SSC-HSC Short Syllabus 2022: দেশের সকল শিক্ষা বোর্ডের ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী (সংক্ষিপ্ত সিলেবাস) প্রকাশ।
লক্ষ্য করুন: ২৭ এপ্রিল এ্সএসসির রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষার সময়সূচি সম্বলিত রুটিন সংগ্রহ করতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
এসএসসি-এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (SSC-HSC Short Syllabus 2022 PDF)
সূচীপত্র...
২০২২ সালের অনুষ্ঠিতব্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস (নতুন পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী) প্রকাশ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে, ২৭/০৫/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে সকল বিভাগ/বিষয়ের সিলেবাস প্রকাশিত হয়।
এরপর ১ মার্চ ২০২২ খ্রি. তারিখে এসএসসি-এইচএসসির সিলেবাস (বাংলা-ইংরেজী বিষয়ের তিন পত্র সহ) হালনাগাদ করে আবারো প্রকাশ করা হয়েছে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, সিলেবাস প্রকাশ ও বোর্ডের ওয়েবসাইটে আপলোডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত নতুন পাঠ্যসূচী মোতাবেক ২০২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাস জনিত কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায়, আগের পাঠ্যসূচীর বিষয়বস্তু কমিয়ে নতুন করে পাঠ্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে।
এসএসসি সিলেবাস ১৫০ দিন ও এইচএসসি সিলেবাস ১৮০ দিন পাঠদান শেষে, পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।স্কুল-কলেজে নতুন প্রণীত পাঠ্যসূচী অনুযায়ী পাঠদান শেষে, সংশ্লিষ্ট পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২২ সালের এসএসসি সমমান পরীক্ষা ১৯ জুন ও এইচএসসি সমমান পরীক্ষা ২২ আগস্ট থেকে শুরু হবে। পরীক্ষার বিষয় ও সময় কমিয়ে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসএসসি-এইচএসসি পরীক্ষার প্রশ্নের ধারা, নম্বর বিভাজন ও প্রশ্ন পত্রের পূর্ণমান সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।
এসএসসি পরীক্ষার মানবন্টন, প্রশ্নপত্রের সময় ও নম্বর বিভাজন ২০২২
এইচএসসি পরীক্ষার প্রশ্নের মানবন্টন, নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২
২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস (Original PDF)
প্রকাশিত নতুন পাঠ্যক্রম অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাস এর অরিজিনাল পিডিএফ কপি পাওয়া যাবে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে।
সকল বিভাগ ও বিষয়ের সিলেবাস, জিপ (ZIP) ফোল্ডারের মধ্যে পিডিএফ ফাইলে সংরক্ষিত আছে।
নিচের লিংক দুটি থেকে ২০২২ সালে অনুষ্ঠিতব্য পরীক্ষার্থীদের জন্য প্রণয়নকৃত শর্ট সিলেবাস সংগ্রহ করা যাবে।
এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করুন এখান থেকে।
এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
বিঃ দ্রঃ- উপরের লিংক থেকে জিপ ফাইলে প্রকাশিত সিলেবাস সংগ্রহ করার পর তা আনজিপ করতে হবে। এক্ষেত্রে আনজিপ করার অ্যাপস এর প্রয়োজন হতে পারে।
তারপর পিডিএফ ফাইলে সকল বিষয়ের সিলেবাস দেখতে, পিডিএফ রিডার বা অনুরূপ অ্যাপস এর প্রয়োজন হতে পারে।
মোবাইল/কম্পিউটারে জিপ ফাইল খুলতে সমস্যা হলে, নিচের পিডিএফ ফাইল সংগ্রহ করুন।
শুধু বাংলা-ইংরেজির সিলেবাসের তিন পত্রের কপি সংগ্রহ করতে নিচের প্রতিবেদনটি পড়ুন। আর সব বিষয়ের সিলেবাস একত্রে সংগ্রহ করুন নিচের অনুচ্ছেদ থেকে।
All Education Board SSC-HSC Short Syllabus 2022: নতুন পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী পিডিএফ
আমরা শিক্ষক-শিক্ষার্থীর সুবিধার জন্য নতুন প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী, পিডিএফ ফাইল গুগল ড্রাইভে নিচের লিংকের ঠিকানায় সংরক্ষণ করেছি।
কোন সময় বোর্ডের সার্ভার ডাউন থাকলে, নিচের গুগল ড্রাইভের লিংক থেকে যে কোন সময় সিলেবাস সংগ্রহ করা যাবে।
এসএসসি সিলেবাসের পিডিএফ পাবেন এই ঠিকানায়। (এখানে নতুন বাংলা-ইংরেজী তিন পত্র সহ সকল বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস আছে)।
আর এইচএসসি সিলেবাসের পিডিএফ কপি পাওয়া যাবে এখান থেকে। (এখানে নতুনভাবে সংক্ষেপিত এইচএসসির বাংলা-ইংরেজী সহ সব বিষয়ের সিলেবাস পাওয়া যাবে)।
লক্ষ্য করুন– মোবাইলে পিডিএফ ফাইল পড়তে ও সংগ্রহ করতে অসুবিধা হলে, নিচের অনুচ্ছেদের লিংক থেকে সিলেবাসের ইমেজ (ছবি) কপি সংগ্রহ করুন।
সকল সাধারণ বোর্ডের ২০২২ সালের এসএসসি ও এইচএসসি শর্ট সিলেবাসের ইমেজ ভার্সন
দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার শর্ট সিলেবাস, শিক্ষক-শিক্ষার্থীর সুবিধার্থে ইমেজ ভার্সনে (ছবি) রুপান্তর করেছি। যাতে করে খুব সহজে মোবাইল অথবা কম্পিউটারে দেখা ও পড়া যায়।
নিচের দুটি লিংক থেকে সংক্ষিপ্ত সিলেবাসের প্রতি বিষয়ের পূর্নাঙ্গ সিলেবাস সংগ্রহ করা যাবে।
এসএসসি সিলেবাস দেখুন এখান থেকে।
এইচএসসি সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন।
২০২২ খ্রিষ্টাব্দের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রশ্নের ধারা ও মানবণ্টন
২০২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্ন পত্রের ধারা একই রূপ থাকবে।
তবে পরীক্ষার বিষয়, প্রশ্নপত্রের সময় ও মানবণ্টন (নম্বর বিভাজন) পরিবর্তিত হবে বলে জানানো হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।
এসএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য জানুন
এইচএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের সবশেষ আপডেট খবর
এইচএসসি পরীক্ষার নতুন পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী (সংক্ষিপ্ত সিলেবাস) সংগ্রহ করতে অনুবিধা হলে আমাদের জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
তথ্যসূত্র:
সবশেষ আপডেট: ০১/০৫/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ১২:২৫ অপরাহ্ণ।
আলিম পরীক্ষা ২০২২ এর সিলেবাস পকাশ হয় নি।
2022 সালের দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সিলেবাস সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
বরিশাল বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস ও পাঠ্যসূচি কি ভাবে পাবো
সকল বোর্ডের সংক্ষিপ্ত সিলেবাস একই। প্রকাশিত সিলেবাস সকলের জন্য প্রযোজ্য।
Ssc porikkati 2022
Hsc 2022 Short syllabus
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাসের লিংক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। প্রয়োজনীয় লিংকে ক্লিক করে সিলেবাস সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।
সিলেবাসটা আমাদের জন্য অনেক বেশি হয়েছে আরো কমাতে হবে
আপনার মত অনেকেই এমন মতামত ব্যাক্ত করেছেন। মতামতের জন্য ধন্যবাদ।
বাংলা
ইংরেজি
তথ্য যোগাযোগ প্রযুক্তি
অর্থনীতি
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
সমাজবিজ্ঞান
কৃষি শিক্ষা
সকল বিষয়ের পৃথক-পৃথকভাবে সিলেবাস দেওয়া আছে। প্রয়োজনীয় বিষয়ের সিলেবাস সংগ্রহ করে রাখুন। ধন্যবাদ।
সিলেবাসটা আরো কমালে ভালো হতো
মতামতের জন্য ধন্যবাদ।
2022 shaler bolte 2021 er ta e ki 22 a nibe?
