April MPO 2023: এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এপ্রিলের বেতনের খবর

April MPO 2023: এমপিও স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এপ্রিল মাসের বেতনের চেক ছাড় শুরু হয়েছে।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন-ভাতা হস্তান্তর ও এপিও শিট প্রকাশের আপডেট খবর জানুন।
April MPO 2023: এমপিও স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরির এপ্রিলের বেতনের খবর
সূচীপত্র...
দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপিল মাসের বেতন-ভাতার চেক ছাড়করণ শুরু হয়েছে।
স্কুল-কলেজ ও মাদ্রাসার এপ্রিল মাসের বেতনের চেক ৩ মে তারিখে হস্তান্তর করেছে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর। সবশেষ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের চেক ৭ মে তারিখে ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ প্রতি মাসের বেতন-ভাতা শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও আদেশের মাধ্যমে পেয়ে থাকেন। এছাড়া প্রতি এক মাস পর পর নতুন শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি, এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চতর স্কেল, সিনিয়র স্কেল, সহকারী অধ্যাপকের স্কেল সহ পদোন্নতির স্কেল পেয়ে থাকেন।
স্কুল-কলেজের এপ্রিল মাসের বেতনের চেক হস্তান্তর
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
৩ মে ২০২৩ খ্রি. তারিখে অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে (emis.gov.bd), এপ্রিল মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ এপ্রিল মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ১০/০৫/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২/১২৪৬/৪, তারিখ: ০৩/০৫/২০২৩।
স্কুল-কলেজের এপ্রিল মাসের চেক ছাড়ের নোটিশ দেখুন।
নিচের লিংক থেকে স্কুল-কলেজের এপ্রিল মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/16iwTXKluIA_04cxGtLawUm6UWrP1wVKY?usp=share_link
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতনের চেক ছাড়
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
৩ মে ২০২৩ খ্রি. তারিখে মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে এপ্রিল মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ এপ্রিল মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ১০/০৫/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১০৮ তারিখ ৩-৫-২০২৩ খ্রিষ্টাব্দ।
নিচের লিংক থেকে মাদ্রসার এপ্রিল মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1FFh78AW0HM66IxNVIYeSCg-Q3VlxN6tH?usp=share_link
কারিগরি শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড়
কারিগরি শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
৭ মে ২০২৩ খ্রি. তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এপ্রিলের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
কারিগরি শিক্ষক-কর্মচারীগণ এপ্রিল মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ১০/০৫/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের লিংক থেকে কারিগরি এপ্রিল মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/7981_File_mpo_sheet.html
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক ছাড়ের আপডেট সংবাদ পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।
আরো দেখুন:
মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)
কলেজ ছুটির তালিকা ২০২৩ pdf ক্যালেন্ডার (সরকারি-বেসরকারি)
তথ্যসূত্র-