উপবৃত্তি পেতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ৮ আগস্ট পর্যন্ত

উপবৃত্তি পেতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তি আবেদন ৮ আগস্ট ২০২২ পর্যন্ত। সরকারি বেসরকারি এসএসসি, দাখিল ও এইচএসসির ভোকেশনাল এবং ডিপ্লোমা প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন।

উপবৃত্তি পেতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ৮ আগস্ট ২০২২ পর্যন্ত

কারিগরি শিক্ষা অধিদপ্তর সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে উপবৃত্তির কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য আবেদন আহবান করেছে।

২৪ জুলাই অধিদপ্তরের ওয়েবসাইটে প্রতিষ্ঠানগুলোকে উপবৃত্তির আবেদন আহবান করে নোটিশ প্রকাশ করা হয়েছে। উপবৃত্তির নোটিশে আবেদনের সময়সূচি, উপবৃত্তি আবেদনে যে সব কোর্সের পরিচালনাকারী প্রতিষ্ঠান আবেদন করতে পারবে তার তালিকা প্রদান করা হয়েছে।

এছাড়া উপবৃত্তি আবেদনে যেসমস্ত প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হবে তার তালিকা্ প্রকাশ করা হয়েছে। আর যে সকল প্রতিষ্ঠান এখনো উপবৃত্তি কর্মসূচির মধ্যে আসেনি তা অন্তর্ভূক্তির জন্য ফরম প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠার প্রধানদের ৮ আগস্ট বিকেল পাঁচটার মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের মাধ্যমে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর উপবৃত্তির কার্যক্রমে অন্তর্ভুক্তির আবেদন দাখিল করতে হবে।

আর আঞ্চলিক পরিচালকদের উপবৃত্তি কার্যক্রমের আবেদন ফরম এবং প্রতিষ্ঠানে থেকে পাওয়া যাচাই-বাছাই করে মতামতসহ ১৬ আগস্টের মধ্যে তা কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

আরো জানুন:

কারিগরি এমপিও আবেদন: প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন

যে সব কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠার কারিগরি উপবৃত্তি আবেদন করতে পারবেন

কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল), এইচএসসি (ভোকেশনাল) ও চার বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের নিম্নবর্ণিত কোর্স পরিচালনাকারী সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান উপবৃত্তির আবেদন করতে পারবেন।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (৪ বছর মেয়াদী)।

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (৪ বছর মেয়াদী)।

ডিপ্লোমা ইন এগ্রিকালচার (8 বছর মেয়াদী)।

ডিপ্লোমা ইন ফিশারিজ (৪ বছর মেয়াদী)।

ডিপ্লোমা ইন ফরেস্টি ৪ বছর মেয়াদী)।

ডিপ্লোমা ইন লাইভস্টক (৪ বছর মেয়াদী)।

এইসএসসি (ভোকেশনাল) (২ বছর মেয়াদী)।

এসএসসি (ভোকেশনাল) (২ বছর মেয়াদী)।

দাখিল (ভোকেশনাল) (২ বছর মেয়াদী)।

কারিগরি উপবৃত্তির কার্যক্রমে অন্তর্ভুক্তি করণের বিজ্ঞপ্তি এবং অধিদপ্তরের প্রকাশিত আবেদন ফরম নমুনা ফরম দেখুন।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তি আবেদন নোটিশ ২০২২

কারিগরি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২

২০২২ সালের কারিগরি প্রতিষ্ঠানের উপবৃত্তি সংক্রান্ত আরো তথ্য জানার জন্য আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)

কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএম, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স)

তথ্যসূত্র:

কারিগরি শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন