Education Board SSC 2024 Result BD: এসএসসি বোর্ড রেজাল্ট ২০২৪

Education Board SSC 2024 Result BD: ২০২৪ সালের সকল সাধারণ শিক্ষা বোর্ড এর মার্কশিট (নাম্বার) সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানুন।

২০২৪ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট ১২ মে তারিখের সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। মোবাইল এসএমএস ও অনলাইনে এই রেজাল্ট ঘরে বসে দেখা যাবে।

All Education Board BD SSC Result 2024: এসএসসি পরীক্ষার বোর্ড রেজাল্ট ২০২৪

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা মাধ্যমিকের দশ শ্রেণির পাঠ সমাপ্তের পর গ্রহণ করা হয়। এটি এক বোর্ড পরিচালিত পাবলিক পরীক্ষা।

দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি মিলে মোট ১১টি শিক্ষা বোর্ড এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা গ্রহণ করে। পরীক্ষা গ্রহণের সাধারণত তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে।

এবারের এসএসসি সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আরো জানুন:

ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ (dhaka board ssc result 2024)

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এসএসসি-দাখিল ফলাফল ২০২৪)

২০২৪ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে বিভিন্ন মাধ্যম হতে সহজে জানা যাবে। শুধু পরীক্ষার্থীদের জিপিএ বা গ্রেড পয়েন্ট নয়, পরীক্ষার প্রতি বিষয়ে প্রাপ্ত নম্বরও জানা যাবে।

মোবাইল মেসেজ ও বোর্ড ওয়েবসাইট থেকে এসএসসি সহ সকল পাবলিক পরীক্ষার ফলাফল খুব সহজে জানা যায়।

এখানে আমরা পরীক্ষার্থীরা কিভাবে সহজে ঘরে বসে, এসএসসি পরীক্ষার রেজাল্ট পেতে পারে সেসব পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

আরো পড়ুন:

SSC Result 2024 with Marksheet: মার্কশীট (নাম্বার) সহ এসএসসি রেজাল্ট

মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৪: ফলাফল দেখবেন যেভাবে

মোবাইল এসএমএস (SMS) এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

মোবাইল এসএমএস এর মাধ্যমে এসএসসি/দাখিল সমমানের রেজাল্ট জানতে প্রথমত আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যেতে হবে। এরপর-

প্রথমত, লিখতে হবে ইংরেজীতে পরীক্ষার নাম। যেমন- SSC। এরপর একটি স্পেস দিতে হবে।

দ্বিতীয়ত, শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ইংরেজীতে লিখতে হবে। যেমন- রাজশাহী বোর্ড হলে RAJ। এরপর একটি স্পেস দিন।

তৃতীয়ত, ইংরেজী সংখ্যায় পরীক্ষার্থীর রোল নম্বর লিখতে হবে। যেমন- যেমন-251245, তারপর স্পেস দিন।

চতুর্থত, লিখতে হবে ইংরেজী সংখ্যায় পরীক্ষার বছর। যেমন-2024।

সবশেষে, যে কোন মোবাইল অপারেটর থেকে 16222 নম্বরে পাঠিয়ে দিন।

নিচের উদাহরণটি লক্ষ্য করুন। এখানে একজন ঢাকা বোর্ডে কল্পিত এসএসসি পরীক্ষার্থীর রেজাল্ট জানার জন্য মেসেজের নমুনা দেওয়া হয়েছে।

SSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2024 Send to 16222

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীর রেজাল্ট জানার নমুনা মেসেজ দেখুন

DAKHIL<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2024 Send to 16222

কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট জানার নমুণা মেসেজ দেখুন।

SSC<স্পেস>TEC<স্পেস>321245<স্পেস>2024 Send to 16222

বাংলাদেশের শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর

পরীক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশের সকল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর নিচের অনুচ্ছেদে উল্লেখ করা হলো-

