৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সম্ভাব্য তারিখ জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী বছরের মাঝামাঝি সময়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানানো হয়েছে।
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কার্যক্রম চলমান আছে। লিখিত ও মৌখিক পরীক্ষার শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন এনটিআরসিএ কর্মকর্তা।
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির বিষয়ের এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, “আগামী বছর এ গণবিজ্ঞপ্তি জারি হবে। তবে সম্ভাব্য মাস বা দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না।’’
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে দিন-তারিখ না জানালেও, ২০২৫ সালের প্রথমার্ধে এ বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো গত ৩১ মার্চ তারিখে। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ৯৬ হাজার ৭৩৬টি। এর মধ্যে স্কুল-কলেজের শূন্য পদ ছিল ৪৩ হাজার ২৮৬টি। মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি।
এর মধ্যে ২১ আগস্ট তারিখে ৫ম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগে সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির তারিখ বিষয়ে আর জানতে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন: