shikkhok.com | শিক্ষক ডট কম | বাংলায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

Advertisement

shikkhok-com-শিক্ষক-ডট-কম

shikkhok.com কী? এখানে কারা, কীভাবে শিখতে ও শেখাতে পারে?

shikkhok.com – শিক্ষক ডট কম: অনলাইনে বাংলা ভাষায় যে কোন বিষয়ে বিনামূল্যে শিখতে ও শেখাতে shikkhok.com এ যোগ দিন।

shikkhok.com – শিক্ষক ডট কম কী?

shikkhok.com – শিক্ষক ডট কম হলো, বাংলা ভাষায় প্রকাশিত গুরুত্বপূর্ণ শিক্ষা ওয়েবসাইট। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শেখা ও শেখানোর অনলাইন মাধ্যম। বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ের অনলাইন কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করানো হয়, যা সকলের জন্য উন্মুক্ত। এটা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত একটি অবাণিজ্যিক কার্যক্রম।

shikkhok.com – শিক্ষক ডট কম এর প্রতিষ্ঠাতা কে?

shikkhok.com – শিক্ষক ডট কম এর প্রতিষ্ঠাতা হলেন, বাংলাদেশের BUET এর সাবেক শিক্ষক ও বর্তমানে University of Alabama at Birmingham, USA এর Computer and Information Sciences বিভাগের সহকারি অধ্যাপক ডঃ রাগিব হাসান। ২০১২ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে শিক্ষক ডট কম এর যাত্রা শুরু হয়।

shikkhok.com – শিক্ষক ডট কম এর লক্ষ্য ও উদ্দেশ্য কী?

shikkhok.com – শিক্ষক ডট কম এ লক্ষ্য ও উদ্দেশ্য হলো, বাংলায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশ ঘটানো। গতানুগতিক পদ্ধতির বাইরে অনলাইনে বিভিন্ন বিষয়ে বিনামূল্যে শিক্ষা প্রদানই এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

shikkhok.com – শিক্ষক ডট কম এর পুরস্কার ও সম্মাননা।

shikkhok.com – শিক্ষক ডট কম এর প্রতিষ্ঠার পর থেকে বাংলাভাষী জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক জনপ্রিয় ও আগ্রহ সৃষ্টি করে। আর এই জনপ্রিয়তার ফল স্বরূপ শিক্ষা ওয়েবসাইটি বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়।

shikkhok.com – শিক্ষক ডট কম এ কারা শিখতে ও শেখাতে পারেন?

shikkhok.com – শিক্ষক ডট কম সকলের জন্য উন্মুক্ত। এখানে যেমন সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী সকলে শিখতে পারেন, তেমন সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত ও দক্ষ ব্যক্তি শিক্ষক হতে পারেন।

shikkhok.com – শিক্ষক ডট কম এ কোন কোন বিষয়ে কোর্স করানো হয়?

এখানে কমবেশী জ্ঞান-বিজ্ঞানের সকল বিষয়েই কোর্স করানো হয়। যে বিষয়গুলোতে এখনো কোন কোর্স করানো হয় নি, অদূর ভবিষ্যতে সে বিষয়গুলোতে কোর্স করানো হবে বলে শিক্ষক ডট কম এ বলা হয়েছে।

বর্তমানে যে বিষয়গুলোতে কোর্স করানো হয়েছে বা হচ্ছে তার একটি তালিকা দেওয়া হলো। তালিকাটি শিক্ষক.কম হতে সংগৃহীত। কোর্স গুলি পড়তে আপনার পছন্দের কোর্সের লিংকের একটিতে ক্লিক করুন। (বহিঃসংযোগ)

ফ্রিল্যান্স কর্নার

মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট

কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

প্রকৌশল

ভাষা

স্কুল ও কলেজ

উচ্চশিক্ষা ও প্রস্তুতি

লাইফ স্কিল্স

গণিত

জীববিজ্ঞান

বাণিজ্য

shikkhok.com – শিক্ষক ডট কম এর উপরোক্ত কোর্সসমূহের তালিকায় নতুন কোন বিষয় অন্তর্ভূক্ত করা হলে পরবর্তীতে তা যুক্ত করা হবে। আর কোন কোর্স এর লিংক কাজ না করলে আমাদের জানাতে পারেন।

তথ্যসূত্র-

Share This:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।