ভোকেশনাল সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (এসএসসি-দাখিল কারিগরি বোর্ড)

২০২২ সালের ভোকেশনাল এসএসসি-দাখিল দশম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড । SSC-Dakhil Vocational Short Syllabus 2022.

এই প্রতিবেদন থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার ভোকেশনাল ১০ম শ্রেণির ফাইনাল পরীক্ষার সিলেবাসের (পাঠ্যসূচি) অরিজিনাল পিডিএফ কপি, সরাসরি সংগ্রহ করা যাবে।

লক্ষ্য করুন: কারিগরি বোর্ড ওয়েবসাইটে ২৮ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, এসএসসি-দাখিল (ভোকেশনাল) এর ৩ বিষয়ের পরীক্ষা হবে না বলে জানানো হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

ভোকেশনাল এসএসসি-দাখিল দশম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস ২০২২: SSC-Dakhil Vocational Short Syllabus 2022

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের কারিগরি প্রতিষ্ঠান সমূহের এসএসসি-দাখিল (ভোকেশনাল) দশম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করছে।

কোভিড-১৯ পরিস্থিতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছুটির আওতায় বন্ধ থাকার কারণে, কারিগরির দশম শ্রেণীর পাঠ্যসূচি ৩০% কমিয়ে এই সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

উল্লেখ্য, দেশের সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২২ সালের এসএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠানের জন্য পাঠ্যসূচির বিষয়বস্তু কমিয়ে একই সিলেবাস সংক্ষিপ্ত করেছে।

বর্তমানে ২২ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। বোর্ডে প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সিলেবাসের ভিত্তিতে শিক্ষার্থীদের শ্রেণি শিক্ষা-কার্যক্রম চলছে।

বোর্ডের পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে, এসএসসি সমমান ভোকেশনাল পরীক্ষা ২০২২ সালের জুন মাসে অনুষ্ঠিত হবে বলে কারিগরি বোর্ড নিশ্চিত করেছে।

আরো জানুন:

ভোকেশনাল (এসএসসি-দাখিল ) পরীক্ষার দশম শ্রেণির এসাইনমেন্ট ২০২২

BTEB Notice 2022: কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ bteb.gov.bd

Technical Education Board SSC-Dakhil Vocational Short Syllabus PDF 2022 (All Subject)

ভোকেশনাল দশম শ্রেণির ৩১টি ট্রেড বিষয়, দাখিল-এসএসসির জেনারেল বিষয়ের সিলেবাস পুনর্বিন্যস্ত করা হয়েছে। কারিগরি বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইট থেকে এই সকল বিষয়ের সিলেবাস সংগ্রহ করা যাবে।

বোর্ড শিক্ষক-শিক্ষার্থীদের সিলেবাস সংগ্রহের সুবিধার্থে সকল বিষয়ের সিলেবাসের পিডিএফ কপি বোর্ডের গুগল ড্রাইভে সংরক্ষণ করে রেখেছে। এখান থেকে দেশের যে কোন প্রাপ্ত থেকে, যে কোন সময় এই সিলেবাস সংগ্রহ করা যাবে।

নিচের লিংক থেকে সরাসরি ভোকেশনাল দশম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাসের পিডিএফ কপি সংগ্রহ করতে পারবেন।

https://drive.google.com/drive/folders/1QQh0Egna7ovXe_o5Ek8JSsp98yScZ58_?usp=sharing

কারিগরি বোর্ড এসএসসি-দাখিল ভোকেশনাল পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংগ্রহের নির্দেশনা

ভোকেশনাল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে, উপরের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে তা ব্রাউজ করুন।

গুগল ড্রাইভ পাতাটি ওপেন হলে 31 Trades Subjec, Dakhil Vocational Genaral Subjects ও SSC Vocational Genaral Subjects লেখা তিনটি ফোল্ডার দেখতে পাবেন।

এই তিন ফোল্ডারে সংশ্লিষ্ট সকল বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস সংরক্ষিত আছে। যে বিষয়ের সিলেবাস প্রয়োজন এবার সে ফোল্ডারে ক্লিক করুন। কাঙ্খিত সিলেবাসের পিডিএফ কপি দেখতে পাবেন।

এখান থেকে সিলেবাসের কপি দেখা ও ভবিষ্যৎ প্রয়োজনে তা সংরক্ষণ করে রাখতে পারবেন।

কারিগরি বোর্ডের সিলেবাসের পিডিএফ কপি সংগ্রহে অভিজ্ঞ কোন ব্যক্তির সাহায্য নিন। পিডিএফ কপি মোবাইলে পড়তে সমস্যা হলে, গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করুন।

২০২২ সালের কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল এসএসসি-দাখিল দশম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।

তথ্যটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এসএসসি সমমান পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য জানুন

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

তথ্যসূত্র-

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“ভোকেশনাল সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (এসএসসি-দাখিল কারিগরি বোর্ড)”-এ 2-টি মন্তব্য

  1. স্যার আমাদের সিলেবাস কি এটাই
    বোডে তো আরকেটা

    জবাব
    • দেখুন এটা সংক্ষিপ্ত সিলেবাস। আর বিস্তারিত জানতে আপনার শিক্ষকদের সাথে যোগাযোগ করুন।

মন্তব্য করুন