এমপিও মার্চ ২০২১: বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা হস্তান্তর | MPO March 2021

স্কুল-কলেজ এমপিও মার্চ ২০২১

এমপিও মার্চ ২০২১( MPO March 2021): বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা হস্তান্তর।

মার্চ এমপিও ২০২১ : স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতনের আপডেট -MPO March 2021

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রসা ও কারিগরির মার্চ মাসের বেতন-ভাতা ছাড়ের কার্যক্রম শেষ হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক সংশ্লিষ্ট ব্যাংকে হস্তান্তর করেছে।

এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের চেক হস্তান্তর করা হয়।

সবশেষে কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অধিন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মার্চের বেতনের চেক হস্তান্তর করা হয়েছে।

(সকল বিজ্ঞপ্তি দেখুন নিচের অনুচ্ছেদে)।

বিশেষ ঘোষণা: এরই মধ্যে স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ও ঈদুল ফিতর উৎসব ভাতার চেক হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।

April MPO 2021: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির এপ্রিলের চেক ছাড়ের আপডেট

স্কুল-কলেজ মার্চ মাসের বেতনের চেক ছাড়

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের মার্চ মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে।

অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ রুহুল মমিন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে মার্চ মাসের বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর সাথে মার্চের এমপিও শিট প্রকাশ ও সংগ্রহের লিংক সরবরাহ করা হয়েছে। (নিচের অনুচ্ছেদে দেখুন)।

বিজ্ঞপ্তিতে মার্চের বেতনের ০৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহের প্রধান/স্থানীয় শাখায় হস্তান্তর করা হয় বলে জানানো হয়েছে।

মাউশি’র দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে মার্চ মাসের বেতন-ভাতা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি ০১/০৪/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।

স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের মার্চ/২০২১ মাসের বেতন-ভাতা সংশ্লিষ্ট ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৮/০৪/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

মার্চ মাসের বেতনও আগের নিয়মে এমপিও শিট ব্যাংকে জমা দিয়ে বেতনের টাকা তুলতে হবে। ইএফটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়নি।

স্কুল-কলেজ মার্চ এমপিও নোটিশ ২০২১

স্কুল-কলেজ মার্চ এমপিও শিট ২০২১ – School-College March MPO Sheet 2021

স্কুল-কলেজের মার্চের এমপিও শিট সংগ্রহ করতে হবে, অধিদপ্তর এর গুগল ড্রাইভ এর নিম্নোক্ত লিংক থেকে।

https://drive.google.com/drive/folders/1XbS1_dd7UDGF0wLIf0QDi05qSNmfTsOM?usp=sharing

নতুন মার্চের এমপিও’তে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণ এমপিওভুক্তি, ইনডেক্সধারীদের পদোন্নতি, উচ্চতর স্কেল, বিএড/কামিল স্কেল প্রাপ্ত হয়েছেন।

এছাড়া প্রতিষ্ঠান প্রধানদের অভিজ্ঞতার স্কেল, কলেজ শিক্ষকদের সহকারী অধ্যাপক স্কেল সহ অন্যান্য পদের এমপিওভুক্তি হয়েছে।

এবারের মার্চ মাসের এমপিও সভায়, স্কুল-কলেজের এক হাজার চার শত সতের জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড/স্কেল পাচ্ছেন।

উল্লেখ্য, এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ, প্রতি এক মাস পরপর এমপিওভুক্তি ও উচ্চতর গ্রেড প্রাপ্তির আবেদনের সুযোগ পেয়ে থাকেন।

২০২১ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসের পর, বছরের দ্বিতীয় বার (মার্চ এমপিও) এমপিও আপডেট করা হয়েছে।

আরো পড়ুন:

এসএসসি পরীক্ষা ২০২১: ফরম পূরণের বিজ্ঞপ্তি | SSC Form Fillup 2021

স্কুল-কলেজ খুলছে না, ২৯ মার্চের পরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সংশয়

এবারও স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীগণ মার্চ মাসের বেতন ইএফটিতে পাচ্ছেন না

