Home » School-College MPO Sheet Correction: এমপিও শিট সংশোধন

School-College MPO Sheet Correction: এমপিও শিট সংশোধন

School-College EMIS MPO Sheet Correction

School-College Teacher EMIS MPO Sheet Correction: অনলাইনে EMIS ড্যাশবোর্ডে স্কুল-কলেজ এমপিও শিট ভুল সংশোধন করার প্রক্রিয়া জানুন। এই প্রতিবেদনে এমপিও শিট সংশোধন প্রক্রিয়ার নিয়ম বর্ণনা করা হয়েছে।

লক্ষ্য করুন: স্কুল-কলেজের এমপিও সীট সংশোধনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আবেদন নিষ্পত্তি সংক্রান্ত নির্দেশনা জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

School-College Teacher MPO Sheet Correction: EMIS এমপিও শিট সংশোধন প্রক্রিয়া

অনলাইনে EMIS ড্যাশবোর্ডে, খুব সহজে স্কুল-কলেজের MPO Sheet Correction বা ভুল সংশোধনের জন্য আবেদন করা যায়।

অনেক সময় এমপিও আবেদনে সময় ভুল তথ্য দেওয়া বা অন্য কোন কারণে এমপিও শিটে ভুল তথ্য আসতে পারে। যে কোন তথ্যের ভুল সংশোধন করতে, এমপিও আবেদনের মতই ভুল সংশোধনের আবেদন করতে হয়।

যদি এমপিও শিটে শিক্ষক-কর্মচারীর নাম, জন্মতারিখ, বিষয়, পদবী, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি ভুল থাকে, তাহলে প্রতিবেদনটির নির্দেশনা মত এখনই আবেদন করুন।

সতর্কতা: নতুন এমপিও আবেদনের মতই সংশোধনের আবেদনও গুরুত্বপূর্ণ। তাই বুঝে-শুনে প্রয়োজনীয় কাগজ-পত্র সংযুক্ত করে পূর্ণাঙ্গ আবেদন প্রেরণ করুন।

অসম্পূর্ণ আবেদন প্রেরণ করলে তা রিজেক্ট হবার সম্ভাবনা থাকে। আর ভুল তথ্য দিয়ে আবেদন প্রেরণ করলে আবারো এমপিও শিটে ভুল তথ্য আসবে। তাই এ বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ও সাহায্য নিন।

আরো পড়ুন:

Online MPO Application: স্খুল-কলেজের এমপিও আবেদন করার নিয়ম

স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীর এমপিও শিট ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

এমপিও শিটে ভুল সংশোধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যের একটি তালিকা EMIS  ড্যশবোর্ডে MPO Correction অংশে দেখা যাবে।

প্রতিষ্ঠান প্রধানের আইডি ও লগইন পাসওয়ার্ড ব্যবহার করে, ইএমআইএস ড্যাশবোর্ডে ঢুকে Correction লেখা সেকশনে ক্লিক করে, কি কি তথ্য ও ডকুমেন্টস যোগ করতে হবে তা জেনে নেওয়া যাবে।

এখানে প্রতিটি ধাপে, কোন কোন তথ্য পূরণ করতে হবে, আর কোন কোন ডকুমেন্টস সংযুক্ত করতে হবে তার ধারণা পাওয়া যাবে।

সবশেষ ধাপে, প্রয়োজনীয় ডকুমেন্টস এর সংযুক্তির স্থান থেকে বিষয়টি আরো পরিষ্কার হওয়া যাবে। দেখতে হবে, এখানে কোন কোন কাগজপত্র যুক্ত করতে হবে।

একজন শিক্ষক অথবা কর্মচারীর এমপিও শিট সংশোধনের ক্ষেত্রে তার নিয়োগ যোগদান পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, ব্যাংক সনদ ইত্যাদির প্রয়োজন হবে।

আরও প্রয়োজন হবে প্রতিষ্ঠান প্রধানের ফরোয়ার্ডিং, সংশ্লিষ্ট বিষয়ের রেজুলেশন সহ প্রতিষ্ঠানের আরো অনেক তথ্য।

প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র যোগাড় করে এমপিও শিট সংশোধনের পূর্ণাঙ্গ আবেদন প্রেরণ করবেন।

তা না হলে অসম্পূর্ণ আবেদন নিষ্পত্তি পর্যায়ে রিজেক্ট হতে পারে।

আরো দেখুন:

MEMIS Madrasah MPO Application: মাদ্রাসা শিক্ষক অনলাইন এমপিও আবেদন

EMIS School-College Teacher MPO Sheet Correction এর প্রক্রিয়া

স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীর এমপিও শিট সংশোধন করতে EMIS ড্যাশবোর্ডে লগইন করতে হবে। এক্ষেত্রে প্রয়োজন হবে প্রতিষ্ঠান প্রধানের ইউজার নেম (লগইন আইডি) ও পাসওয়ার্ড।

EMIS ড্যাশবোর্ড সরাসরি প্রবেশ করতে ব্রাউজারের অ্যাড্রেসবারে নিচের ঠিকানাটি টাইপ করুন।

http://emis.gov.bd/SSO/Account/Login

এবার লিংকটি ব্রাউজ করে লগইন পেজে যান।

EMIS Login পেজ ওপেন হলে ইউজার নেম (লগইন আইডি) ও পাসওয়ার্ড লেখা অংশে প্রতিষ্ঠানের ইউজার ও পাসওয়ার্ড সঠিকভাবে লিখে Sign In বাটনে ক্লিক করুন।

লগইন সফল হলে, প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড দেখা যাবে। এখান থেকে MPO লেখা সেকশনে ক্লিক করুন। নিচের ছবির মত এমপিও পাতাটি ওপেন হবে।

School College MPO Sheet Correction Application Form

আশা করি উপরের ছবির মত, Monthly Payment Order (MPO) Online Application লেখা পাতায় অবস্থান করছেন। এখানে নিউ এমপিও, ট্রান্সফার, প্রমোশন, আপারগ্রেড, কারেকশন, এরিয়া, ইনডেক্স/রিলিজ ইত্যাদি লেখা অপশন দেখা যাবে।

এবার তীর নির্দেশীত Correction লেখা অংশে ক্লিক করুন। নিচের ছবির মত MPO Correction পাতাটি ওপেন হবে।

আরো জানুন:

এমপিও শিটে ভুল সংশোধন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর

শিক্ষক-কর্মচারীর এমপিও শিট ভুল সংশোধনের ১ম ধাপ (তথ্য সংশোধনের বিষয় নির্বাচন)

EMIS Teacher Teacher MPO Sheet Correction

উপরের ছবির মত পাতাটি, এমপিও শিট সংশোধনের প্রথম ধাপের পাতা। এখানে নাম সংশোধন, জন্ম তারিখ, ব্যাংকে হিসাব নম্বর, পে-কোড, পদবী সংশোধন, পদবীর প্রকার সংশোধন ও বিষয় সংশোধন নামে বিভিন্ন অপশন আছে।

এখান থেকে আপনার জন্য প্রযোজ্য অপশনের ডান পাশে ফাঁকা চেকবক্সে টিক দিন। দেখবেন ওই সেকশনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্যের অপশন ওপেন হবে। এখানে প্রয়োজনীয় তথ্য লিখে বা নির্বাচন করে দিতে হবে।

এই পাতার তথ্যগুলো সঠিক ভাবে পূরণ ও নির্বাচন করে, পাতার নিচের দিকে ডানপাশের Next বাটনে ক্লিক করে পরবর্তী পাতায় যেতে হবে।

পরবর্তী পাতায় গেলে নিচের ছবির মত দ্বিতীয় ধাপের পাতাটি ওপেন হবে।

এমপিও শিট ভুল সংশোধনের ২য় ধাপ (শিক্ষাগত যোগ্যতার সনদ এর তথ্য প্রদান)

EMIS MPO Correction Form Step 2

দ্বিতীয় ধাপে পাতায় সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর সকল সনদ এর তথ্য দিতে হবে। তীর নির্দেশীত প্লাস বাটনে ক্লিক করলে সনদ এর তথ্য দেওয়ার অপশন ওপেন হবে।

সকল সনদ এর তথ্য দিয়ে নিচের Next লেখা লিংকে ক্লিক রে পরবর্তী পাতায় যেতে হবে।

তৃতীয় ধাপের পাতাটি ওপেন হলে নিচের ছবির মত পাতাটি দেখতে পাবেন।

এমপিও শিট ভুল সংশোধনের ৩য় ধাপ (পেশাগত তথ্য প্রদান)

ইএমআইএস স্কুল কলেজ এমপিও আবেদন সংশোধন

তৃতীয় ধাপের পাতায় শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠানে সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরের পাতায় যেতে Next বাটনে ক্লিক করুন।

চতুর্থ ধাপের পাতাটি ওপেন হলে নিচের ছবির মত পাতাটি দেখা যাবে।

এমপিও শিট ভুল সংশোধনের ৪র্থ ধাপ (রেজুলেশন এর তথ্য প্রদান)

স্কুল কলেজ এমপিও শিট সংশোধন ফরম

উপরের পাতার মত চতুর্থ ধাপে সংশ্লিষ্ট সংশোধনের জন্য প্রয়োজনীয় রেজুলেশনের তথ্য দিতে হবে। রেজুলেশন লেখা প্লাস বাটনে ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য লেখার অপশন দেখা যাবে। এখানে সকল তথ্য পূরণ করতে হবে।

সকল তথ্য পূরণ করে নিচের Next বাটনে ক্লিক করলে নিচের ছবির মত সবশেষ ধাপের পাতাটি ওপেন হবে।

এমপিও শিট ভুল সংশোধনের ৬ষ্ঠ ধাপ (সকল ডকুমেন্টস এর সংযুক্তিকরণ)

School College MPO Correction Documents

সবশেষে ধাপে এমপিও শিট সংশোধনের জন্য প্রযোজ্য সকল কাগজপত্র এখানে সংযুক্ত করতে হবে। কোন কোন ডকুমেন্টস সংশ্লিষ্ট আবেদনের সাথে যুক্ত করতে হবে তার ধারণা এখান থেকে পাওয়া যাবে।

সকল প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ ফরম্যাটে ও সাইজ অনুযায়ী যুক্ত করে, নিচের Next বাটনে ক্লিক করে পরবর্তী পাতায় গিয়ে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হবে।

এমপিও আবেদনের মত এমপিও সংশোধন আবেদনও খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই সঠিক তথ্য ও কাগজপত্র দিয়ে তা প্রেরণ করতে হবে।

প্রতি এক মাস পরপর এমপিও আবেদনের সাথে এমপিও সংশোধন ও অন্যান্য আবেদন করা যায়।

আশা করি, উপরোক্ত প্রতিবেদন এমপিও শিট সংশোধন আবেদন সম্পর্কে সামান্য হলেও একটি ধারণা পেলেন।

বিস্তারিত তথ্য ও পরামর্শ পেতে প্রতিষ্ঠান প্রধান ও এমপিও নিষ্পত্তির কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।

আর এ বিষয়ে আপনার যে সহকর্মী সদ্য এমপিও শিট সংশোধনের আবেদন করেছেন, তার কাছ থেকে আবেদন সম্পর্কে ধারণা নিতে পারেন।

লেখাটি অন্যকে জানাতে সামাজিক গণমাধ্যমে শেয়ার করুন। প্রশ্ন ও মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন।

শিক্ষক এমপিও সম্পর্কে আরো যা জানতে পারেন-

www.dshe.gov.bd: Teacher MPO Update দেখার নিয়ম

Teacher MPO Notice: শিক্ষক এমপিও নোটিশ দেখার নিয়ম

তথ্যসূত্র:

ইএমআইএস ওয়েবসাইট

11 thoughts on “School-College MPO Sheet Correction: এমপিও শিট সংশোধন”

    1. ম্যানুয়ালি আবেদন এর তথ্য অনলাইনে দেখা সম্ভব কী না-সে বিষয়ে আমরা নিশ্চিত নই। কারণ অনলাইনে আবেদন এর অবস্থান দেখতে, আবেদনের সময় দেওয়া লগইন তথ্যের প্রয়োজন হয়।
      ধন্যবাদ।

    1. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর এক বিজ্ঞপ্তি অনুসারে, এমপিও পূর্ববর্তী মাসের ০৮ তারিখের মধ্যে এমপিও আবেদন সংক্রান্ত ফাইল পাঠাতে হয়। এ বিষয়ে আরো জানতে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top