়স ১৪/৩/২০২০ এ ৩০ বছর পূর্ণ হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী আমি কি আবেদন করতে পারবো?

    জবাব
  7. আমার চাকুরির বয়স ১৫/০৮/২০২২ এ শেষ হয়েছে। আমি কি এখন নতুন করে আবেদন করতে পারবো?

    জবাব
    • বিসিএস ছাড়া সকল সরকারি চাকুরীতে আবেদন করতে পারবেন।

  8. আমার বয়স ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর শেষ হয়েছে।আমি ৩৯ মাস ছাড় পাব কি? আমি কি এখনো আবেদন করতে পারব?

    জবাব
  9. আমিতো ওইদিন কম্পিউটার অপারেটর পদে এ্যাপ্লাই করলাম কিন্তু কম্পিউটার গ্রহণ করেনি, দেখিয়েছে আমার বয়স ওভার।
    আমার জন্ম ০১ সেপ্টেম্বর ১৯৯০।
    আমার চাকরির বয়স শেষ হয়েছে ০১ সেপ্টেম্বর ২০২০ সালে….

    জবাব
    • প্রজ্ঞাপন অনুসারে বিসিএস বাদে সকল সরকারি চাকুরীতে বয়স বাড়ানো হয়েছে।

  10. আমার বয়স ১৪/৩/২০২০ এ ৩০ বছর পূর্ণ হয়েছে। আমি কি আবেদন করতে পারবো?

    জবাব
    • প্রজ্ঞাপনটি পড়ুন।

    • আমার জন্ম ৬ ফেব্রুয়ারি ১৯৯০।
      আমাক জানাবেন কি? আমি আবেদন করতে পারব কিনা?

  11. আমার বয়স ২০২৩ সালের জানুয়ারীতে শেষ হবে আমি কি ২১ মাসের বয়স বৃদ্ধির সুযোগটুকু পাবো,দয়া করে জানতে চাই

    জবাব
  12. আমার বয়স ০৫-০২-২০২২ তারিখে ৩০ বছর হয়েছে আমি কি পারবো আবেদন করতে?

    জবাব
    • আমাকে আপু জানাবেন আমার জন্ম ৬ ফেব্রুয়ারী ১৯৯০

  13. আমার বয়স 31 বছর 7 মাস চলছে। আমি কি সরকারি চাকুরীতে আবেদন করতে পারবো?
    দয়া করে জানাবেন প্লিজ 🙏

    জবাব
  14. ভাইয়া,,আমার বয়স 13/05/2002 এ 20বছর শেষ হয়েছে,,তাহলে কি আমি 39মাস বয়স বাড়ানোর কারনে পুলিশ কনেস্টেবল এ আবেদন করতে পারবো???

    প্লিয সঠিক উত্তরটা দিয়েন ভাই।

    জবাব
    • নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিষয়টি জানতে পারবেন।

  15. আমার জন্মতারিখ 20/05 /2002আমার বয়স 2022শেষ হয়েছে আমি কি পুলিশ,আর্মি এগুলো তে আবেদন করতে পারবো।

    জবাব
    • পারবেন।

  16. আমার বয়স 2019 সালের ১লা আগস্ট শেষ হয়েছে, আমি কি আবেদন করতে পারবো?

    জবাব
    • যত মাস বাড়ানো হয়েছে তাতে আপনার বয়স হিসাব করে দেখুন।

  17. ২০২২ এর জুন মাসে তাদের বয়স শেষ তারা কি এই সুবিধা পাবে????

    জবাব
    • আপনার বয়সের সাথে বাড়ানো সময়টি যোগ করে দেখুন।

  18. আমার জন্ম ৬/১১/১৯৯২ তারিখে। আমার ৬/১১/২০২২ তারিখে ৩০ বছর পূর্ণ হবে।সেক্ষেত্রে আমার কি চাকরির বয়স বাড়ানো হয়েছে?

    জবাব
    • সেরকমই।

  19. আমার বয়স ১৯/১১/২০০২ এই মাসেই আমার বয়স শেষ আমি কি পুলিশ এ আবেদন করতে পারবো

    জবাব
    • নিয়োগ সার্কুলার প্রকাশ হলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

  20. ভূমি মন্ত্রণালয়ের ১৯.০৯.২০২২ খ্রি. তারিখের ৩১.০০.০০০০.০৪৬.১১.০৯২.১২.৩৯২ নম্বর স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের আলোকে জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইলের রাজস্ব প্রশাসনাধীন শূন্য পদসমুহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু নিয়োগে করোনা পরিস্থিতির কারণে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও তাদের সুযোগ দেওয়া হয়নি। এইটার কারন কি বলতে পারবেন?

    জবাব
    • এটা কর্তৃপক্ষ বলতে পারবে। আমাদের কাছে কোন তথ্য নেই।

  21. আমার জন্ম তারিখ 15.06.1989 তাহলে আমি কি এই বয়সসীমায় ছাড় পাবো অনুগ্রহ করে জানাবেন plz plz plz……….

    জবাব
    • আপনি হিসাব করে দেখুন।

  22. বাংলাদেশ ব্যাংক এডি ও অফিসার পোস্টে এপ্লাই করা যাবে?

    জবাব
  23. আমার জন্ম তারিখ ০১/০১/১৯৯২
    আমি কি ৩৯ মাস ছাড় পাব?

    জবাব
    • চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আপনি নিজের বয়সটা মিলিয়ে নিতে পারবেন।

  24. আমার বয়স শেষ হবে ৬/১/২০২৩ এ, আমি কি সামনে ৩০/৬/২৩ এর ভেতরের সকল চাকরিতে এপ্লাই করতে পারবো?
    দয়া করে জানাবেন

    জবাব
    • প্রকাশিত বৃত্তি নীতিমালা অনুসারে ২০% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিতে পারবে।

  25. আসসালামু আলাইকুম
    শ্রদ্ধেয় স্যার,
    আমার জন্ম সাল ০১-১২-১৯৯২ইং এবং চাকুরির শেষ বয়স সীমা- ৩০-১১-২০২২ইং।
    সুতরাং আমি কি এখন সরকারী চাকুরিতে আবেদন করতে পারব ?
    আমি একটি সরকারি চাকরিতে আবেদন করতে গিয়ে পারি নাই।

    জবাব
    • আপনার বয়স কত তা হিসাব করে দেখুন। ৩০ বছরের মধ্যে পড়লে আবেদন করতে পারবেন যদি না অন্য কোন শর্ত থাকে।

  26. আমার জন্ম তারিখ ০১-০১-৯৩ ইং হিসাব অনুযায়ী আমার ৩১-১২-২২ ইং বয়স ৩০ পূর্ণ হয়েছে তাহলে আমি বিসিএস ব্যতিত অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবো??

    জবাব
    • নিজে একটু হিসাব করে নিন।

মন্তব্য করুন