NTRCA Result (Preliminary, Written, Final Result): সদ্য প্রকাশিত এনটিআরসিএ রেজাল্ট দেখতে প্রতিবেদনের নির্দেশনামত ntrca.teletalk.com.bd ওয়েবসাইট ব্রাউজ করুন।
সদ্য সংবাদ: ৫ম গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশ রেজাল্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রেজাল্ট দেখার নিয়ম জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
NTRCA Latest Result: প্রকাশিত এনটিআরসিএ রেজাল্ট দেখার নিয়ম
সূচীপত্র...
আপনি কি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন? আপনি কি পরীক্ষার ফলাফল জানতে আগ্রহী? তাহলে আর দেরী নয়। লেখাটি মনোযোগ সহকারে দুএকবার পড়ুন।
তাহলেই খুব সহজে সদ্য প্রকাশিত এনটিআরসিএ রেজাল্ট (Ntrca Latest Result) জানতে ও দেখতে পারবেন। এছাড়া পূর্বের যে কোন সময়ের প্রকাশিত ফলাফল জানতে প্রতিবেদনটি সাহায্য করবে।
আগে NTRCA Result প্রকাশিত হয়েছে কীনা তার তথ্য জানুন
সদ্য প্রকাশিত এনটিআরসিএ রেজাল্ট প্রকাশ এর তথ্য জানা যাবে, বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এর দাপ্তরিক ওয়েবসাইটে।
ওয়েবসাইট ঠিকানা: www.ntrca.gov.bd।
NTRCA (Non-Government Teachers’ Registration and Certification Authority) এর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে Latest Ntrca Result এর তথ্য প্রকাশ কর হয়।
তাই প্রয়োজনীয় তথ্য ও রেজাল্ট এর খোঁজ খবর নিতে, মাঝে-মধ্যে ওয়েবসাইটটি ব্রাউজ করুন।
এনটিআরসিএ নোটিশ বোর্ড থেকে কীভাবে প্রয়োজনীয় নোটিশ খুঁজবেন, তা জানতে নিচের লেখাটি পড়ুন।
NTRCA Notice Board এ সাধারণত নিবন্ধন কর্তৃপক্ষ, সকল কার্যক্রমের প্রতিদিনকার তথ্য প্রকাশ করে।
যদি সেখানে আপনার প্রয়োজনীয় ফলাফল প্রকাশ এর নোটিশ দেখেন, তাহলে তা ভালোভাবে পড়ুন।
অনলাইনে প্রকাশিত এনটিআরসিএ রেজাল্ট দেখার ঠিকানা
আপনার প্রত্যাশিত রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন, কোথায় আপনার ফলাফল দেখা যাবে?
NTRCA Preliminary MCQ Result, Written Test Result সহ Final Result প্রকাশ এর নোটিশ পড়লে দেখবেন, সেখানে ফলাফল পাওয়ার ওয়েবসাইট এর লিংক দেওয়া আছে।
সাধারণত ntrca.teletalk.com.bd/result ঠিকানাটি থেকে শিক্ষক নিবন্ধন এর সকল ফলাফল প্রকাশ করে।
NTRCA Latest Result দেখতে আপনাকে যা করতে হবে
এবার আসুন, অন্যের সাহায্য ছাড়া নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে, কাঙ্খিত ফলাফল জেনে নিন।
আপনার মোবাইল অথবা কম্পিউটার ইন্টারনেট যুক্ত করুন। একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন।
গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স অথবা যে কোন একটি ব্রাউজার হলেই চলবে।
এবার আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে http://ntrca.teletalk.com.bd/result ঠিকানাটি লিখুন।
অথবা এখান থেকে কপি করে, ব্রাউজারের ভিন্ন ট্যাবে তা পেস্ট করুন।
NTRCA Result পাতাটি ওপেন হলে, নিচের ছবির মত একটি পাতা দেখতে পাবেন।
বেসরকারী শিক্ষক নিবন্ধন রেজাল্ট এর পাতাটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন।
আশা করি আপনি উপরের ছবির মত পাতাটিতে অবস্থান করছেন। এখানে Search Result লেখা বাক্সটিতে তিনটি অপশন আছে, তা ভালোভাবে লক্ষ্য করুন।
এখানে আপনি আপনার নিবন্ধন কালীন Roll No এবং Exam এর ধরণ নির্ধারণ করে Submit বাটনে ক্লিক করে, মুহুর্তের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন।
1. Roll No: এখানে আপনার রোল নম্বর দিন। অবশ্যই ইংরেজী সংখ্যা ব্যবহার করুন। বাংলা সংখ্যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
2. Exam: এখানে ডানের সিলেক্ট বক্সে Select One লেখাটির উপর ক্লিক করুন। দেখবেন সম্প্রতি প্রকাশিত সকল রেজাল্ট এর একটি তালিকা দেওয়া আছে। সেখান থেকে আপনার প্রত্যাশিত পরীক্ষার ফলাফল এর লিংকটি নির্বাচন করুন।
3. Submit: উপরের তথ্যগুলো সঠিক ভাবে পূরণ ও নির্বাচন করার সবশেষে এবার Submit বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণের মধ্যেই নতুন পাতায় আপনার রেজাল্ট প্রদর্শিত হবে।
বিঃ দ্রঃ– অনেক সময় ভিজিটরের ভারে সংশ্লিষ্ট ওয়েবসাইট হতে রেজাল্ট পেতে সাময়িক সমস্যা হতে পারে। তাই ধৈর্য না হারিয়ে বার বার চেষ্টা করুন।
সদ্য প্রকাশিত এনটিআরসিএ রেজাল্ট পেতে সমস্যা হলে, মন্তব্য করে আমাদের জানাতে পারেন।
NTRCA Latest Result সম্পর্কীত লেখাটি অন্যের জন্য প্রয়োজনীয় মনে করলে, ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করে জানাতে পারেন।
তথ্যসূত্র-
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, উইকিপিডিয়া।
সবশেষ আপডেট: ১৯/০৪/২০২৪ খ্রি. তারিখ ১০:৪৫ পূর্বাহ্ন।
Economics result College
I want to know about result lecture economics
8th ntrca result school