বৈশাখী উৎসব বোনাস এমপিও ২০২১: বেসরকারি শিক্ষকদের বৈশাখী’র চেক ছাড়

বেসরকারি শিক্ষকদের বৈশাখী উৎসব বোনাস এমপিও ২০২১

বৈশাখী উৎসব বোনাস এমপিও ২০২১: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

বৈশাখী উৎসব বোনাস এমপিও ২০২১: স্কুল-কলেজ, মাদ্রসা ও কারিগরির বৈশাখী ভাতার আপডেট

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪২৮ বঙ্গাব্দের বৈশাখী ভাতা হস্তান্তরের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অধিন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। বৈশাখী’র এমপিও শিট অধিদপ্তরে প্রকাশিত হয়েছে।

সবশেষে মাদ্রসা ও কারিগরি অধিদপ্তর মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা চেক হস্তান্তর করেছে।

(বিজ্ঞপ্তি নিচে দেখুন)।

এদিকে সরকারি স্কুল-কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা নবর্ষের আগে বৈশাখী ভাতার টাকা পেলেও, বেসরকারি শিক্ষকরা নববর্ষের আগে বৈশাখী ভাতা তুলতে পারবেন না।

এনিয়ে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এরই মধ্যে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হতে যাচ্ছে। দেরিতে বৈশাখী ভাতার অর্থ ছাড় করায়, ব্যাংক থেকে বৈশাখী ভাতার অর্থ তুলতে পারবেন কিনা, তা নিয়ে শিক্ষকরা শংকা প্রকাশ করেছেন।

আরো জানুন:

এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

স্কুল অ্যাসাইনমেন্ট (মাধ্যমিক ৬ষ্ঠ-৯ম শ্রেণি) High School Assignment

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা চেক ছাড়

এমপিওভুক্ত স্কুল-কলেজের বৈশাখী ভাতা ১২/০৪/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ সোমবার ছাড় করা হয়েছে। অধিদপ্তর এর নোটিশ বোর্ডে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্কুল-কলেজের বৈশাখী ভাতা উত্তোলন করা যাবে ১৮/০৪/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২১২১ হিসাব তারিখ ১২/০৪/২০২১ খ্রি.

বৈশাখী ভাতার এমপিও শিট অধিদপ্তরের গুগল ড্রাইভে প্রকাশ করা হয়েছে। (নিচের অনুচ্ছেদে দেখুন)।

তবে শিক্ষকরা ‘সর্বাত্মক লকডাউনের’ মধ্যে এই ভাতার অর্থ তুলতে পারবেন কিনা, তা নিয়ে আশংকা প্রকাশ করেছেন।

বৈশাখী ভাতা হস্তান্তরের বিজ্ঞপ্তি দেখুন

স্কুল-কলেজের বৈশাখী ভাতা ছাড়ের নোটিশ

School-College Boishakhi Vata MPO Sheet 2021: স্কুল-কলেজ বৈশাখী ভাতা এমপিও শিট ২০২১

স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার এমপিও শিট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের দাপ্তরিক গুগল ড্রাইভ ফোল্ডারে এমপিও শিটের কপি পাওয়া যাবে।

বৈশাখী ভাতার এমপিও শিট পাওয়া যাবে নিচের লিংক থেকে।

https://drive.google.com/drive/folders/1HcI2JWIpO74RTzQH18SoILl0LT59VggZ?usp=sharing

বৈশাখী উৎসব বোনাস এমপিও ২০২১: মাদ্রাসার বৈশাখী ভাতার চেক হস্তান্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহের হস্তান্তর করেছে।

অধিদপ্তরে ১৩ এপ্রিল ২০২১ খ্রি. তারিখ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বৈশাখী ভাতা ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৪২৮ বঙ্গাব্দের বৈশাখী ভাতা অনুদান বণ্টনকারী সংশ্লিষ্ট ব্যাংক থেকে ২৫/০৪/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত উত্তোলন করা যাবে।

মাদ্রাসা বৈশাখী এমপিও ২০২১

মাদ্রাসা বৈশাখী ভাতা এমপিও শিট সংগ্রহ

নিচের লিংক হতে মাদ্রাসার বৈশাখী ভাতার এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1292uFKcm6FmnBUQhmP7ofLCb-4ht2cEZ?usp=sharing

বৈশাখী উৎসব বোনাস এমপিও ২০২১: কারিগরির বৈশাখী ভাতার চেক হস্তান্তর

দেশের বেসরকারী এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৩/০৪/২০২১ খ্রি. তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা উত্তোলন করা যাবে ২৭/০৪/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

কারিগরি শিক্ষক বৈশাখী এমপিও ২০২১

কারিগরি শিক্ষক-কর্মচারীদের বৈশাখী এমপিও শিট

কারিগরির বৈশাখী এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের লিংক থেকে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/6416_File_baisak_2021.html

বিঃ দ্রঃ- বৈশাখী ভাতার সম্পর্কীত বিজ্ঞপ্তিতে বেতন-ভাতা ছাড়ের স্মারক নম্বর উল্লেখ আছে। প্রয়োজনে এখান থেকে স্মারক নম্বর সংগ্রহ করুন।

আরো দেখুন:

স্কুল-কলেজ এখনই খুলছে না, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে ২৩ মে থেকে

শিক্ষার্থীর ইউনিক আইডি প্রস্তুতে তথ্য দিতে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশ

এসএসসি পরীক্ষা ২০২১: ফরম পূরণের বিজ্ঞপ্তি | SSC Form Fillup 2021

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ১৩/০৪/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ০৬:২২ অপরাহ্ণ।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন