শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমানো হচ্ছে বলে জানা গেছে। ছুটির ক্যালেন্ডারে থাকা ঘোষিত গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদের ছুটির পর সরকারি অফিস খুললে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি কমছে, ঘোষিত ছুটি সংক্ষিপ্ত করার চিন্তা করছে মন্ত্রণালয়
সূচীপত্র...
দেশের শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমিয়ে আনা হবে বলে শিক্ষা মন্ত্রাণালয় সূত্রে জানা গেছে। পাঠদানের কর্মদিবস বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে ঈদের ছুটির পর সাপ্তাহিক শনিবারের ছুটি পুনর্বহাল করা হবে।
ঈদের সরকারি ছুটির পর মন্ত্রনালয়ের অফিস খুললে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির ক্যালেন্ডার সংশোধন করা হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সকলকে জানানো হবে।
উল্লেখ্য, এবারের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ঈদ ও গ্রীষ্মের ছুটি ১৩ জুন শুরু হয়েছে। ছুটির তালিকা অনুসারে এই ছুটি চলবে ২ জুলাই পর্যন্ত।
যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সংক্ষিপ্ত করছে শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রনালয় এর কর্মকর্তারা জানিয়েছেন, পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে।
ঈদুল আজহার সরকারি ছুটির পরেই আগামী বুধবার অথবা বৃহস্পতিবার, এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
আরো জানুন:
মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি)