December MPO 2021: এমপিও প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের চেক ছাড়

December MPO 2021(School-College, Madrasah, Technical): এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের খবর জানুন।

December MPO 2021: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের চেক ছাড়ের খবর

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ড ডিসেম্বর মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে।

২ জানুয়ারি স্কুল-কলেজের বেতনের চেক ছাড় করার নিশ্চিত খবর পাওয়া গেছে।

সবশেষ কারিগরি প্রতিষ্ঠানের বেতনের চেক ৬ জানুয়ারি ছাড় করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

(বেতনের চেক ছাড়ের অধিদপ্তরের বিজ্ঞপ্তি দেখুন নিচের অনুচ্ছেদে)।

আরো জানুন:

এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতা হস্তান্তর

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হন্তান্তর করা হয়েছে।

২৯ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি, মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, ডিসেম্বরের বেতনের খবর নিশ্চিত করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন-ভাতা, ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ৪ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের যুক্ত বিজ্ঞপ্তিতে বেতনের চেক ছাড়ের স্মারক নম্বর উল্লেখ আছে। আর এমপিও সীট সংগ্রহ করুন নিচের অনুচ্ছেদের লিংক থেকে।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন

December Madrasah Sheet MPO 2021: মাদ্রাসা ডিসেম্বর এমপিও শিট ২০২১

নিচের লিংক থেকে মাদ্রাসার ডিসেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1FqwKMEG7lDPyjNCUxuS6SsDmVF_YajBm?usp=sharing

আরো পড়ুন:

এমপিওভুক্ত মাদ্রাসার ৫০% জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির রূপরেখা প্রণয়ন সভা

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড়

বেসরকারি স্কুল-কলেজের ডিসেম্বর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তরের নিশ্চিত খবর পাওয়া গেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ২ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে, ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্কুল-কলেজের ডিসেম্বর মাসের বেতন-ভাতার অর্থ উত্তোলন করা যাবে ০৬/০১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের বেতনের স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০.০১/৪ তারিখ: ০২/০১/২০২২

স্কুল-কলেজের ডিসেম্বর মাসের বেতনের নোটিশ ২০২১

নিচের অনুচ্ছেদে স্কুল-কলেজের ডিসেম্বরের এমপিও শিট সংগ্রহ করা লিংক পাওয়া যাবে।

School-College December MPO Sheet 2021: স্কুল-কলেজের ডিসেম্বর এমপিও শিট ২০২১

নিচের লিংক থেকে স্কুল-কলেজের ডিসেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1Q2ZBQfAxv3Ys3YoGAbMTafLSVqgcKV50?usp=sharing

কারিগরি প্রতিষ্ঠানের ডিসেম্বরের বেতনের চেক ছাড়

এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে।

০৬ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে কারিগরি অধিদপ্তরের ডিসেম্বরের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কারিগরির ডিসেম্বর-২০২১ মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১০ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

কারিগরি প্রতিষ্ঠানের ডিসেম্বরের বেতনের চেক ছাড়

Technical MPO December 2022: ডিসেম্বর মাসের কারিগরি এমপিও শিট সংগ্রহ

নিচের লিংক থেকে ডিসেম্বরের এমপিও শিট সংগ্রহ করুন।

http://service.dte.gov.bd/notice_mpo_order/

বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার বেতনের আপডেট খবর জানতে বিডি এডুকেটর ওয়েবসাইটে যুক্ত থাকুন।

আরো দেখুন:

MEMIS Madrasah MPO Update: মাদ্রাসা এমপিও আপডেট দেখবেন কীভাবে?

www.dshe.gov.bd – Teacher MPO Update কীভাবে দেখবেন?

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ০৬/০১/২০২২ খ্রি. তারিখ ০৬:০৫ অপরাহ্ন।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“December MPO 2021: এমপিও প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের চেক ছাড়”-এ 2-টি মন্তব্য

  1. MPO COLLECT KORTE PARINA

    জবাব
    • মাদ্রাসার এমপিও শিট প্রতিবেদনের দেওয়া লিংক থেকে সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে অভিজ্ঞ কারো সাহায্য নিন। ধন্যবাদ।

মন্তব্য করুন