BOU Recent Result | Bangladesh Open University | www.bou.edu.bd
BOU-Bangladesh Open University Recent Result, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) সাম্প্রতিক রেজাল্ট দেখুন www.bou.edu.bd ওয়েবসাইটে।
Bangladesh Open University (BOU) Recent All Course Result
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর সকল কোর্স ও বর্ষের সম্প্রতি প্রকাশিত রেজাল্ট দেখা যাবে বিশ্ববিদ্যালয়টির দাপ্তরিক ওয়েবসাইটে। প্রতিটি কোর্স ও বর্ষের পরীক্ষা শেষে, এর রেজাল্ট প্রকাশমাত্রই ওয়েবসাইটে দেখা যায়।
দেশ-বিদেশের যে কোন স্থান হতে ইন্টারনেটযুক্ত মোবাইল/কম্পিউটার ব্যবহার করে এ রেজাল্ট সহজে দেখা যায়।
বাউবি প্রকাশিত যে কোন রেজাল্ট অনলাইনে দেখতে, সচিত্র প্রতিবেদনটি সহায়ক হতে পারে। তাই কাঙ্খিত রেজাল্ট খুঁজে পেতে লেখাটি মনোযোগ সহকারে কয়েববার পড়ুন।
প্রথমে প্রতিষ্ঠানটি ও এর কোর্স সমূহ সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য জেনে নেওয়া যাক।
Bangladesh Open University (BOU): এক নজরে
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ডিসটেন্স লারনিং বা দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষাদানের, একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৯২ খ্রিষ্টাব্দে গাজীপুর জেলার বোর্ড বাজার নামক স্থানে এটি প্রতিষ্ঠিত হয়। যে কোন বয়স, পেশা ও স্থানের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে শিক্ষার সুযোগ লাভ করে।
বিশ্ববিদ্যালয়টিতে আউটার ক্যাম্পাসে দূরশিক্ষণের পাশাপাশি, অন ক্যাম্পাসে নিয়মিত শিক্ষা লাভের সুযোগ আছে। সারাদেশে এর রয়েছে ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্র ও ১৫০০ এর বেশী টিউটোরিয়াল সেন্টার।
সব মিলিয়ে এর শিক্ষার্থী সংখ্যা প্রায় ৬ লক্ষের কাছাকাছি। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন প্রায় ২৬ হাজারেও বেশী শিক্ষক/টিউটর। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১১৯৪টি। বিশ্ববিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় থেকে শুরু করে, উচ্চতর শিক্ষা এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করে।
আরো পড়ুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য
BOU Recent SSC, HSC, Degree, Honors, Masters and Professional Result Notice
এখানে এসএসসি, এইচএসসি প্রোগ্রামের পাশাপাশি ডিগ্রি, বিভিন্ন বিষয়ে অনার্স-মাস্টার্স ও প্রফেশনাল কোর্সে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটিতে অনেক বিষয় ও প্রোগ্রাম অন্তরভুক্ত থাকার কারণে, সারা বছরই কোন না কোন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট রেজাল্ট এর তথ্য পেতে অনলাইন পোর্টালগুলোতে ঘোরাফেরা করে। কিন্তু বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইট ব্রাউজ করে দ্রুত সময়ে রেজাল্ট পাওয়া যায়।
কোন প্রোগ্রাম, বিষয় ও কোর্সের রেজাল্ট খুঁজতে, সবার আগে সংশ্লিষ্ট রেজাল্ট প্রকাশ হয়েছে কী না জানতে হবে । এ বিষয়টি জানা যাবে, ওয়েবসাইটের Result news পাতা থেকে।
সম্প্রতি প্রকাশিত রেজাল্ট এর তথ্য জানা যাবে, নিচের সংযুক্ত লিংক থেকে।
www.bou.edu.bd/index.php/results/result-news
মোবাইল অথবা কম্পিউটারে কোন একটি ব্রাউজার ওপেন করে উপরের লিংকটি টাইপ করুন। না পারলে কপি করে ব্রাউজারে পেস্ট করুন এবং ব্রাউজ করুন।
