জুন এমপিও ২০২১: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়

জুন মাসের এমপিও ২০২১

জুন মাসের এমপিও ২০২১ (June MPO): বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে।

June MPO 2021: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২১ সালের জুন মাসের বেতন ছাড়

এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জুন মাসের বেতনের চেক ছাড়ের কার্যক্রম শেষ হয়েছে।

শিক্ষা অধিদপ্তর সহ মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে, জুন মাসের বেতন-ভাতার হস্তান্তরের লক্ষ্যে ব্যাংকে চেক ছাড় করা হয়েছে।

০৭ জুলাই, স্কুল-কলেজের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে। এর সাথে উৎসব বোনাসের চেকও ছাড় করা হয়েছে।

১২ জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জুন মাসের বেতনের ও ঈদ বোনাসের চেক ছাড় করেছে।

সবশেষ ১৪ জুলাই কারিগরি প্রতিষ্ঠানের জুন মাসের বেতন ও বোনাসের চেক হস্তান্তর করা হয়েছে।

স্কুল-কলেজে, মাদ্রাসা ও কারিগরির জুন মাসের বেতনের নোটিশ ও ঈদ বোনাসের এমপিও শিট অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

(এমপিও নোটিশ ও এমপিও শিট সংগ্রহের লিংক নিচের অনুচ্ছেদে দেখুন)।

আরো পড়ুন:

ঈদ উৎসব বোনাস এমপিও ২০২১: শিক্ষকদের ঈদুল আযহার চেক ছাড়ের আপডেট

স্কুল-কলেজ অ্যাসাইনমেন্ট নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

এবারে ‘কঠোর লকডাউন’ অব্যাহত থাকায়, বেতন-ভাতা ছাড়ের ক্ষেত্রে কিছুটা দেরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া সাধারণের চলাচলের বিধি-নিষেধের মধ্যে, শিক্ষক-কর্মচারীগণ সঠিক সময়ে বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন কীনা তা নিয়ে শংকা দেখা দিয়েছে।

এদিকে ঈদুল আযহার বোনাস পূর্বের নিয়মে (শিক্ষক-২৫%, কর্মচারী-৫০%) পেতে যাচ্ছেন খবরে অনেক শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন।

দীর্ঘদিন থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ শতভাগ ঈদ বোনাসের দাবী করে আসছেন। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন সভা-সমাবেশ করে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্কুল-কলেজের জুন মাসের বেতনের চেক হস্তান্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধিন এমপিওভুক্ত স্কুল-কলেজের জুন/২০২১ মাসের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

৭ জুলাই তারিখে অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে জুন মাসের বেতনের চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর সাথে সংশ্লিষ্ট মাসের এমপিও শিট আপলোড করা হয়েছে।

স্কুল-কলেজের জুন মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১৪/০৭/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের জুনের বেতনের মাসের স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২৭১৭-হিসাব, তারিখ ০৭/০৭/২০২১ খ্রি.

স্কুল-কলেজের জুন মাসের এমপিও নোটিশ
[এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের জুন মাসের এমপিও নোটিশ দেখুন]

School-College June MPO Salary Sheet 2021: স্কুল-কলেজ জুন মাসের এমপিও শিট

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার এমপিও শিট অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিচের লিংক থেকে জুনের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1j8E85vf8SVe8xNYvhBV6WRKSLBR3cNrV?usp=sharing

মাদ্রাসার জুন মাসের বেতনের চেক হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জুন/২০২১ মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। একই সাথে ঈদুল আযহার ঈদ বোনাসের চেক ছাড় করা হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, জুন মাসের এমপিও প্রকাশ ও বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

১২ জুলাই তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২০২১ সালের জুন মাসের বেতন উত্তোলন করা যাবে ১৫/০৭/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত

নিচের সংযুক্ত বিজ্ঞপ্তিতে জুন মাসের বেতনের স্মারক নং উল্লেখ আছে। প্রয়োজনে তা লিখে রাখুন।

মাদ্রাসার জুন মাসের বেতন
[মাদ্রাসার জুন মাসের বেতনের নোটিশ]

Madrasah MPO Sheet June 2021: মাদ্রাসার জুন মাসের এমপিও শিট

নিচের লিংক থেকে মাদ্রাসার জুন মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/15nBXVNeuvKV4BfFHnei7OcNGCeBNSVab?usp=sharing

জুন এমপিও ২০২১: কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুনের বেতনের চেক হস্তান্তর

বেসরকারি এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের জুন মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে। এর সাথে শিক্ষকদের ঈদুল ফিতরের বোনাসের চেকও ছাড় করা হয়।

১৪ জুলাই কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে জুন মাসের বেতন-ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ১৮/০৭/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের সংযুক্ত বিজ্ঞপ্তিতে বেতন-ভাতা উত্তোলনের তারিখ ও স্মারক নম্বর উল্লেখ আছে।

কারিগরির এমপিও শিট পাওয়া যাবে নিচের লিংকে:

http://service.dte.gov.bd/notice_mpo_order

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জুন মাসের বেতনের তথ্য ও এমপিও সংগ্রহে অসুবিধা হলে আমাদের জানাতে পারেন।

আরো পড়ুন:

স্কুল অ্যাসাইনমেন্ট (৬ষ্ঠ-৯ম শ্রেণি) High School Assignment

SSC Assignment: ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট

College HSC Assignment: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ১৪/০৭/২০২১ খ্রি. তারিখ ১২:৪০ পূর্বাহ্ন।

“জুন এমপিও ২০২১: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়”-এ 18-টি মন্তব্য

  1. Md Abuhar Rahman

    আচ্ছা ভায়া কারিগরী জানুয়ারি ২০২১ সংশোধিত এমপিও নীতিমালার অনুমোদন কবে হবে? এবং এই জুলাই মাসের ভিতরে বেতন ছাড় করা হবে কি?

    জবাব
    • সংশোধিত এমপিও নীতিমালা কার্যকর কবে করা হবে, সে বিষয়ে নতুন কোন তথ্য আমাদের কাছে নেই। তবে কলেজের শিক্ষকদের পদোন্নতির রূপরেখা প্রণয়নের জন্য কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি কর্তৃক নীতিমালা হলে তারপর এই বিষয়ে কার্যক্রম চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    • muhammad Nurul Qader

      মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের জুন ২১ উৎসব ভাতা ও বেতন কোরবানের আগে উত্তোলন করা সম্ভব নয় মনে হচ্ছে,

    • সময়মত বেতন ও বোনাসের চেক ছাড় না হওয়ায়, বিষয়টি নিয়ে অনেক শিক্ষক উদ্বেগ জানিয়েছেন।

    • muhammad Nurul Qader

      বেসরকারি মাদ্রাসার সহকারি মৌলভীরা যুগের পর যুগ যুগ ধরে ১০ম কোডে কেন? তারা কি সহকারি শিক্ষক নয়? এ কঠিন বৈষম্য দুর হবে না, তাদের বৈষম্য কিভাবে দুর হবে জানাইলে উপকৃত হব,

  2. মোঃ অব্দুল ওয়াহাব শেখ(সহঃপ্রধান শিক্ষক)

    আমি মোঃ আব্দুল ওয়াহাব শেখ (সহকারী প্রধান শিক্ষক) বেতন কাঠামো ৩য় ধাপ পার করেছি।বর্তমান আমার স্কেল ছিল ২৫৪৮০/-।জুলাই মাসের এম,পি,ও তে ২৩০০০/-টাকার স্কেলে আমার বেতন কত আসবে দয়া করে জানাবেন।

    জবাব
    • এবিষয়ে আগাম কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আপনার অন্যান্য সহকর্মীরা যত টাকা বেতন পান, আপনিও সসেটা পাবেন। ধন্যবাদ।

  3. মোঃ মাঈন উদ্দিন ফারুক

    মাদ্রাসার জুন /২০২১এর বেতন কবে ছাড় হবে ।

    জবাব
    • আপনার মন্তব্যের জবাব দেওয়ার সময় পর্যন্ত, মাদ্রাসা ও কারিগরির জুন মাসের বেতন ও ঈদ বোনাসের চেক ছাড়ের নিশ্চিত কোন তথ্য পাওয়া যায় নি।

  4. মুহাম্মদ সাখাওয়াত উল্লাহ

    মাদরাসার জুন ২০২১ এর বেতন ও বোনাস কবে ছাড় হবে।

    জবাব
  5. muhammad Nurul Qader

    কোরবানের পর ছাড়া অনেকেই টাকা উঠাইতে পারবেনা,

    জবাব
  6. Ganprokash Majumder

    When will the none governmentteacher’s EFT salary system be succes?

    জবাব
    • আগামীতে হতে পারে। তবে এবিষয়ে এখনো অধিদপ্তর থেকে কিছু বলা হয় নি। ধন্যবাদ।

  7. MD FARMAN ALI PRODHAN

    মাদ্রাসার এমপিও ছাড় হতে এতো দেরি হয় কেন?

    জবাব
    • এই প্রশ্নের উত্তর মাদ্রাসা অধিদপ্তর দিতে পারবে। তবে লকডাউনের কারণে এমনটা হতে পারে। ধন্যবাদ।

  8. Md.Abdul Barik pk

    আমি কারিগরি কলেজে প্রভাষক পদে কর্মরত আছি ১৬বছর৭মাস।জৈষ্ঠ্য প্রভাষক পদের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র প্রস্তুত করেছি ৩০ মার্চ২০২১। কোভিড ১৯ পরিস্থিতিতে এখনো অধিদপ্তরে জমা দিতে পারনি।প্রশ্ন এই ফাইল জমা দেওয়ার জন্য তারিখ কোন বিবেচ্য বিষয় হবে কি?

    জবাব
    • বিষয়টি সম্পর্কে আমাদের কোন ধারণা নাই। আপনি উপজেলা অথবা জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।

  9. আবুহার রহমান

    আচ্ছা ভায়া কারিগরী জানুয়ারি ২০২১ সংশোধিত এমপিও নীতিমালার অনুমোদন কবে হবে? এবং এই জুলাই মাসের ভিতরে বেতন ছাড় করা হবে কি?

    জবাব

মন্তব্য করুন