প্রতিষ্ঠান খোলা হলে ৬০ দিন পাঠদান করে ২০২১ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ধন্যবাদ।
আমাদের সিলেবাস বেশি হয়েছে,
সিলেবাস কমাতে হবে,,
আমাদের কাছেও সিলেবাসের বিষয়বস্তু বেশী বলে মনে হয়েছে। মতামতের জন্য ধন্যবাদ।
Syllabus aro komano uchit amader.
মতামতের জন্য ধন্যবাদ।
২০২১ সালের এসএসসি পরীক্ষা কবে হবে বড়িতে বসে থাকতে থাকতে চাকরির বয়স শেষ হয়ে যাবে।
মহামারীর কারণে শিক্ষার্থীদের বয়স পেরিয়ে যাচ্ছে। বিষয়টি দুঃখজনক।
সিলেবাস অারো কমালে ভালো হবে
পুনর্বিন্যাসকৃত সিলেবাস সম্পর্কে মতামত রাখার জন্য ধন্যবাদ।
ভূগোল,সমাজকর্ম ও ইসলাম শিক্ষা নাই?
ভালোভাবে খুঁজে দেখুন।
এইচএসসি পরীক্ষা কবে কখন হবে
সিলেবাস কমিয়ে অনেক ভালো করেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
কিছু পারি না কী পরিক্ক দিব
আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ।
hsc 2021 kobe onusthito hobe?
kindly janaben!
এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে প্রতিষ্ঠান খোলার ৮০ দিন পর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ধন্যবাদ।
পাঠ না কমিয়ে সেশন বাড়ানো উচিৎ ছিল।
মতামতের জন্য ধন্যবাদ।
Ssc syllabus aro komala vlo hoto. School ki adau khulbe amader? Kindly jana Ben.
করোনা নিয়ন্ত্রণে থাকলে জুন মাসের স্কুল খোলার সম্ভাবনা আছে। আর সিলেবাসের বিষয়বস্তু বেশী হয়েছে বলে আপনার মত অনেকে অভিযোগ করেছেন। দেখা যাক, আগামীতে নতুন কোন সিদ্ধান্ত আসে কীনা। ধন্যবাদ।
2021 hsc exam ki 2022 a hobe
জুন মাসে প্রতিষ্ঠান খুললে এইচএসসি ২০২১ সালের পরীক্ষা বছরের সেপ্টেম্বর মাসের দিকে হওয়ার সম্ভাবনা আছে। কারণ ৮০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। ধন্যবাদ।
Exam ar syllabus
ধন্যবাদ।
আচ্ছা ২০২০-২০২১ সালের HSCপরিক্ষাথীর Exam কি ২০২২সালে….please help me….
এই সিলেবাস ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষার সিলেবাস। বর্তমান ২০২১ সালে অনুষ্ঠিতব্য পরীক্ষার সিলেবাস আগে প্রকাশ করা হয়েছে। ধন্যবাদ।
Class 10 ar agricultural studies ar syllabus kothy
এসএসসি পরীক্ষা ২০২২ এর সকল বিষয়ের সিলেবাস একসাথে আছে। আপনি গুগল ড্রাইভের দেওয়া লিংক থেকে প্রয়োজনীয় বিষয়টির সিলেবাস সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।
সিলেভাস টা আরেকটু কমালে ভালো হতো
সিলেবাস মতামতের জন্য ধন্যবাদ।
সকল বোর্ডডের জন্য কি একই সিলেবাস নাকি আলাদা আলদা করে সিলেবাস দিয়েছে?
একই সিলেবাস।
২০২২ সালের এইচএসসির সিলেবাস টা অনেকে বেশি হইছে। সিলেবাস টা আরো সর্ট করলে ভালো হতো
মূল্যবান মতামত রাখার জন্য ধন্যবাদ।
চলিত বছরের দশম শ্রেণির কি পরীক্ষা হবে
প্রতিষ্ঠান খুরলে সম্ভাবনা আছে। ধন্যবাদ।
এসএসসি ভোকেশনাল সিলেবাস 2022 , কবে দিবে?
