April MPO 2021: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির এপ্রিল মাসের চেক ছাড়

April MPO 2021 (School-College, Madrasah and Technical): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে।
April MPO 2021 (School-College, Madrasah and Technical): এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতনের আপডেট
সূচীপত্র...
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক, সংশ্লিষ্ট অনুদান বণ্টনকারী ব্যাংক সমুহে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের বেতন ছাড়ের লক্ষ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর ইতোমধ্যে তারা তাদের কার্যক্রম শুরু করেছে।
এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন হস্তান্তর ও এমপিও শিট প্রকাশ করেছে।
এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষকদের এপ্রিলের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করেছে।
সবশেষে কারিগরি মিক্ষক-কর্মচারীদের এপ্রিলের চেক ছাড় করা হয়েছে।
(বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে দেখুন)।
এছাড়া স্কুল-কলেজ ও মাদ্রাসার ঈদুল ফিতর এর উৎসব বোনাস এর এমপিও শিট অধিদপ্তর এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। (নিচের প্রতিবেদন দেখুন)।
আরো পড়ুন:
ঈদ উৎসব বোনাস এমপিও ২০২১: বেসরকারি শিক্ষকদের ঈদুল ফিতরের চেক ছাড়
এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)
মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ
এপ্রিল এমপিও ২০২১: স্কুল-কলেজের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক ছাড়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধিন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
অধিদপ্তর এর উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) মোঃ রুহুল মমিন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তি এপ্রিলের বেতন ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তর এর ওয়েবসাইটে ০২/০৫/২০২১ খ্রি. তারিখে এপ্রিলের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
স্কুল-কলেজের এপ্রিল/২০২১ মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৯/০৫/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২১৬৭ -হিসাব, তারিখ ০২/০৫/২০২১ খ্রি.
School-College April MPO Sheet 2021: স্কুল-কলেজ এপ্রিল-২০২১ এমপিও শিট সংগ্রহ
এপ্রিলের বেতনের চেক ছাড়ের পাশাপাশি, অধিদপ্তরের ওয়েবসাইটে সংশ্লিষ্ট মাসের এমপিও শিটের কপি আপলোড করেছে।
অধিদপ্তরের গুগল ড্রাইভ ফোল্ডারে এপ্রিল মাসের এমপিও কপি পাওয়া যাবে। এপ্রিলের এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের লিংক থেকে।
https://drive.google.com/drive/folders/1J4OgbOXLEBo_9Cl9fZTgwOS7pXwXiJac?usp=sharing
এমপিও শিট সংগ্রহের নির্দেশনা: উপরের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে লিংকটি ব্রাউজ করুন।
অধিদপ্তরের গুগল ড্রাইভে থাকা এপ্রিল মাসের এমপিও শিটের পাতাটি ওপেন হলে বিভিন্ন ব্যাংকের নামে কতকগুলো ফোল্ডার দেখা যাবে।
এবার যে ব্যাংক হতে প্রতিষ্ঠানটি বেতন-ভাতা প্রাপ্ত হয়, সে ব্যাংকের ফোল্ডারে ক্লিক করুন।
এখানে পেমেন্ট ভাউচার ও টপ শিট নামে দুটি ফাইল পাওয়া যাবে।
দুটি ফাইল ব্রাউজ করে আপনার প্রতিষ্ঠানের পেমেন্ট ভাউচার ও টপ শিট খুঁজে বের করুন।
আরো জানুন:
স্কুল ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান)
কলেজ ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি কলেজ)
মাদ্রাসার ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)
মাদ্রাসা শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড়
বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।
অধিদপ্তর এর উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এপ্রিলের বেতন ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের ওয়েবসাইটের নোটিশবোর্ডে ০৩/০৫/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে বেতন-ভাতার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসার এপ্রিল মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৯/০৫/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
নিচের বিজ্ঞপ্তিতে মাদ্রাসার এপ্র্রিলের বেতন ছাড়ের স্মারক নং উল্লেখ করা আছে।
Madrasha April MPO Sheet 2021: মাদ্রাসার এপ্রিলের এমপিও শিট সংগ্রহ
নিচের লিংক থেকে মাদ্রাসার এপ্রিল মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/folderview?id=1LDTBwPe_mmIO2fT9U9R3VOOu9-eOYuwd
কারিগরি প্রতিষ্ঠানের এপ্রিল মাসের বেতন-ভাতা হস্তান্তর
কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক (শাখা-০৮) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তর এর ওয়েবসাইটে ০৪/০৫/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের এপ্রিল মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহ থেকে উত্তোলন করা যাবে ০৯/০৫/২০২১ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।
এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের ঠিকানায়-
http://service.dte.gov.bd/notice_mpo_order/
আরো দেখুন:
স্কুল অ্যাসাইনমেন্ট (মাধ্যমিক ৬ষ্ঠ-৯ম শ্রেণি) High School Assignment
এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | SSC-HSC Syllabus 2021
দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | Dakhil-Alim Syllabus 2021
এসএসসি পরীক্ষা ২০২১: ফরম পূরণের বিজ্ঞপ্তি | SSC Form Fillup 2021
তথ্যসূত্র:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সবশেষ আপডেট: ০৪/০৫/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ০১:৪৫ অপরাহ্ণ।
ভাইয়া কারিগরি জানুয়ারি সংশোধিত এমপিও নিতীমালার অনুমোদন কবে হবে।এবং বেতন কবে ছাড় করা হবে
সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে নতুন প্রতিষ্ঠানের এমপিওভুক্তি আগামী অর্থবছরে বাজেট প্রাপ্তি সাপেক্ষে করা হবে বলে জানা গেছে। আর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল নতুন এমপিও নীতিমালা অনুসরণ করে দেওয়া হচ্ছে কীনা- তা আমাদের জানা নেই। বিষয়টি নিয়ে আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।