Home » এইচএসসি পরীক্ষা ২০২১: ফরম পূরণ বিজ্ঞপ্তি | HSC Form Fill-up 2021

এইচএসসি পরীক্ষা ২০২১: ফরম পূরণ বিজ্ঞপ্তি | HSC Form Fill-up 2021

এইচএসসি পরীক্ষা ২০২১

এইচএসসি পরীক্ষা ফরম পূরণ ২০২১

এইচএসসি পরীক্ষা: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। HSC Exam Form Fill-up 2021 এর সময় বাড়ানো হয়েছে।

এরই মধ্যে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।

HSC Exam 2021 Assignment: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট

এইচএসসি পরীক্ষার প্রশ্নের মানবন্টন, নম্বর বিভাজন নির্দেশিকা ২০২১

HSC Form Fill-up 2021: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার অনলাইন ফরম পূরণের জন্য  সময়সূচী ঘোষণা করে।

তবে ১১ অক্টোবর, ফরম পূরণের সময় তৃতীয় বারের মত বর্ধিত করা হয়েছে। (নিচের অনুচ্ছেদে বিজ্ঞপ্তি দেখুন)।

এর আগে একবার বোর্ড ফরম পূরণের সময়সূচী ঘোষণা করেছিলো। কিন্তু করোনার কারণে তা স্থগিত করা হয়। এরপর ৩১ জুলাই নতুন করে ফরম পূরণের সময়সূচী দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। (বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে দেখুন)।

এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বোর্ডের বিজ্ঞপ্তিতে ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এ বিষয়ে ফি আদায় করতে পারবে না বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ড।

আরো পড়ুন:

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য

স্কুল-কলেজ অ্যাসাইনমেন্ট নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

Rajshahi Board HSC Exam Form Fill-up 2021: এইচএসসি পরীক্ষার ফরমপূরণ

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম ফিলাপ এর বর্ধিত সময়সূচী

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বর্ধিত করেছে ঢাকা বোর্ড। ১১ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ফিলাপ এর সময়সূচী বর্ধিত  করা হয়েছে।

প্রকাশিক অনলাইন তালিকা হতে প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের নির্বাচন করা যাবে ২৪/১০/২০২১ হতে ৩১/১০/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত। (বর্ধিত সময়)।

এসএমএস প্রাপ্তির পর পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষার ফি প্রদানের শেষ তারিখ ০২/১১/২০২১ খ্রি পর্যন্ত (বর্ধিত সময়)।

ফরম পূরণের তৃতীয় বারের সময় বর্ধিতকরণ সম্পর্কে আরো জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।

এইচএসসি পরীক্ষা ২০২১ এর ফরম ফিলাপ ফি এর হার কত?

এখানে বিভাগ ভিত্তিক ফরম ফিলাপ এর হার প্রযোজ্য হবে। নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদেরও ফরমফিলাপের অর্থের পরিমাণ কিছুটা কম-বেশী হবে।

এবারে যেহেতু নৈর্বাচনিক তিন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, তাই পরীক্ষার ফি কমানো হয়েছে।

এছাড়া মানবিক ও বাণিজ্য বিভাগের  কোন শিক্ষার্থীর ব্যবহারিক বিষয় থাকলে, সেক্ষেত্রে বিষয় প্রতি নির্ধারিত অর্থ প্রদান করতে হবে।

শিক্ষার্থী (নিয়মিত) প্রতি নিম্নলিখিত হারে পরীক্ষার ফি নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বিজ্ঞান শাখা: বোর্ড ফি + কেন্দ্র ফি সহ মোট ১১৬০/= টাকা।

মানবিক শাখা: বোর্ড ফি + কেন্দ্র ফি সহ মোট ১০৭০/= টাকা।

ব্যবসায় শিক্ষা শাখা: বোর্ড ফি + কেন্দ্র ফি সহ মোট ১০৭০/= টাকা।

মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোন শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক বিষয় থাকলে, উপরোক্ত ফি এর সাথে বিষয় প্রতি ৩০/= টাকা যুক্ত হবে।

কোন প্রতিষ্ঠান নির্ধারিত ফি এর অতিরিক্ত কোন অর্থ আদায় করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে কোন অভিযোগ পেলে, সংশ্লিষ্ট কলেজের ফরম ফিলাপ প্যানেল বন্ধ করা সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুসিয়ারী দেওয়া হয়েছে।

ফরম ফিলাপ এর নির্ধারিত হার সম্পর্কে বিস্তারিত দেখুন, নিচের সংযুক্ত বিজ্ঞপ্তির ১৩ থেকে ১৫ নম্বর অনুচ্ছেদে। এখানে সবিস্তারে ফরম পূরণের নির্ধারিত হার উল্লেখ করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা ২০২১ কোন সিলেবাস এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে?

