প্রাথমিক শিক্ষক নিয়োগে পোষ্য কোটা থাকছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে বলে তিনি জানান।
প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। আর ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে এই কোটাতে প্রাথমিকের শিক্ষকদের ছেলে মেয়ে বা পোষ্যদের জন্য কোন কোটা থাকছে না।
৮ ডিসেম্বর রোববার উপদেষ্টা খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, এ জন্য দরকার সমাজের সবার সামগ্রিক অংশগ্রহণ। এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, সম্প্রতি সময়ে কোটা আন্দোলনের ফলে সরকারি চাকুরির সকল পর্যায়ে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাকী ৭ শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ নির্ধারণ করা হলো। তবে এই কোটাতে পোষ্যদের জন্য কোন কোটা রাখা হয়নি।