Home » কারিগরি ফেব্রুয়ারি এমপিও ২০২৩ প্রকাশ, বেতনের চেক হস্তান্তর

কারিগরি ফেব্রুয়ারি এমপিও ২০২৩ প্রকাশ, বেতনের চেক হস্তান্তর

কারিগরি শিক্ষক ফেব্রুয়ারি এমপিও ২০২৩

কারিগরি শিক্ষক ফেব্রুয়ারি এমপিও ২০২৩ (Technical Teacher February MPO 2023) প্রকাশ ও বেতনের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ৯ মার্চ তারিখ পর্যন্ত।

কারিগরি শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের এমপিও প্রকাশ, বেতনের চেক ছাড় ২০২৩

কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অধিন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর করা হয়েছে।

কারিগরি অধিদপ্তর এর সহকারি পরিচালক (শাখা-১১) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ছাড়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কারিগরি অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি ০৫/০৩/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীর বেতনের ১২টি চেক, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহের প্রধান/স্থানীয় শাখায় হস্তান্তরের খবর নিশ্চিত করা হয়েছে।

কারিগরি শিক্ষক-কর্মচারীগণ ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা, নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যেমে উত্তোলন করতে পারবেন ০৯/০৩/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার চেক হস্তান্তরের সাথে সাথে, সংশ্লিষ্ট মাসের এমপিও শিট অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি/২০২৩ মাসের এমপিও’তে নতুন শিক্ষকের এমপিওভুক্তি, ইনডেক্সধারী শিক্ষকদের পদোন্নতি সহ উচ্চতর স্কেল পেয়েছেন।

এছাড়া প্রতিষ্ঠান প্রধানের অভিজ্ঞতার স্কেল ও অন্যান্য পদের শিক্ষক-কর্মচারীগণ নির্ধারিত স্কেলে এমপিওভুক্ত হয়েছেন।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি/২০২৩ মাসের বেতন-ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি দেখুন

কারিগরি ফেব্রুয়ারি এমপিও ২০২৩

আরো জানুন:

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ

February MPO Sheet 2023 [কারিগরি ফেব্রুয়ারি এমপিও শিট ২০২৩]

কারিগরির ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ছাড়ের সাথে উক্ত মাসের এমপিও শিট প্রকাশ করা হয়েছে। কারিগরি অধিদপ্তর এর ওয়েবসাইট হতে এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের লিংক থেকে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/5067_File_mpo_sheet.html

আরো পড়ুন:

Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখার নিয়ম

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

তথ্যসূত্র:

কারিগরি শিক্ষা অধিদপ্তর

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top