কিছু সময়ের মধ্য নিচের ছবির মত রেজাল্ট নিউজ লেখা পাতাটি ওপেন হবে। এখানে প্রকাশিত রেজাল্টের তথ্য পাওয়া যাবে।
উপরের ছবির মত Result news পাতাতে কাঙ্খিত রেজাল্ট প্রকাশের তথ্য খুঁজুন। এখানে পরীক্ষার নাম, দিন ও তারিখ অনুসারে রেজাল্ট প্রকাশের তথ্য পাওয়া যাবে।
প্রকাশিত রেজাল্টের সংবাদ জানতে এর শিরোনামের উপর ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশ দেখতে পাবেন।
আশা করি, আপনার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যদি ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেখতে চান, তাহলে নিচের নির্দেশনা অনুসরণ করুন।
আর কোন বর্ষ, সেমিস্টার বা পুনঃনিরীক্ষণের ফলাফল দেখতে চান, তাহলে নিচের সংশ্লিষ্ট অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করুন।
আরো জানুন: মাধ্যমিক শিক্ষা বদলে যাচ্ছে, পাঠ্য বিষয় কমানো সহ বিভাগ থাকছে না
BOU Recent All Program and Course Final Result
সকল প্রোগ্রাম ও কোর্সের ফাইনাল বা চুড়ান্ত ফলাফল দেখতে, নিচে সংযুক্ত লিংকের ঠিকানাটি ব্রাউজ করুন।
www.bou.ac.bd/result.php
ব্রাউজারের অ্যাড্রেসবারে ঠিকানাটি টাইপ করে, বিশ্ববিদ্যালয় এর চুড়ান্ত ফলাফল সার্চ পাতায় যান।
নিচের ছবির মত Search Result লেখা একটি ফরম দেখতে পাবেন।
উপরের ছবির মত সার্চ পাতায় প্রয়োজনীয় তথ্য দিন।
- Select Examination Name লেখা ডান দিকের সিলেক্ট বক্সে ক্লিক করে, পরীক্ষার নাম নির্বাচন করুন।
- Please Enter ID No লেখা ফাঁকা টেক্স বক্সে, নির্দেশীত ফরম্যাটে পরীক্ষার্থীর আইডি নম্বর লিখুন।
- আগের দেওয়া তথ্যগুলো ভালোভাবে দেখে, View Result লেখা বাটনে ক্লিক করুন।
কিছু সময়ের মধ্যে নতুন পাতায় ফলাফল প্রদর্শিত হবে।
এবার নিচের অনুচ্ছেদে কোন বর্ষ ও সেমিস্টার ভিত্তিক রেজাল্ট পাওয়ার নির্দেশনা দেখুন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বর্ষ ও সেমিস্টার ভিত্তিক বিস্তারিত রেজাল্ট পাওয়ার নির্দেশনা
সংশ্লিষ্ট বর্ষ ও সেমিস্টার এর বিস্তারিত রেজাল্ট দেখতে, নিচের সংযুক্ত লিংকটি ব্রাউজ করতে হবে।
https://exam.bou.edu.bd
নিচের ছবির মত বিস্তারিত ফলাফল লেখা পাতাটি ওপেন হলে, প্রয়োজনীয় তথ্য দিন।
এখানে আগের নিয়মের মত প্রোগ্রাম সিলেক্ট করতে হবে ও শিক্ষার্থীর আইডি লিখতে হবে। সবশেষে ফলাফল বাটনে ক্লিক করলে, নতুন পাতায় বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।
আর পুনঃনিরীক্ষণ ফলাফল পেতে নিচের পদক্ষেপ গ্রহণ করুন।
বাউবি পুনঃনিরীক্ষণ ফলাফল পাওয়ার নির্দেশনা
কোন শিক্ষার্থীর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করলে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা আমলে নিয়ে তার ফলাফল প্রকাশ করে।
এ বিষয়ের রেজাল্ট পেতে নিচের লিংকটি ব্রাউজ করুন।
https://exam.bou.edu.bd/my-challenge
নিচের ছবির মত পুনঃনিরীক্ষণের ফলাফল লেখা পাতাটি দেখতে পাবেন।
এখানে কেবলমাত্র শিক্ষার্থীর আইডি দিয়ে, পুনঃনিরীক্ষণের ফলাফল সার্চ করতে হবে। নির্দেশীত জায়গায় আইডি নম্বর লিখে, নিচের Search লেখা বাটনে ক্লিক করুন।
আশা করি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর সম্প্রতি প্রকাশিত সকল রেজাল্ট খুঁজে পেতে লেখাটি সহায়তা করবে।
বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইট হতে কোন তথ্য খুঁজে না পেলে, আমাদের কাছে লিখে জানাতে পারেন।
লেখাটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
তথ্যসূত্র: