ইএফটি উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ১ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (ইএফটি) কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, আজ থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা ডিসেম্বর মাসের বেতন-ভাতা পেতে শুরু করবেন। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ও অবসর সুবিধা প্রদান করা হবে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারের মাধ্যমে।
১ জানুয়ারি (বুধবার) সকালে শিক্ষা উপদেষ্টা রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষকদের বেতনের ইএফটি কার্যক্রম উদ্বোধন করেন।
উল্লেখ্য, এর আগের মাস থেকে পরীক্ষামূলকভাবে কয়েকটি থানা ও উপজেলার শিক্ষকদের ইএফটিতে সফলভাবে বেতন দেয়া শুরু হয়েছে।
১ জানুয়ারি তারিখে স্কুল-কলেজের ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন-ভাতা পাওয়ার মেসেজ পাবেন। তবে ২ জানুয়ারির মধ্যে এসব মেসেজপ্রাপ্তদের শিক্ষকদের অ্যাকাউন্টে বেতন-ভাতার টাকা ঢুকবে।
আর জানুয়ারির প্রথম সপ্তাহে বাদবাকী আরও ১ লাখ শিক্ষক ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।
আরো দেখুন: