Home » ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০২৩: ফাজিল ফলাফল দেখার নিয়ম

ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০২৩: ফাজিল ফলাফল দেখার নিয়ম

ফাজিল পাস পরীক্ষার রেজাল্ট ২০২৩

ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২১ এর রেজাল্ট প্রকাশ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের http://result.iau.edu.bd ওয়েবসাইট থেকে ফাজিল পরীক্ষার প্রকাশিত রেজাল্ট দেখার নিয়ম জানুন।

ফাজিল পাস পরীক্ষার রেজাল্ট ২০২৩ (১ম ২য় ৩য় বর্ষ): ফাজিল ফলাফল দেখার নিয়ম

২০২১ সালের ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষের নিয়মিত, অনিয়মিত ও রিটেইক পরীক্ষার রেজাল্ট অনলাইনে প্রকাশ করা হয়েছে।

১৬ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, ফাজিল রেজাল্ট প্রকাশের নোটিশ  প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম আখতারুজ্জান স্বাক্ষরিত এক নোটিশে, ফাজিল পাস পরীক্ষার রেজাল্ট প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০২১ সালের ফাজিল পরীক্ষার্থীদের রেজাল্ট বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সরবরাহকারী ওয়েবসাইট (http://result.iau.edu.bd) থেকে দেখা যাবে।

নিচের অনুচ্ছেদে ফাজিল পাস পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম বর্ণনা করা হয়েছে। আপনি নিজে না পারলে, অভিজ্ঞ কোন ব্যক্তির সাহায্য নিয়ে দ্রুত রেজাল্ট দেখে নিন।

ফাজিল পাস পরীক্ষার রেজাল্ট প্রকাশের নোটিশ দেখুন।

ফাজিল রেজাল্ট প্রকাশের নোটিশ

অনলাইনে ফাজিল পাস পরীক্ষার ফলাফল দেখার নিয়ম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফাজিল স্নাতক পাস পরীক্ষার ফলাফল দেখতে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে যেতে হবে। নিচের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ ফর জানতে পারবেন।

http://result.iau.edu.bd/

উপরের ঠিকানাটিতে ক্লিক করলে নিচের ছবির মত ফলাফর সার্চ ফরম দেখা যাবে।

ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

উপরের ছবির মত সার্চ ফরমে পরীক্ষার্থীদের নিজ নিজ তথ্য পূরণ করে সবশেষে Result বাটনে ক্লিক করতে হবে। কিছু সময়ের মধ্যে নতুন পাতায় পরীক্ষার্থীর ফলাফল দেখা যাবে।

২০২৩ সালের ১৬ অক্টোবর প্রকাশিত ফাজিল স্নাতক পাস পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

Islamic Arabic University Recent Result (Fazil Kamil Result)

তথ্যসূত্র-

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

5 thoughts on “ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০২৩: ফাজিল ফলাফল দেখার নিয়ম”

  1. আমি বোর্ড কে বলবো ভালো শিক্ষক দ্বারা খাতা কাটাতে,,,
    তিন ঘন্টা সময় লেখা লেখেছি মানসম্মত
    কিন্তু লেখা খারাপ দেখে নাম্বার দিয়েছে কম,
    খাতার ভিতরে কি লেখেছি তা আদৌউ দেখে নি,,,
    যারা কি লেখেছে নিজেও জানেনা তাদের লেখা ভালো তারা প্লাস পায়,,
    আমি মনে করি ফাজিল শিক্ষকদের আরো আপডেট হওয়া উচিৎ
    আমি মনে করি লেখা ভালো না দেখে প্রশ্নের মূল জবাব কি দিলো তা খতিয়ে দেখা উচিৎ

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top