মাদ্রাসার দাখিল শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার বিজ্ঞপ্তি

মাদ্রাসার দাখিল শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ১৩ নভেম্বর তারিখের ব্যবসায় শাখা খোলার আবেদন করতে হবে।

মাদ্রাসার দাখিল ৯ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগ খুলতে মাদ্রাসা বোর্ডে আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর সালেহ আহমাদ ব্যবসায় স্বাক্ষরিত ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১১ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখের মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে। ৩০০০/ টাকা ব্যাংক ড্রাফট আবেদনের সাথে জমা দিতে হবে। সেসব মাদ্রাসা এই বিভাগ খুলতে আগ্রহী, তাদের নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।

তবে মাদ্রাসায় ৯ম শ্রেণিতে ব্যবসায় শাখা খুলতে হলে নিম্নের শর্তাবলী পালন করতে হবে।

(ক) আবেদনকারী মাদ্রাসায় ৮ম শ্রেণিতে ২০২৫ সালে কমপক্ষে ১০০ (একশত) জন শিক্ষার্থী থাকতে হবে।

(খ) এনটিআরসিএ (NTRCA) কর্তৃক শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত মাদ্রাসার নিজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায় শিক্ষা শাখার পাঠদান কার্যক্রম চালু রাখার সক্ষমতা থাকতে হবে।

(গ) সূত্রোক্ত ২ নং স্মারকের পরিশিষ্ট-২ মূলে ব্যবসায় শিক্ষা শাখার জন্য সংশ্লিষ্ট মাদ্রাসায় অতিরিক্ত দুইটি কক্ষের ব্যবস্থা থাকতে হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি দেখুন।

মাদ্রাসা দাখিল শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার বিজ্ঞপ্তি

আরো দেখুন:

মাদ্রাসার বৃত্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ (ইবতেদায়ি ও দাখিল)

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৫ (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা বোর্ড

মন্তব্য করুন