January MPO 2024: জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়ের খবর

January MPO 2024: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি চেক হস্তান্তর করা হয়েছে। জানুয়ারির চেক ছাড় ও এমপিও শিট প্রকাশের আপডেট খবর জানুন।

January MPO 2024: শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়ের খবর

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের এমপিও প্রকাশ ও বেতন-ভাতার চেক ছাড়করণ শেষ হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

সবশেষ স্কুল-কলেজের শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন-ভাতা, ৪ জানুয়ারি তারিখে হস্তান্তর করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

নিচের অনুচ্ছেদ থেকে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতার চেক ছাড়ের নোটিশ ও এমপিও শিট ডাউনলোডের আপডেট খবর জানুন।

আরো জানুন:

৬ষ্ঠ-৯ম শ্রেণির বিষয় ভিত্তিক মূল্যায়ন: মাউশির নির্দেশিকা জারি

মাদ্রাসা শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড়ের নোটিশ

এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড়ের নোটিশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশ করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ জানুয়ারি মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন  করতে পারবেন ৫ ফেব্রুয়ারি তারিখের পর থেকে।

মাদ্রাসার জানুয়ারি এমপিওর স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১৩১ তারিখ ০১-০২-২০২৪ খ্রিষ্টাব্দ।

মাদ্রাসার জানুয়ারি-২০২৪ এর চেক ছাড়ের নোটিশ দেখুন।

মাদ্রাসার জানুয়ারি মাসের চেক ছাড়ের নোটিশ ২০২৪

নিচের লিংক থেকে মাদ্রাসার জানুয়ারি মাসের এমপিও শিট সংগ্রহ করতে পারবেন।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর

বেসরকারি কারিগরি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ৩১ জানুয়ারি তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে জানুয়ারির চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

কারিগরির শিক্ষক-কর্মচারীগণ জানুয়ারির বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

কারিগরির এমপিও শিটের কপি নিচের লিংক থেকে ডাউনলোড করুন।

নিচের অনুচ্ছেদে যুক্ত কারিগরির এমপিও নোটিশে জানুয়ারি মাসের এমপিও স্মারক নাম্বার উল্লেখ করা হয়েছে। প্রয়োজনের সংরক্ষণ করুন।

কারিগরি শিক্ষকদের জানুয়ারি মাসের চেক ছাড়ের খবর

স্কুল-কলেজের জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়ের খবর

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে। ৪ জানুয়ারি তারিখের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে, জানুয়ারি মাসের বেতন-ভাতা হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ জানুয়ারি মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতনের স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/২৪৩/৪ তারিখ : ০৪/০২/২০২৩

স্কুল-কলেজ জানুয়ারি এমপিও ২০২৪

নিচের লিংক থেকে স্কুল-কলেজের জানুয়ারির এমপিও শিট ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/19tXW1xQYNE3hJvAv_p3YU66SgFie5oz0?usp=sharing

২০২৪ সালের জানুয়ারি মাসের চেক ছাড়ের আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

আরো দেখুন:

MPO Notice Teacher Salary Sheet দেখার নিয়ম জানুন

Madrasha MPO Notice [মাদ্রাসা এমপিও নোটিশ দেখার নিয়ম]

Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

“January MPO 2024: জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়ের খবর”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন