ঈদ উৎসব বোনাস এমপিও ২০২১: শিক্ষকদের ঈদুল আযহার চেক হস্তান্তর

বেসরকারি শিক্ষকদের ঈদ উৎসব বোনাস এমপিও ২০২১

ঈদ উৎসব বোনাস এমপিও ২০২১: বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আযহা উৎসব ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির ঈদুল আযহা ঈদ উৎসব বোনাস এমপিও ছাড়

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আযহা উৎসব বোনাসের চেক হস্তান্তর এর প্রক্রিয়া শেষ হয়েছে।

৭ জুন স্কুল-কলেজের জুন মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। সাথে ঈদুল আযহা ঈদ উৎসব বোনাসের চেক ছাড় করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

১২ জুলাই মাদ্রাসার জুন মাসের বেতন ও ঈদ বোনাসের চেক হস্তান্তর করা হয়েছে।

সবশেষ ১৪ জুলাই কারিগরির বেতন ও বোনাস ব্যাংকে ছাড় করা হয়েছে।

সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির জুন মাসের বেতন এবং ঈদুল আযহার এমপিও শিট আপলোড করা হয়েছে।

(এমপিও নোটিশ সহ এমপিও শিট সংগ্রহের লিংক নিচের অনুচ্ছেদে দেখুন)।

এখানে লক্ষ্যনীয় যে, স্কুল-কলেজের ঈদ বোনাস পূর্বের নিয়মে ছাড় করা হবে। কিছুদিন আগে এমপিও নীতিমালা সংশোধন করে প্রকাশের সময়, ঈদ বোনাস শতভাগ পাচ্ছেন বলে সংবাদ বেরোলেও তা ছিলো ভুয়া ও গুজব।

গত ঈদুল ফিতরের মত এবারও বোনাস হিসাবে শিক্ষকরা মূল বেতনের ২৫% আর কর্মচারীরা ৫০% হারে অর্থ পাবেন।

আরো জানুন:

স্কুল অ্যাসাইনমেন্ট (মাধ্যমিক ৬ষ্ঠ-৯ম শ্রেণি) High School Assignment

SSC Assignment: ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট

College HSC Assignment: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট

ঈদ উৎসব বোনাস এমপিও ২০২১: স্কুল-কলেজের ঈদুল আযহার চেক ছাড়

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আযহা উৎসব বোনাসের চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।

৭ জুলাই তারিখে জুন মাসের বেতন ও ঈদ বোনাসের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, ঈদুল আযহার বোনাসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ঈদ বোনাস এমপিও শিট সংগ্রহের লিংক দেওয়া হয়েছে।

স্কুল-কলেজের ঈদ বোনাস উত্তোলন করা যাবে ১৪/০৭/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

ঈদ বোনাসের স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২৭৩৬/৪৩-হিসাব, তারিখ ০৭/০৭/২০২১ খ্রি.

এদিকে চলমান লকডাউনের কারণে, ঈদের আগে বেতন-ভাতা উত্তোলন করতে সমস্যা হতে পারে বলে অনেকে আশংকা প্রকাশ করেছেন।

স্কুল-কলেজের ঈদ বোনাস হস্তান্তরের নোটিশ
[স্কুল-কলেজের ঈদ বোনাস হস্তান্তরের নোটিশ দেখুন]

School-College Eid-ul-Adha Salary MPO Sheet 2021: ঈদুল আযহা এমপিও শিট ২০২১

নিচের লিংক থেকে স্কুল-কলেজের জুন মাসের ঈদুল আযহার এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1sA5w2Mm2RWbT04al3pfDE3ZZXgw2W6x8?usp=sharing

আরো পড়ুন:

জুন এমপিও ২০২১: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়ের আপডেট

স্কুল-কলেজ এখনই খুলছে না, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ৩১ জুলাই পর্যন্ত

মাদ্রাসা শিক্ষকদের ঈদুল আযহার বোনাসের চেক হস্তান্তর

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ঈদ-উল আযহার উৎসব বোনাসের চেক ছাড় করা হয়েছে।

১২ জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ঈদ বোনাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস উত্তোলন করা যাবে ১৫/০৭/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের সংযুক্ত বিজ্ঞপ্তি ঈদ বোনাসের স্মারক নং উল্লেখ আছে।

মাদ্রাসা শিক্ষকদের ঈদ বোনাস ছাড়ের বিজ্ঞপ্তি
[মাদ্রাসা শিক্ষকদের ঈদ বোনাস ছাড়ের বিজ্ঞপ্তি দেখুন]

