ইএফটি মডিউলে ভুল তথ্য ও নতুন এমপিওভুক্তির নির্দেশনা

ইএফটি মডিউলে ভুল তথ্য দিয়ে বেতন-ভাতা পাননি তাদের তথ্য সংশোধনের সময়সূচী প্রকাশ করা হয়েছে। এছাড়া জানুয়ারি মাসে নতুন এমপিওভুক্তির কারণে যারা বেতন পাননি তাদেরও এইফটিতে যুক্ত হওয়ার নির্দেশনা দিয়ে শিক্ষা অধিদপ্তর।

ইএফটি মডিউলে ভুল তথ্য সংশোধন ও জানুয়ারিতে নতুন এমপিওভুক্তির নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ EFT প্রেরণের জন্য নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে।

যে সকল শিক্ষক-কর্মচারীর নতুন এমপিও আবেদন অনুমোদন ও জানুয়ারী-২০২৫ মাসের এমপিও প্রক্রিয়াকরণ করে ইনডেক্স প্রদান করা হয়েছে তাদের ইফটিতে তথ্য যুক্ত হতে হবে। আগামী ০৮-০৩-২০২৫ ইং তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে MPO EFT মডিউলে তথ্য প্রদান করতে হবে।

এছাড়াও যে সকল শিক্ষক-কর্মচারী জানুয়ারী-২০২৫ মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত/রি-এমপিও হয়েছেন অর্থাৎ ডিসেম্বর-২০২৪ মাসে এমপিও-তে নাম ছিলো না কিন্তু জানুয়ারি-২০২৫ মাসে এমপিওভুক্ত/রি-এমপিও হয়েছেন তাদেরকেও MPO EFT মড়িউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে হবে।

আর যেসব শিক্ষক-কর্মচারীর EFT এর তথ্য প্রদানকালে ভুল এন্ট্রি করার কারনে আইবাস++ হতে ভ্যালিডেশন সঠিক না হওয়ায় অর্থ প্রেরণ করা যায়নি, তাদের ইএফটি-তথ্য এন্ট্রি প্যানেলে এডিট অপশন চালু করা হয়েছে। তাদেরকেও ৮ মার্চ তারিখের মধ্যে পুনরায় সঠিক তথ্য প্রদান করে তথ্য পাঠাতে হবে।

যেসব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে

MPO EFT মডিউলে তথ্য প্রেরণের পর ডাউনলোডকৃত হার্ডকপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা দিতে হবে।

প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য এবং দাখিলকৃত হার্ডকপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (স্কুলের ক্ষেত্রে) এবং আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে)-গণ পরবর্তী কার্যক্রমের জন্য ১০-০৩-২০২৫ ইং তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।

আরো দেখুন:

ইএফটি বেতন: এমপিও শিট সংশোধনের নতুন সময়সূচী

স্কুল-কলেজ ইএফটি তথ্য সংশোধন করার নিয়ম

মন্তব্য করুন