কারিগরি বোর্ড ওয়েবসাইটে চোখ রাখুন। ধন্যবাদ।
এগুলো কি সঠিক সিলেবাস।
অবশ্যই সঠিক সিলেবাস। আপনি প্রতিবেদনে যুক্ত অধিদপ্তরের প্রকাশিত লিংকটি থেকে অরিজিনাল পিডিএফ সিলেবাস সংগ্রহ করতে পারেন। এছাড়া যে সকল অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হচ্ছে সেগুলো সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে করা হচ্ছে। এখান থেকে সংক্ষিপ্ত সিলেবাসের ধারণা পেতে পারেন। ধন্যবাদ।
ইসলামের ইতিহাস ।কোরআন মাজিদ।আকাইদ ।আরবি 2য় ।আরবি 1ম ।
2022 সালে এসএসসি পরীক্ষার সিলেবাস 50 মার্ক করা হোক
কারন
দীর্ঘ দেড় বছর আমরা কোন ক্লাস করতে পারিনি তাই আমার মতামত টি আপনারা বিশ্লেষণ করে দেখুন।
মতামতের জন্য ধন্যবাদ।
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ নেই।
বোর্ড প্রকাশিত সংক্ষিপ্ত সিেবাসের কপিতে দেখুন।
amader hsc 2022 exam ki 100 numbera hobe naki 50 numbera hobe
সাম্প্রতিক তথ্য মতে ২০২২ সালের এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষা ৫০ নম্বরে অনুষ্ঠিত হবে।
চিলাবেচ এর সকল প্রশ্ন যাতে পরীক্ষার জন্য কমন হয় সেই সব প্রশ্ন উল্লেখ করলে ভালো হবে খুশি হব। অন্যতাই শিক্ষার্থীদের ক্ষতি হবে।
আমাদের তিনটি বিষয়ে পরীক্ষা নিলে ভালো হবে কেননা আমরা করোনার কারনে কলেজে আসতে পারিনি। তাই আমাদের group বিষয় গুলো পরীক্ষা নেওয়া হোক।
মতামতের জন্য ধন্যবাদ।
আমাদের এইচএসসি পরীক্ষা শুধু group সাবজেক্ট পরীক্ষা নেওয়া হোক কেননা আমরা করোনার কারনে কলেজে আসতে পারিনি
মতামতের জন্য ধন্যবাদ।
২০২৩ এর সিলেবাস কোনটা। জানালে ভালো হতো
২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাস পড়লে ২০২৩ সালের পরীক্ষা দেওয়া যাবে।
এইচ এস সি 2022 হালনাগাদ শর্ট সিলেবাস কোন ওয়েবসাইটে পারছিনা যদি আমাকে পিডিএফ কপি টা দেওয়া যায় দয়া করে আমার ইমেইল এড্রেস এ দেওয়ার অনুরোধ করা হল
এই প্রতিবেদনে এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহের লিংক যুক্ত করা আছে। প্রয়োজনে অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে সংগ্রহ করুন।
Amar selavas ta lagbe
এই প্রতিবেদনে ২০২২ সালের এসএসসি-এইচএসসি সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া আছে। পিডিএফ ফাইলে থাকা সিলেবাস সংগ্রহ করুন। এক্ষেত্রে অভিজ্ঞ লোকের সাহায্য নিন।
এস.সি পরিক্ষা ২০২২ এর সংক্ষিপ্ত শট সিলেবাস
২০২১ এইচএসসি অকৃতকার্য শিক্ষার্থীদের কোন সিলেবাস এ পরীক্ষা হবে?
২০২২ সালের ফরম পূরণের বিজ্ঞপ্তি দেখুন। সেখানে ২০২২ সালের পরীক্ষা কোন সিলেবাসে হবে তা বলা আছে।
বাউবি ২০২২ এইসএসসি শর্ট সিলেবাস
বাংলা
ইংরেজি
সমাজকর্ম
যুক্তিবিদ্যা
পৌরনীতি ও সুশাসন
ইতিহাস
কৃষিশিক্ষা