মার্চ মাসের বেতন ইএফটি এর মাধ্যমে সরসারি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে মন্ত্রণালয় সুত্রে জানানো হয়েছিলো।

কিন্তু মার্চ মাসের বেতন-ভাতাও অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। শিক্ষকরা আগের নিয়মে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন তুলতে পারবেন।

এর আগে জানুয়ারি মাস থেকে বেতন-ভাতা ইএফটির মাধ্যে দেওয়ার সিদ্ধান্ত হলেও, সফটওয়ার আপগ্রেডেশন জটিলতায় তা সম্ভব হয় নি।

এরপর ফেব্রুয়ারি মাসে ইএফটি তথ্য হালনাগাদ করা হলেও, কিছু প্রতিষ্ঠানের তথ্য ভুল দেওয়ার কারণে ফেব্রুয়ারি মাসের বেতনও এমপিও শিটের মাধ্যমে দেওয়া হয়েছে।

তবে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন ইএফটিতে প্রেরণ করার কথা রয়েছে। সে কারণে যে প্রতিষ্ঠানের ইএফটি তথ্য ভুল আছে, সেসব প্রতিষ্ঠানের তথ্য পুনরায় সংশোধনের জন্য আবেদন করতে বলা হয়েছে।

মার্চ মাসের এমপিও ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে বলে অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়েছিলো। কিন্তু বাস্তবে তা এখনো সম্ভব হয় নি।

আরো জানুন: ইএফটি তথ্য সংশোধন করতে স্কুল-কলেজ শিক্ষকদের মাউশির নির্দেশনা

এমপিও মার্চ ২০২১: মাদ্রসা শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক হস্তান্তর

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহ হস্তান্তর করা হয়েছে।

৫ এপ্রিল অনুদান বণ্টনকারী ব্যাংকের প্রধান ও স্থানীয় শাখায় বেতনের চেক হস্তান্তর করা হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, মার্চ মাসের বেতনের ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষকদের মার্চ মাসের বেতন ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১২/০৪/২০২১ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।

মাদ্রাসার মার্চ/২০২১ মাসের বেতনের চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি

মাদ্রসা এমপিও মার্চ ২০২১

Madrasah March MPO Sheet 2021: মাদ্রসা মার্চ এমপিও শিট ২০২১

মাদ্রসা শিক্ষকের মার্চ মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের সংযুক্ত লিংক থেকে।

https://drive.google.com/drive/folders/1mwbXbAa5W01iVV3OnD0XvE_Ft1domFXA?usp=sharing

উপরের লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে ব্রাউজ করুন। অধিদপ্তরের গুগল ড্রাইভ এর ফাইল থেকে সকল প্রতিষ্ঠানের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

কারিগরি প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতনের চেক হস্তান্তর

অবশেষে দেশের এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের, মার্চ মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটে প্রকাশিত ০৭/০৪/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, বেতন হস্তান্তরের তথ্য নিশ্চিত করা গেছে।

অধিদপ্তর এর উপ পরিচালক মোহাম্মদ রিহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ এপ্রিল তারিখে অনুদানের অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান ও স্থানীয় শাখায় হস্তান্তর করা হয়।

কারিগরির মার্চ মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১৩/০৪/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

কারিগরি মার্চ এমপিও ২০২১

Technical March MPO Sheet 2021-কারিগরি মার্চ এমপিও শিট ২০২১

কারিগরির মার্চের এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের লিংক থেকে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/6763_File_march_2021.html

কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শিটের লিংকটিতে কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর এমপিও এ বেতন-ভাতা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের মার্চ/২০২১ মাসের বেতন-ভাতার আপডেট তথ্য পেতে এই প্রতিবেদনে যুক্ত থাকুন।

আরো দেখুন:

শিক্ষকদের করোনা টিকা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয় অনুদান ২০২১: শিক্ষক-শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়লো

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ৩০/০৪/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ০৫:৩০ অপরাহ্ণ।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“এমপিও মার্চ ২০২১: বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা হস্তান্তর | MPO March 2021”-এ 18-টি মন্তব্য

