Home » MPO Notice » এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক ছাড়

এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক ছাড়

এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর-২০২৩ মাসের বেতনের চেক ছাড়ের প্রক্রিয়া শেষ হয়েছে।

এই প্রতিবেদন থেকে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির সেপ্টেম্বর মাসের চেক হস্তান্তরের নোটিশ ও এমপিও শিট ডাউনলোড করা যাবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক ছাড়

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের বেতনের চেক ছাড়ের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ ২ অক্টোবর তারিখে প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

৩ অক্টোবর তারিখে, স্কুল-কলেজের শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তরের নিশ্চিত খবর পাওয়া গেছে।

কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক ৫ অক্টোবর তারিখে হস্তান্তর করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

নিচের অনুচ্ছেদে এমপিও প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসের চেক হস্তান্তরের নোটিশ ও এমপিও শিট ডাউনলোডের ঠিকানা দেওয়া হয়েছে।

স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক ছাড়

এমপিওভুক্ত স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী  ব্যাংকে হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

৩ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখে স্কুল-কলেজের সেপ্টেম্বরের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়েছে।

অধিদপ্তরের ওয়েবসাইটে সেপ্টেম্বরের বেতন-ভাতার নোটিশ ও এমপিও শিটের কপি প্রকাশ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও শিটের কপি ডাউনলোড করে বেতন-ভাতা উত্তোলন করা প্রক্রিয়া গ্রহণ করতে বলা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ০৯/১০/২০২৩ তারিখ পর্যন্ত।

স্কুল কলেজের সেপ্টেম্বরের বেতনের স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/৩৮৬৫/৪ তারিখ : ০৩/১০/২০২৩।

স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের এমপিও নোটিশ দেখুন।

স্কুল-কলেজ সেপ্টেম্বর এমপিও নোটিশ ২০২৩

Sch00l-College September MPO Sheet Download 2023

স্কুল-কলেজের প্রকাশিত সেপ্টেম্বর মাসের এমপিও শিট নিচের লিংক থেকে ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/152CqY3iapvj9B3cX6CYYopdSxXpDWV1T

উপরের ঠিকানাটি ব্রাউজ করলে, স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের এমপিও শিটের কপি সংগ্রহ করা যাবে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ ৪ অক্টোবর তারিখের পর হতে ব্যাংক থেকে সেপ্টেম্বরের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন বলে জানানো হয়েছে।

মাদ্রাসার সেপ্টেম্বর এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৪৩ তারিখ ২-১০-২০২৩ খ্রিষ্টাব্দ।

নিচের লিংক থেকে নিচের লিংক থেকে মাদ্রাসার এমপিও ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/1iYm21ZnbKWAUD-Wxf5FLl8whScRb0reQ?usp=sharing

মাদ্রাসার সেপ্টেম্বরের বেতনের চেক হস্তান্তরের নোটিশ দেখুন।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের চেক ছাড়ের নোটিশ

কারিগরি সেপ্টেম্বর এমপিওর চেক হস্তান্তর

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসের বেতনের চেক হস্তান্তরের নোটিশ, ৫ অক্টোবর তারিখে কারিগরি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সাথে এমপিও শিটের কপি প্রকাশ করা হয়েছে।

কারিগরির শিক্ষক-কর্মটারীগণ সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ১১/১০/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

কারিগরি এমপিও নোটিশ ২০২৩

সেপ্টেম্বর মাসের এমপিও শিট নিচের লিংক থেকে ডাউনলোড করা যাবে।

https://dteportal.xyz/notice_dte/images/mpo_sheet_sep_23.html

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

আরো দেখুন:

MPO Notice Teacher Salary Sheet দেখার নিয়ম জানুন

Madrasha MPO Notice [মাদ্রাসা এমপিও নোটিশ দেখার নিয়ম]

Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top