DHA ঢাকা শিক্ষা বোর্ড।

CHI চট্রগ্রাম শিক্ষা বোর্ড।

RAJ রাজশাহী শিক্ষা বোর্ড।

JES যশোর শিক্ষা বোর্ড।

SYL সিলেট শিক্ষা বোর্ড।

COM কুমিল্লা শিক্ষা বোর্ড।

DIN দিনাজপুর শিক্ষা বোর্ড।

BAR বরিশাল শিক্ষা বোর্ড।

MYN ময়মনসিংহ শিক্ষা বোর্ড।

MAD মাদ্রাসা শিক্ষা বোর্ড।

TEC কারিগরি শিক্ষা বোর্ড।

SSC Result BD 2024: এসএসসি রেজাল্ট (মার্কশিট সহ) দেখার নিয়ম

মোবাইল এসএমএস পাশাপাশি অনলাইন থেকেও, সরাসরি এসএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত রেজাল্ট জানা যাবে। অনলাইনে দুই রেজাল্ট পরিবেশনকারী ওয়েবসাইট থেকে এই রেজাল্ট পাওয়া যাবে।

সকল শিক্ষা বোর্ডের রেজাল্ট ওয়েবসাইটের ঠিকানা হলো-

www.educationboardresults.gov.bd

www.eboardresults.com

উপরের প্রথম ওয়েবসাইট ঠিকানা হতে, দেশের সকল বোর্ডের জেএসসি হতে এইচএসসি পর্যন্ত রেজাল্ট পাওয়া যাবে। এখানে পরীক্ষার্থীদের প্রাপ্ত মোট জিপিএ ও বিষয় ভিত্তিক জিপিএ নাম্বার মার্কশিট সহ রেজাল্ট পাওয়া যাবে।

আর দ্বিতীয় ওয়েবসাইটে পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্টের সাথে সমগ্র প্রতিষ্ঠানের রেজাল্ট, উপজেলা ও জেলার রেজাল্ট বিশ্লেষণের বিস্তারিত পাওয়া যায়। এখানে পরীক্ষার্থীদের বিষয় ভিত্তিক প্রাপ্ত নাম্বার সহ রেজাল্ট জানা যাবে।

নিচের অনুচ্ছেদে দুই রেজাল্ট পরিবেশনকারী ওয়েবসাইটে থেকে রেজাল্ট জানার পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

Education Board SSC Result BD 2024 By education board results gov bd

www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে এসএসসি সমমান রেজাল্ট পেতে, ঠিকানাটি সঠিকভাবে ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখুন। এবার ঠিকানা ব্রাউজ করুন।

নিচের ছবির মত রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হবে। এখানে প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করে ও লিখে সবশেষে Submit বাটনে ক্লিক করলে পরীক্ষার্থীর রেজাল্ট পাওয়া যাবে।

Education Board SSC Result BD 2024
Examination: এই সিলেক্ট বক্সে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। এখানে বোর্ড পরিচালিত সকল পরীক্ষার নাম পাওয়া যাবে। তার মধ্য থেকে পরীক্ষার্থীর পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে।

যেমন এসএসসি/দাখিল ও সমমান হলে SSC/Dakhil/Equevalant সিরেক্ট করুন।

Year:এখানে পরীক্ষার বছর নির্ধারণ করতে হবে। ২০২৪ সালের এসএসসি সমমান রেজাল্ট পেতে 2024 সাল নির্বাচন করুন।

Board: এবার পরীক্ষার্থীর নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করুন। শিক্ষা বোর্ড রাজশাহী হলে Rajshahi অথবা মাদ্রাসা ও কারিগরি বোর্ড হলে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করুন।

Roll: এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। প্রয়োজনে প্রবেশপত্র দেখে নির্ভুল রোল নম্বর নিশ্চিত করুন।

Reg: No: পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় এখানে লিখতে হবে। কোন প্রকার ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখুন।

যোগফল নির্ণয় (ক্যাপচা): এই অংশে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে দেওয়া হবে। এটাকে ক্যাপচা বলে। দুটি সংখ্যার যোগফল যত হয় তা নির্ভুল ভাবে ডান পাশের বক্সে লিখুন।

পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য নির্ভুল ভাবে নির্বাচন ও লেখা হয়েছে কীনা তা আরেকবার দেখুন।

সবশেষে রেজাল্ট সার্চ ফরমের সবার নিচের দিকের Submit বাটনে ক্লিক করে পরীক্ষার্থীর তথ্য জমা দিন

কিছু সময়ের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট নতুন পাতায় দেখা যাবে। এখান থেকে রেজাল্টের পাতাটি কম্পিউটারের সাথে প্রিন্টার যুক্ত থাকলে প্রিন্ট করা যাবে।

SSC Result 2024 With Number Sheet By eboard results com

বোর্ডের রেজাল্ট পরিবেশনকারী ওয়েবসাইট www.eboardresults.com থেকে পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট সহ সমগ্র প্রতিষ্ঠানের রেজাল্ট এখান থেকে পাওয়া যাবে।

এখানে পরীক্ষার্থীর বিষয় ভিত্তিক নাম্বার বা মার্কশিট দেখা ও প্রয়োজনে সংরক্ষণ করা যাবে। এই ওয়েবসাইটে থেকে রেজাল্ট পেতে নিচের পদক্ষেপ গ্রহণ করুন।

প্রথমে https://eboardresults.com/v2/home ঠিকানাটি ব্রাউজারে লিখে ব্রাউজ করুন।

নিচের ছবির মত রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হবে। এখানে প্রয়োজনীয় তথ্য সিলেক্ট ও লিখে Get Resul বাটনে ক্লিক করলে রেজাল্ট পাওয়া যাবে।

এসএসসি রেজাল্ট মার্কশিট সহ ২০২৪
উপরের ছবির মত রেজাল্ট সার্চ পাতাটিতে নিচের তথ্যগুলো সঠিকভাবে দিন।

Examination: পরীক্ষার নাম সিলেক্ট করুন। যেমন- SSC/HSC/JSC/Equivalent

Year: এখানে পরীক্ষার বছর 2024 সিলেক্ট করুন।

Board: এখানে বোর্ডের নাম সিলেক্ট করুন। যেমন- ঢাকা বোর্ড হলে Dhaka আর মাদ্রাসা হলে Madrasah বোর্ড সিলেক্ট করুন।

Result Type: পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট হলে Individual অপশনটি সিলেক্ট করুন। আর সমগ্র প্রতিষ্ঠানের রেজাল্ট জানতে Institution Result নির্বাচন করতে হবে। এখানে আমরা পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট জানার প্রক্রিয়া জানানোর চেষ্টা করছি।

Roll: পরীক্ষার্থীর রেজাল্ট জানতে Individual অপশন সিলেক্ট করা হলে, আরো তিনটি অপশন দেখা যাবে। এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।

Registration: এখানে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।

Security Key: এটা আসলে ক্যাপচা। এখানে কয়েকটা আঁকাবাঁকা ইংরেজী অক্ষর দেখতে পাবেন। ভালোভাবে লক্ষ্য করে এই অক্ষরগুলো ডান পাশের টেক্স বক্সে লিখুন। এখানে কোন ভুল হলে এরর মেসেজ দেখাবে, রেজাল্ট সার্চ করা যাবে না।

Get Result: সবশেষে সার্চ ফরমের নিচের দিকে Get Result বাটনে ক্লিক করলে, কিছু সময়ের মধ্যে কাঙ্খিত রেজাল্ট নাম্বার সীট সহ দেখা যাবে।

এখান থেকে প্রদর্শিত রেজাল্ট কম্পিউটারে প্রিন্টার যুক্ত থাকলে প্রিন্ট করে সংরক্ষণ করা যাবে।

All Education Board BD SSC Result  2024: সকল বোর্ডের এসএসসি, দাখিল ও সমমান রেজাল্ট দেখতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।

আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৪ (এসএমএস ও অনলাইন)

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম

তথ্যসূত্র:

ঢাকা শিক্ষা বোর্ড

“Education Board SSC 2024 Result BD: এসএসসি বোর্ড রেজাল্ট ২০২৪”-এ 5-টি মন্তব্য

মন্তব্য করুন