  1. Md.Imamus Sultan Mpo list a new employee name

    জবাব
    • এমপিও সম্পর্কে জানতে, বিস্তারিত জানিয়ে প্রশ্ন করুন। ধন্যবাদ।

  2. EFT তে ব্যাংক হিসাব নং সংশোধন আবেদন ১৪/০৩/২০২১ করার পরে কি ভাবে জানতে পারি আমি আমার তথ্য সঠিক হয়েছে?
    একটা ০ মুল একাউন্ট আগে (১৪সংখ্যার)হয়েছে।

    জবাব
    • ইএফটি তে বেতন আসলে ফাইনালি বুঝতে পারবেন। এছাড়া যে তথ্য ইএমআইএস সেলে হালনাগাদ করেছেন সেখানে সেটা নিষ্পত্তি হলে বুঝতে পারবেন। ধন্যবাদ।

  3. Sir,please give non-govt.M.P.O employees 25% from100% EID Bonus eargently this eid.
    Request by Mohammad sofiul nayeem kaiser.Index-486654.Mahmudpur High School,Netrokona.Thanks.

    জবাব
    • সরকারি চাকুরের মত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১০০% ঈদ বোনাস দেওয়ার দাবীর সাথে একাত্মতা প্রকাশ করছে বিডি এডুকেটর। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।ধন্যবাদ।

  4. ইএফটি তে মার্চের বেতন দিলে,যেসব শিক্ষক মার্চের মাঝামাঝি সময়ে অবসর/পদত্যাগ / প্রতিষ্ঠান পরিবর্তন ( উচ্চতর পদে) করেছে উনাদের ক্ষেত্রে কী হবে?

    জবাব
    • এ বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোন তথ্য নেই।

  5. শিক্ষকদের বিষয় ভিত্তিক শুন্যপদের তালিকা কিভাবে পেতে পারি

    জবাব
    • এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত শূন্য পদের তালিকা পাওয়ার নির্দেশনা যাবে এখান থেকে। ধন্যবাদ।

  6. মাদ্রাসা শিক্ষক দের এম পি ও র সংবাদ আজ ৪/৪/২০২১ তারিখেও খুজে পেলাম না,খুব ই দুঃখজনক।

    জবাব
    • ৪ এপ্রিল অফিস সময় পর্যন্ত অধিদপ্তরের ওয়েবসাইটে বেতন সম্পর্কে কোন তথ্য প্রকাশ হতে আমরা দেখি নি। ৫ এপ্রিল বেতন-ভাতার চেক হস্তান্তরের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে পারে। ধন্যবাদ।

  7. জনাব,পদোন্নতি প্রাপ্ত জ্যেষ্ঠ প্রভাষকদের বেতন মার্চ-২১ এর MPO তে হয়েছে কি?

    জবাব
    • স্কুল-কলেজের জৈষ্ঠ প্রভাষক এর নীতিমালা মার্চ এমপিও’র পরে প্রকাশ হয়েছে। আপনি কোন প্রতিষ্ঠানের জৈষ্ঠ প্রভাষকের পদের কথা বলছেন তা স্পষ্ট করে বলুন। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিস্তারিত জানতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।

  8. স্যার,গত মার্চ মাসে আমার MPO হয়েছে। কিন্তু, কোন এক অজানা কারণে কলেজ কতৃপক্ষ আমার বকেয়া বেতনের ফাইল এখন পর্যন্ত জমা করেনি। আগামী অর্থ বছরে আমি বকেয়া বেতন উত্তোলন করতে পারবো কি?

    জবাব
    • বিষয়টি নিয়ে আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন। তিনি এ বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবেন। ধন্যবাদ।

  9. 2021সালের জুন মাসের বেসরকারী শিক্ষক ও কর্মচারীদের বেতন ছাড় কবে?

    জবাব
    • আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সময় পর্যন্ত জুন মাসের বেতন-ভাতা ছাড় করা হয় নি। করোনার কারণে হয়তো বেতন ছাড় হতে দেরী হচ্ছে। অপেক্ষা করুন। আমরা বেতন ছাড়ের খবর পেলে তৎক্ষনাৎ জানাবো। ধন্যবাদ।

মন্তব্য করুন