২০২১ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত (পুনর্বিন্যাসকৃত) সিলেবাস এর ভিত্তিতে। কিছুদিন আগে নতুন পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রণয়ন করা হয়।

নিচের বিজ্ঞপ্তির ১২ নম্বর অনুচ্ছেদে (নৈর্বাচনিক বিষয় ও সিলেবাস সংক্রান্ত), প্রতিটি বিষয় উল্লেখ করে, কোন সিলেবাসে আর কোন ধরণের প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা স্পষ্ট করা হয়েছে।

আরো জানুন:

এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | SSC-HSC Syllabus 2021

স্কুল-কলেজ এখনই খুলছে না, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আবারো বাড়ানো হয়েছে

ঢাকা বোর্ড এইচএসসি পরীক্ষা ২০২১ এর ফরম পূরণ বিজ্ঞপ্তি

বিঃদ্রঃ- ফরম পূরণের সময়সূচী বর্ধিত করা হয়েছে। উপরের যুক্ত বিজ্ঞপ্তি দেখুন। ঢাকা শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি হতে ফরম পূরণের বিস্তারিত তথ্য দেখুন। নিচের সংযুক্ত বিজ্ঞপ্তি পড়তে অসুবিধা হলে, পিডিএফ ফরম্যাটে প্রকাশিত বোর্ডের প্রকাশিত ফরম পূরণের বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে

এইচএসসি পরীক্ষা ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২১

HSC Form Fill-up 2021 Dhaka Board

HSC Form Fill-up 2021

এইচএসসি পরীক্ষা ২০২১ ফরম পূরণ বিজ্ঞপ্তি

সতর্কতা: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করোনা মহামারীর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। দেশের চলমান ‘চলাচলে বিধি-নিষেধের কারণে’ ফরম পূরণের সময় সূচিত পরিবর্তিত হচ্ছে।

তাই পরীক্ষার ফরম পূরণের হালনাগাদ তথ্য পেতে, বোর্ডের ওয়েবসাইটে সার্বক্ষণিক নজর রাখুন।

আরো দেখুন:

SSC-HSC Short Syllabus 2022: এসএসসি-এইচএসসি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী

College HSC Assignment: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট

SSC Assignment: ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট

স্কুল অ্যাসাইনমেন্ট (মাধ্যমিক ৬ষ্ঠ-৯ম শ্রেণি) High School Assignment

তথ্যসূত্র:

ঢাকা শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ১২/১০/২০২১ খ্রি. তারিখ ০৭:৩০ অপরাহ্ন।

62 thoughts on “এইচএসসি পরীক্ষা ২০২১: ফরম পূরণ বিজ্ঞপ্তি | HSC Form Fill-up 2021”

    1. আমি ফরম পূরণ করতে পারি নাই এখন‌কি আর ৩ বারের মতো সময় বৃদ্ধি পেয়েছে ,,, কেও জলি জানেন জানাবেন খুব উপকা হবে

    2. আপনাকে প্রতিষ্ঠান কর্তৃক নির্বাচন করা হলে, আপনি এখনো ফরমপূরণের টাকা জমা দিতে পারবেন। দ্রুত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। ধন্যবাদ।

    3. আমার পরীবারের করোনা থাকায় আমি ফরম পূরন করতে পারি নাই।আমি আমার পরিবারকে নিয়ে হাসপাতাল ছিলাম।তাই ফরম পিলাপের নিউজ পাই নি।এখন আমি কিভাবে ফরম ফিলাপ করবো। plz sir

  1. 2017 সালের এইচএসএসি পরীক্ষার্থী কি ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে??
    প্লিজ জানাবেন????

  2. হ্যাঁ আমিও জানতে চাই যে 2017 সালের এইচএসসি পরীক্ষার্থীর,যারা এক বিষয়ে বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে,এবং যারা পরীক্ষা দেয়নি,
    তারা ও কি রেজিস্ট্রেশন নবায়ন করে, ফরম পূরণ করে 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কি???

    প্লিজ দয়া করে কেউ একটু জানাবেন প্লিজ।

    1. ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে- বিষয়টি নিয়ে বোর্ডের ফরমপূরণের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আরও জানতে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

    2. হ্যাঁ আমিও জানতে চাই যে 2017 সালের এইচএসসি পরীক্ষার্থীর,যারা এক বিষয়ে বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে,এবং যারা পরীক্ষা দেয়নি,
      তারা ও কি রেজিস্ট্রেশন নবায়ন করে, ফরম পূরণ করে 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কি???

      প্লিজ দয়া করে কেউ একটু জানাবেন প্লিজ।

    3. বিজ্ঞপ্তি পড়ে দেখুন। বিজ্ঞপ্তিতে কারা পরীক্ষা দিতে পারবে তা বিস্তারিত বলা আছে। আর এবিষয়ে বিস্তারিত জানতে আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। ধন্যবাদ।

    4. আমার এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ৩৯৭০ টাকা এসেছে, টাকা না থাকার কারনে করতে পারছি না।

  3. বেসরকারি প্রতিষ্ঠান গুলো ১৩০০০/১৪০০০ টাকা ফরম ফিলাপের জন্য দাবি করছে। কলেজের সকল পাওনা দেওয়ার পর কিভাবে এতো টাকা দাবি করছে কলেজ গুলো?

  4. ২০১৯ পরিক্কায় ইংরেজি রেজাল্ট ভালো হয়নি।২০২০ শে পরম পুরণ করতে পারিনি এবং ২০২০ শে রেজিষ্ট্রেশন এ মেয়াদ শেষ। এখন পরম পুরণ করার জন্য সহযোগিতা কামনা করছি

  5. আমি একজন একাদশ শ্রেণীর ছাএ কারিগরি কলেজের।আমাদের সবার কাছ থেকে ফরমফিলাপ বাদে মাসের বেতন খুজতেছে।প্রতিজন থেকে মাসে ২৫০ টাকা করে।বছরে ৩০০০টাকা।আমার কথা হল আমরাতো একদিন ও ক্লাস করিনি।তাইলে মাসের টাকা খুজতেছে কেন?বেতনের বিষয়ে কি কিছু বলেছে সরকারে/কারিগরি শিক্ষা বোর্ডে?দয়াকরে জানাবেন।ধন্যবাদ

  6. আমার ছেলের স্টুডেন্ট প্যানেল এ রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলে বাবা এবং মায়ের নাম সম্পুর্ন আসে না। নামের মাঝে কয়েকটি অক্ষর *** দেখায়।

    1. ৮ম সপ্তাহের এসএসসি-২০২১ এর অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলে এই প্রতিবেদন থেকে তার সংগ্রহের লিংক পাবেন। ধন্যবাদ।

  7. আমিএখনও ফরম পূরন করতে পারি নি, এবং আমাদের কলেজের অনেকেই ফরম পূরন করতে পারে নি।সময় বৃদ্ধি করা হলে আমরা উপকৃত হব।

  8. আমি এখনো ফর্ম ফিলাপ করতে পারিনি,,আমার গ্রুপে বিজ্ঞান ছিল কিন্তু ভুলবশত মানবিক আসে গেছে,,এটা কি এখন পরিবর্তন করে আমি ফর্ম ফিলাপ করতে পারব??প্লিজ জানাবেন খুব উপকার হবে।

  9. কলেজ থেকে আমার ফোনে SMS না আসার কারনে আমি ফরম পূরন করতে পারিনি। দয়া করে কলেজ এর সময় এবং ফরম পূরনের সময় বৃদ্ধি করলে খুব খুব উপকার হবে।
    কেননা আমাদের করোনা জন্য দুই বছর এমনিতে নষ্ট হয়েছে।দয়া করে সময় বৃদ্ধি করা হোক কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

    1. আমি এইচএসসি পরীক্ষার্থী।
      গতকাল আমার কলেজের সমস্ত বেতন পরিশোধ করেছি। কিন্তু কলেজ থেকে সঠিক তথ্য না পাওয়ার ফলে আমি কালকে ফরম পূরণ করতে পারিনি।
      ৩য় বার সময় বাড়ানোর দাবি জানাচ্ছি। না হলে, আমার একটা বছর নষ্ট হয়ে যাবে পরীক্ষায় অংশগ্রহণ না করতে পেরে।

  10. আমি এইচএসসি পরীক্ষার্থী।
    গতকাল আমার কলেজের সমস্ত বেতন পরিশোধ করেছি। কিন্তু কলেজ থেকে সঠিক তথ্য না পাওয়ার ফলে আমি কালকে ফরম পূরণ করতে পারিনি।
    ৩য় বার সময় বাড়ানোর দাবি জানাচ্ছি। না হলে, আমার একটা বছর নষ্ট হয়ে যাবে পরীক্ষায় অংশগ্রহণ না করতে পেরে।

  11. আমার ছোট ভাইটা ফর্ম ফিলাপ করতে পারেনি। তাই বলছি বাদ
    পড়া শিক্ষার্থীদের জীবনের কথা
    ভেবে কমপক্ষে ১ সময় আবারো দেওয়া হক।

  12. ৩য় বার সময় বাড়ানোর দাবি জানাচ্ছি। না হলে, আমার একটা বছর নষ্ট হয়ে যাবে পরীক্ষায় অংশগ্রহণ না করতে পেরে

  13. আমি যশোর বডের পরিক্ষার্থী কিন্তু ফরম ফেলাপ করতে পারিনি যদি পরিক্ষা না দিতে পারি তাহলে হয় তো পড়ালেখা করতে পারবনা তাই একটু সময় বাড়ানোর জন‍্য আবেদন করছি

  14. hsc ফরম পূরণ হয়নি ভুলবসত,প্রবেশ পত্র ও কলেজে আসেনি,,,,করণীয় কি?পরিক্ষা দেওয়ার কোন সুযোগ আছে?

    1. এবার পরপর তিন বার এইচএসসির ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিলো। এরপর সুযোগ আছে বলে মনে হয়না। কারণ ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তবুও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা বোর্ডে খোঁজ নিতে পারেন। ধন্যবাদ।

  15. স্যার আমাদের কলেজে প্রবেশপত্র দেয়ার বিনিময়ে ১৫০০ টাকা নিচ্ছে। কাল পরিক্ষা। অথচ আজকে পর্যন্ত টাকা না নিয়ে প্রবেশপত্র দেয়নি। তারা সঠিকভাবে বলছেও না ফরম পূরনের পরেও কিসের জন্য ১৫০০ টাকা নিচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top