মাদ্রাসার ঈদুল আযহার বোনাস এমপিও শিট ২০২১

নিচের লিংক থেকে মাদ্রসার ঈদ বোনাসের এমপিও শিট পাওয়া যাবে। প্রয়োজনে তা সংগ্রহ করে রাখতে পারবেন।

https://drive.google.com/drive/folders/1_JvdGjagKSyVJ5-cB39AXEn7iUeuBfm8?usp=sharing

ঈদ উৎসব বোনাস এমপিও ২০২১: কারিগরি শিক্ষকদের বোনাসের চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষক-কর্মচারীদের ঈদুল আযহার বোনাসের চেক ছাড় করা হয়েছে।

১৪ জুলাই বোনাসের চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা উত্তোলন করা যাবে ১৮/০৭/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তিতে বোনাসের স্মারক নম্বর উল্লেখ আছে।

কারিগরি ঈদ বোনাস ২০২১

কারিগরির ঈদ বোনাসের এমপিও শিট পাওয়া যাবে নিচের লিংকে:

http://service.dte.gov.bd/notice_mpo_order

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের, জুন মাসের বেতন ও ঈদুল আযহার চেক ছাড়ের কোন তথ্যে জন্য আমাদের লিখে জানাতে পারেন।

আরো দেখুন:

মাদ্রাসা অ্যাসাইনমেন্ট: ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

আলিম অ্যাসাইনমেন্ট: ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

Dakhil-Alim Short Syllabus 2022: পুনর্বিন্যাসকৃত দাখিল-আলিম সিলেবাস

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ১৪/০৭/২০২১ খ্রিস্টাব্দ তারিখ ১২:৫৬ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“ঈদ উৎসব বোনাস এমপিও ২০২১: শিক্ষকদের ঈদুল আযহার চেক হস্তান্তর”-এ 11-টি মন্তব্য

  1. মাদ্রাসার গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকের ঈদ বোনাস কতটা পার্সেন্ট পাবে? আমার মাদ্রাসায় ৫০% ঈদ বোনাস বরাদ্দ আসলেও অধ্যক্ষ সাহেব ২৫% বোনাস প্রদান করেন। এমন অবস্থায় আমরা কি করতে পারি? দয়া করে জানাবেন।

    জবাব
    • অন্য মাদ্রাসায় উক্ত পদে কত ভাগ ঈদ বোনাস এসেছে তার নিশ্চিত তথ্য সংগ্রহ করুন। যদি ৫০% ভাগ আসে এবং আপনাদের ২৫% দেয়, তাহলে উদ্ধর্তন কর্তৃপক্ষের নজরে আনুন। ধন্যবাদ।

  2. মাদ্রাসার জুন ২০২১ মাসের বেতন ও ঈদুল আযাহার উৎসব বোনাস এর চেক কি ছেড়েছে।

    জবাব
    • আপনার মন্তব্যের জবাব দেওয়া পর্যন্ত মাদ্রসার বেতন ও বোনাসের চেক ছাড়ের কোন তথ্য পাওয়া যায় নি। তবে খুব শীঘ্রই তা ছাড় হবে বলে জানা গেছে। ধন্যবাদ।

  3. আসসালামু আলাইকুম,
    জনাব
    সকল প্রতিষ্ঠানে প্রতি মাসের বেতন ভাতা
    ১,২,৩ – তারিখের মধ্যে দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সরকারী
    চাকুরীজীবিরা যদি ১, ২ তারিখের মধ্যে পায় তাহলে অন্যেরা পাবে না কেন।
    আমরা এত অলসতা করি কেন ? এটাতো এক মাস পরে এসে সামান্য বেতন… তাও সটিক সময়ে পায়না, এমনকি মাদ্রাসার চাকুরীজীবিরা সব শেষে পায়।
    এটা আপনার মাধ্যমে মাননীয় কতৃর্পক্ষকে জানাতে চাই।
    বিষয়টি জরুরী।
    ধন্যবাদ।

    জবাব
    • বিষয়টি নিয়ে ভেবে দেখার জন্য মাদ্রসা শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

  4. Mpo june 2021

    জবাব
  5. জুন মাসের বেতন কি ঈদের আগে আসবে

    জবাব
    • মাদ্রাসা ও কারিগরির বেতন ও বোনাস ১২ জুলাই হতে পারে। ধন্যবাদ।

  6. মাদ্রাসার শিক্ষকের জুন মাসের বেতন কবে পাওয়া যাবে

    জবাব
    • ১২ জুলাই হতে পারে।

মন্তব্য করুন