Home » Educator Jobs » চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন

চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন

চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন ২০২২

চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনে, বিসিএস ছাড়া সরকারি চাকুরীতে সরাসরি নিয়োগে ৩৯ মাস বয়স বৃদ্ধি করা হয়েছে।

সরকারি চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন (৩৯ মাস বয়স বাড়ছে)

সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে ৩০-০৬-২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে, প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ তারিখে নির্ধারণ করা হয়েছে।

২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে, সরকারি চাকুরীতে বয়স বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিএস ব্যতিত সরকারি চাকুরীতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৯ মাস বয়স বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ শেষ হয়েছে, তারা আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

আরো জানুন:

প্রাথমিকে পোষ্য কোটা কারা পাবে? ব্যাখ্য দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সরকারি চাকরির সরাসরি নিয়োগে বয়স বাড়ছে ৩৯ মাস

সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে বয়স বাড়ানো হয়েছে।

যে সকল দপ্তর কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল দপ্তর/প্রতিষ্ঠান এর ৩০/০৬/২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে, আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫/০৩/২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন।

অর্থাৎ বিসিএস ব্যতিত সকল সরকারি চাকুরীতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৯ মাস বয়স বৃদ্ধি করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে বয়স বৃদ্ধি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে বিস্তারিত জানুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত চাকুরীর বয়স বৃদ্ধির নিচের প্রজ্ঞাপন থেকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত চাকুরীর বয়স বৃদ্ধির প্রজ্ঞাপন

২০২২ সালের ২২ সেপ্টেম্বর  প্রকাশিত সরকারি চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

Ntrca সর্বশেষ খবর: এনটিআরসিএ শিক্ষক নিয়োগ ৪র্থ গণবিজ্ঞপ্তি কবে?

তথ্যসূত্র-

জনপ্রশাসন মন্ত্রণালয়

60 thoughts on “চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন”

    1. ২০২০ সালে করনা শুরু হয়… তো ২০২০ সালের ২৫ শে মার্চে তাদের বয়স শেষ হলে কি সমস্যা… আমাদের বয়স তখন শেষ না হলেও আমরা করনার সময় কোন আবেদন করতে পারিনি আর আমাদের এখন বয়স শেষ ২০২২ এ তবে আমরা কি পেলাম…. ক্ষতি হলে আমাদের হয়েছে…

    2. বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অধিদপ্তরে বিভাগীয় প্রার্থীর বয়স কত করা হয়েছে প্লিজ জানতে চাই

    1. এ এইচ এম আসাদুজ্জামান

      মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে কি ৩২ এর সাথে ৩৯ মাস প্লাস হবে। এ বিষয় টা ক্লিয়ার করেন

  1. আমার জন্ন তারিখ 17 10 2002। যেহেতু সরকারি চাকরির ক্ষেত্রে বয়স বাড়ানো হচ্ছে তাহলে আমি কি পুলিশ কনেস্টবল নিয়োগ আবেদন করতে পারবো।প্লিজ ভাইয়া উওরের অপেক্ষায় থাকলাম

  2. আমিতো ওইদিন কম্পিউটার অপারেটর পদে এ্যাপ্লাই করলাম কিন্তু কম্পিউটার গ্রহণ করেনি, দেখিয়েছে আমার বয়স ওভার।
    আমার জন্ম ০১ সেপ্টেম্বর ১৯৯০।
    আমার চাকরির বয়স শেষ হয়েছে ০১ সেপ্টেম্বর ২০২০ সালে….

  3. আমার বয়স ২০২৩ সালের জানুয়ারীতে শেষ হবে আমি কি ২১ মাসের বয়স বৃদ্ধির সুযোগটুকু পাবো,দয়া করে জানতে চাই

  4. ভাইয়া,,আমার বয়স 13/05/2002 এ 20বছর শেষ হয়েছে,,তাহলে কি আমি 39মাস বয়স বাড়ানোর কারনে পুলিশ কনেস্টেবল এ আবেদন করতে পারবো???

    প্লিয সঠিক উত্তরটা দিয়েন ভাই।

  5. আমার জন্ম ৬/১১/১৯৯২ তারিখে। আমার ৬/১১/২০২২ তারিখে ৩০ বছর পূর্ণ হবে।সেক্ষেত্রে আমার কি চাকরির বয়স বাড়ানো হয়েছে?

  6. ভূমি মন্ত্রণালয়ের ১৯.০৯.২০২২ খ্রি. তারিখের ৩১.০০.০০০০.০৪৬.১১.০৯২.১২.৩৯২ নম্বর স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের আলোকে জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইলের রাজস্ব প্রশাসনাধীন শূন্য পদসমুহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু নিয়োগে করোনা পরিস্থিতির কারণে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও তাদের সুযোগ দেওয়া হয়নি। এইটার কারন কি বলতে পারবেন?

  7. আমার বয়স শেষ হবে ৬/১/২০২৩ এ, আমি কি সামনে ৩০/৬/২৩ এর ভেতরের সকল চাকরিতে এপ্লাই করতে পারবো?
    দয়া করে জানাবেন

  8. মোঃ আব্দুস সালাম

    আসসালামু আলাইকুম
    শ্রদ্ধেয় স্যার,
    আমার জন্ম সাল ০১-১২-১৯৯২ইং এবং চাকুরির শেষ বয়স সীমা- ৩০-১১-২০২২ইং।
    সুতরাং আমি কি এখন সরকারী চাকুরিতে আবেদন করতে পারব ?
    আমি একটি সরকারি চাকরিতে আবেদন করতে গিয়ে পারি নাই।

    1. আপনার বয়স কত তা হিসাব করে দেখুন। ৩০ বছরের মধ্যে পড়লে আবেদন করতে পারবেন যদি না অন্য কোন শর্ত থাকে।

  9. আমার জন্ম তারিখ ০১-০১-৯৩ ইং হিসাব অনুযায়ী আমার ৩১-১২-২২ ইং বয়স ৩০ পূর্ণ হয়েছে তাহলে আমি বিসিএস ব্যতিত অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবো??

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top