Home » shikkhok.com: অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা (শিক্ষক ডট কম)

shikkhok.com: অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা (শিক্ষক ডট কম)

shikkhok.com (শিক্ষক ডট কম)

shikkhok.com (শিক্ষক ডট কম) : অনলাইনে বাংলা ভাষায় যে কোন বিষয়ে বিনামূল্যে শিখতে ও শেখাতে শিক্ষা বিষয়ক ওয়েবসাইটে যোগ দিন। এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে বিভিন্ন বিষয় শেখা ও অন্যকে শেখানো যায়।

shikkhok.com: অনলাইনে শেখা ও শিখানোর শিক্ষা বিষয়ক ওয়েবসাইট

শিক্ষক.কম বাংলা ভাষার শেখা ও শিখানোর একটি অনলাইন মঞ্চ। এখানে বিভিন্ন বিষয়ে সহজ সরল ভাষায় শিক্ষা গ্রহণ ও শিক্ষা বিতরণ করা হয়।

এই ওয়েবসাইটে যে কেউ বিনামূল্যে বিভিন্ন বিষয়ে শিখতে পারে এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এই প্লাটফর্মে অন্যকে বিনামূল্যে শেখাতে পারে। শেখা ও শেখানোর দারুন এক অনলাইন প্লাটফর্ম হলো  shikkhok.com নাম ওয়েবসাইট।

shikkhok.com: শিক্ষক ডট কম কী?

shikkhok.com – শিক্ষক ডট কম হলো, বাংলা ভাষায় প্রকাশিত গুরুত্বপূর্ণ শিক্ষা ওয়েবসাইট। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শেখা ও শেখানোর অনলাইন মাধ্যম।

বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ের অনলাইন কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করানো হয়, যা সকলের জন্য উন্মুক্ত। এটা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত একটি অবাণিজ্যিক কার্যক্রম।

শিক্ষক ডট কম এর প্রতিষ্ঠাতা কে?

shikkhok.com – শিক্ষক ডট কম এর প্রতিষ্ঠাতা হলেন, বাংলাদেশের BUET এর সাবেক শিক্ষক ও বর্তমানে University of Alabama at Birmingham, USA এর Computer and Information Sciences বিভাগের সহকারি অধ্যাপক ডঃ রাগিব হাসান। ২০১২ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে শিক্ষক ডট কম এর যাত্রা শুরু হয়।

শিক্ষক ডট কম এর লক্ষ্য ও উদ্দেশ্য কী?

shikkhok.com – শিক্ষক ডট কম এ লক্ষ্য ও উদ্দেশ্য হলো, বাংলায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশ ঘটানো। গতানুগতিক পদ্ধতির বাইরে অনলাইনে বিভিন্ন বিষয়ে বিনামূল্যে শিক্ষা প্রদানই এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

শিক্ষক ডট কম এর পুরস্কার ও সম্মাননা।

shikkhok.com – শিক্ষক ডট কম এর প্রতিষ্ঠার পর থেকে বাংলাভাষী জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক জনপ্রিয় ও আগ্রহ সৃষ্টি করে। আর এই জনপ্রিয়তার ফল স্বরূপ শিক্ষা ওয়েবসাইটি বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়।

শিক্ষক ডট কম এ কারা শিখতে ও শেখাতে পারেন?

shikkhok.com – শিক্ষক ডট কম সকলের জন্য উন্মুক্ত। এখানে যেমন সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী সকলে শিখতে পারেন, তেমন সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত ও দক্ষ ব্যক্তি শিক্ষক হতে পারেন।

শিক্ষক ডট কম এ কোন কোন বিষয়ে কোর্স করানো হয়?

এখানে কমবেশী জ্ঞান-বিজ্ঞানের সকল বিষয়েই কোর্স করানো হয়। যে বিষয়গুলোতে এখনো কোন কোর্স করানো হয় নি, অদূর ভবিষ্যতে সে বিষয়গুলোতে কোর্স করানো হবে বলে শিক্ষক ডট কম এ বলা হয়েছে।

বর্তমানে যে বিষয়গুলোতে কোর্স করানো হয়েছে বা হচ্ছে, তার একটি তালিকা দেওয়া হলো। তালিকাটি শিক্ষক.কম হতে সংগৃহীত

ফ্রিল্যান্স কর্নার

  • CCNA পরিচিতি
  • ওয়ার্ডপ্রেস ফর বিগিনারস
  • ফ্রিল্যান্সিং
  • বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • ওয়ার্ডপ্রেস পরিচিতি
  • বেসিক অ্যাডবি ফটোশপ গ্রাফিক্স ডিজাইন
  • জাভাস্ক্রিপ্ট পরিচিতি

মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট

  • অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • অ্যান্ড্রয়েড এপইনভেন্টর ডেভেলপমেন্ট
  • আইওএস এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • জাভা/অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং/এন্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট

কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

  • ডিজিটাল লজিক ডিজাইন
  • নিউমেরিকাল অ্যানালাইসিস
  • কোয়ান্টাম কম্পিউটেশন
  • মাইক্রোসফট excel
  • মাইক্রোসফট এসকিউএল সার্ভার ২০১২
  • punBB দিয়ে ফোরাম তৈরী
  • প্রোগ্রামিং এ হাতে খড়ি
  • পাইথন পরিচিতি
  • সলিডওয়ার্ক্স (SolidWorks) পরিচিতি
  • মাল্টিসিম টিউটোরিয়াল
  • R পরিচিতি
  • SAS পরিচিতি
  • ম্যাটল্যাব/MATLAB পরিচিতি
  • সি প্রোগ্রামিং
  • সি++ প্রোগ্রামিং
  • ক্লাউড কম্পিউটিং
  • কম্পিউটার ভিশন পরিচিতি

প্রকৌশল

  • অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং পরিচিতি
  • রোবোটিক্স পরিচিতি
  • তড়িৎকৌশল পরিচিতি
  • সিগনাল প্রসেসিং/লিনিয়ার সিস্টেমস
  • আইপি টেলিফোনী
  • জ্যোতির্বিজ্ঞান ১০১
  • কেমিকৌশল পরিচিতি
  • জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম (GIS) পরিচিতি

ভাষা

  • কোরিয়ান ভাষা
  • জার্মান ভাষার সহজ পাঠ
  • ইংরেজি ভোকাবুলারি শিক্ষা

স্কুল ও কলেজ

  • প্রাথমিক গণিত ৫ম শ্রেণী
  • মাধ্যমিক জ্যামিতি
  • মাধ্যমিক গণিত – ত্রিকোণমিতি
  • স্কুলের জীববিজ্ঞান – জীব, জীবন, ও পরিবেশ
  • উচ্চ মাধ্যমিক গণিত – বীজগণিত
  • উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান – ডিএনএ
  • উচ্চমাধ্যমিক রসায়ন
  • স্কুলের পদার্থবিদ্যা-মেকানিক্স
  • HSC English Text Reading

উচ্চশিক্ষা ও প্রস্তুতি

  • বিদেশে উচ্চশিক্ষা
  • IELTS এর সহজ পাঠ

লাইফ স্কিল্স

  • ফটোগ্রাফী
  • রন্ধনকলা ১০১
  • দাবা খেলা পরিচিতি
  • টেকনিকাল রিপোর্ট রাইটিং

গণিত

  • পরিসংখ্যান পরিচিতি
  • ক্যালকুলাসের অ-আ-ক-খ

জীববিজ্ঞান

  • প্রোটিনের গঠন
  • ক্যান্সার ন্যানোটেকনলজি
  • মেটাবলিক সিনড্রোম পরিচিতি
  • বায়োইনফরমেটিক্স পরিচিতি
  • নিউরোসায়েন্স পরিচিতি

বাণিজ্য

  • ফাইন্যান্স ১০১ – অর্থ বিজ্ঞান পরিচিতি

shikkhok.com – শিক্ষক ডট কম এর উপরোক্ত কোর্সসমূহের তালিকায় নতুন কোন বিষয় অন্তর্ভূক্ত করা হলে পরবর্তীতে তা যুক্ত করা হবে।

শিক্ষক.কম এর কোর্সগুলো কোথায়, কীভাবে পড়বেন?

shikkhok.com এর উপরোক্ত কোর্সগুলো পড়তে, শিক্ষক.কম এর ওয়েবসাইটে যান। এরপর সাইটের নেভিগেশন মেন্যুর কোস তালিকা লেখা লিংকে ক্লিক করুন। এখানে সকল কোর্স এর তালিকা দেখা যাবে। এবার প্রয়োজনীয় কোর্স এর লিংকে ক্লিক করুন। উক্ত কোর্সের সকল টিউটোরিয়াল প্রকাশের ক্রমানুসারে দেখা যাবে।

আপনি শিক্ষক বা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি হলে, নিচের সংযুক্ত লেখাগুলো আপনার পড়া দরকার-

শিক্ষক বাতায়ন: teachers.gov.bd: কন্টেন্ট ডাউনলোড

শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করার নিয়ম জানুন

তথ্যসূত্র-

উইকিপিডিয়া

শিক্ষক – বাংলায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

23 thoughts on “shikkhok.com: অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা (শিক্ষক ডট কম)”

    1. প্রিয় খালিদ সাইফুল্লাহ, শিক্ষক ডট কম হতে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে, লেখায় শেষ অনুচ্ছেদের নির্দেশিত পন্থা অবলম্বন করুন।
      জ্ঞানের প্রতি অনুরাগ এর জন্য ধন্যবাদ।

    1. শিক্ষক ডট কম সম্পর্কিত লেখায় মন্তব্য করার জন্য ধন্যবাদ। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে অনানুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষা ওয়েবসাইটটি অনুকরণীয় হতে পারে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top