প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [রংপুর বরিশাল সিলেট]

২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

প্রাথমিকের এই নিয়োগ সার্কুলার রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের স্থায়ী নাগরিকদের জন্য প্রয়োজ্য হবে। অনলাইনে শিক্ষক নিয়োগ আবেদন শুরু হয়েছে ১০ মার্চ থেকে। আবেদন করা যাবে ২৪ মার্চ তারিখ পর্যন্ত। আবেদন ফি ২২০/- টাকা।

সদ্য সংবাদ: দ্বিতীয় দফায় রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক বিদ্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কেবলমাত্র রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত শূন্যপদে এবং জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে, আবেদনের যোগ্যতা, প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।

আরো জানুন:

প্রাথমিক শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ মুক্তপাঠ প্রশিক্ষণ নিয়ম

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির সাধারণ তথ্য ২০২৩

২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগের সাধারণ কিছু তথ্য জেনে নিন।

পদের নাম: সহকারী শিক্ষক।

পদ সংখ্যা: ৭০০০ (সাত হাজার)। তবে বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা উল্লেখ করা হয়নি।

বেতনস্কেল: টাকা ১১০০০-২৬৫৯০ (গ্রেড ১৩) জাতীয়  বেতন স্কেল ২০১৫ অনুযায়ী।

প্রাথমিক শিক্ষক নিয়োগে বয়সসীমা

প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূন্যতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বৎসর। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ২২.০৯.২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ নং স্মারক মোতাবেক ২৫.০৩.২০২০ তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল, সে সকল প্রার্থীও আবেদন করতে পারবেন।

আরো পড়ুন:

চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন

শিক্ষাগত যোগ্যতা (নারী-পূরুষ উভয়)

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী। ৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ২.৮ সিজিপিএ।

অনলাইন আবেদনের তারিখ ও আবেদন ফি

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১০/০৩/২০২৩ খ্রি. তারিখ সকাল ১০:৩০ মিনিট হতে।

প্রাথমিকের আবেদন করা যাবে ২৪/০৩/২০২৩ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

অনলাইনে শিক্ষক নিয়োগ আবেদনের ঠিকানা http://dpe.teletalk.com.bd/

আবেদন ফি ২২০ টাকা। এর মধ্যে ২০০ টাকা আবেদন ফি এবং ২০ টাকা টেলিটক ফি প্রযোজ্য হবে। টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [primary job circular 2023 pdf download]

বাংলাদেশের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য প্রকাশিত, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এই অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে।

অনলাইনে আবেদন করার আগে নিয়োগ সার্কুলারে প্রকাশিত সকল তথ্য ভালোভাবে পড়ে দেখুন। অসম্পূর্ণ ও  মিথ্যা তথ্য দিয়ে করা আবেদন বাতিল করা হবে বলে জানানো হয়েছে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সার্কুলার ২০২৩

২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

প্রাথমিকে পোষ্য কোটা কারা পাবে? ব্যাখ্য দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২ pdf (সংশোধিত প্রজ্ঞাপন)

তথ্যসূত্র-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [রংপুর বরিশাল সিলেট]”-এ 11-টি মন্তব্য

  1. সহকারী শিক্ষক নিয়োগে কত জন নিবে..?

    জবাব
    • এই বিষয়ে অফিসিয়াল কোন তথ্য প্রকাশ করা হয়নি।

  2. আবেদনকরা যাচ্চে না কেন?

    জবাব
    • কিছুক্ষণ পর চেষ্টা করে দেখুন।

  3. রংপুর সদর এ কতটা ফাকা আসন আছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদে

    জবাব
    • সরকারিভাবে এসব জেলার পদের তথ্য প্রকাশ করা হয়নি।

  4. কোন কোন জেলায় নিয়োগ দিছে ?

    জবাব
    • এই সব বিভাগের জেলা সমূহে।

  5. আবেদনের ভুল সংশোধনের জন্যে সময় দেয়া আবশ্যক

    জবাব
    • ধন্যবাদ।

  6. রংপুর বিভাগে আবেদন কতগুলো হলো? জানাবেন দয়া করে।

    জবাব

মন্তব্য করুন