Home » January MPO 2024: জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়ের খবর

January MPO 2024: জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়ের খবর

January MPO 2024: জানুয়ারি মাসের এমপিও ২০২৪

January MPO 2024: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি চেক হস্তান্তর করা হয়েছে। জানুয়ারির চেক ছাড় ও এমপিও শিট প্রকাশের আপডেট খবর জানুন।

January MPO 2024: শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়ের খবর

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের এমপিও প্রকাশ ও বেতন-ভাতার চেক ছাড়করণ শেষ হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

সবশেষ স্কুল-কলেজের শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন-ভাতা, ৪ জানুয়ারি তারিখে হস্তান্তর করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

নিচের অনুচ্ছেদ থেকে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতার চেক ছাড়ের নোটিশ ও এমপিও শিট ডাউনলোডের আপডেট খবর জানুন।

আরো জানুন:

৬ষ্ঠ-৯ম শ্রেণির বিষয় ভিত্তিক মূল্যায়ন: মাউশির নির্দেশিকা জারি

মাদ্রাসা শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড়ের নোটিশ

এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড়ের নোটিশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশ করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ জানুয়ারি মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন  করতে পারবেন ৫ ফেব্রুয়ারি তারিখের পর থেকে।

মাদ্রাসার জানুয়ারি এমপিওর স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১৩১ তারিখ ০১-০২-২০২৪ খ্রিষ্টাব্দ।

মাদ্রাসার জানুয়ারি-২০২৪ এর চেক ছাড়ের নোটিশ দেখুন।

মাদ্রাসার জানুয়ারি মাসের চেক ছাড়ের নোটিশ ২০২৪

নিচের লিংক থেকে মাদ্রাসার জানুয়ারি মাসের এমপিও শিট সংগ্রহ করতে পারবেন।

https://drive.google.com/drive/folders/1bLbp5JrSPyeRqq_V-KoWM-IqdDuTYeJn?usp=sharing

কারিগরি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর

বেসরকারি কারিগরি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ৩১ জানুয়ারি তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে জানুয়ারির চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

কারিগরির শিক্ষক-কর্মচারীগণ জানুয়ারির বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

কারিগরির এমপিও শিটের কপি নিচের লিংক থেকে ডাউনলোড করুন।

https://dteportal.xyz/notice_dte/images/January_2024.html

নিচের অনুচ্ছেদে যুক্ত কারিগরির এমপিও নোটিশে জানুয়ারি মাসের এমপিও স্মারক নাম্বার উল্লেখ করা হয়েছে। প্রয়োজনের সংরক্ষণ করুন।

কারিগরি শিক্ষকদের জানুয়ারি মাসের চেক ছাড়ের খবর

স্কুল-কলেজের জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়ের খবর

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে। ৪ জানুয়ারি তারিখের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে, জানুয়ারি মাসের বেতন-ভাতা হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ জানুয়ারি মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতনের স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/২৪৩/৪ তারিখ : ০৪/০২/২০২৩

স্কুল-কলেজ জানুয়ারি এমপিও ২০২৪

নিচের লিংক থেকে স্কুল-কলেজের জানুয়ারির এমপিও শিট ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/19tXW1xQYNE3hJvAv_p3YU66SgFie5oz0?usp=sharing

২০২৪ সালের জানুয়ারি মাসের চেক ছাড়ের আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

আরো দেখুন:

MPO Notice Teacher Salary Sheet দেখার নিয়ম জানুন

Madrasha MPO Notice [মাদ্রাসা এমপিও নোটিশ দেখার নিয়ম]

Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

2 thoughts on “January MPO 2024: জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়ের খবর”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top