Islamic Arabic University Recent Result (Fazil Kamil Result)

Islamic Arabic University Recent Fazil, Kamil Result: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর সম্প্রতি প্রকাশিত ফাজিল, কামিল রেজাল্ট দেখতে result.iau.edu.bd সাইট ভিজিট করুন।

Islamic Arabic University Recent Result: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় রেজাল্ট (ফাজিল-কামিল)

প্রিয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রকাশিত ফাজিল (অনার্স ও পাস) ও কামিল মাস্টার্স পরীক্ষার ফলাফল জানতে, লেখাটি মনোযোগ সহকারে পড়ুন। এই প্রতিবেদন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত যে কোন শ্রেণি, বর্ষ ও কোর্সের রেজাল্ট দেখা পদ্ধতি জানা যাবে।

সদ্য সংবাদ: ২০২১ সালের কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষার রেজাল্ট ৪ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে। অনলাইনে http://result.iau.edu.bd/ ওয়েবসাইটে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিজ নিজ রেজাল্ট দেখা যাবে। এছাড়া মাদ্রাসার ইআইআইএন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে গোটা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের রেজাল্ট দেখা যাবে।

এক নজরে Islamic Arabic University (IAU)

বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ায় এখানে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরীসীম। উচ্চতর ধর্মীয় শিক্ষার উন্নয়ন ও গবেষণার  জন্য, ২০১৩ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) প্রতিষ্ঠা করা হয়।

উচ্চতর মাদরাসা শিক্ষার গুণগত উন্নয়ন, শিক্ষকগণের প্রশিক্ষণ, অধিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তদারকি, পাঠ্যসূচী প্রণয়ন ও পরীক্ষা পরিচালনা সহ সার্বিক বিষয়ে তদারকি করে Islamic Arabic University (IAU)।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর ঠিকানা-

  • বাড়ি নম্বর: ১২৪/৯০/০৩, ব্লক-বি, রোড নম্বর: ০২, বাছিলা, মোহাম্মদপুর, ঢাকা: ১২৩১ , বাংলাদেশ।
  • ইমেইল: iaudhaka@gmail.com
  • ওয়েবসাইট: http://iau.edu.bd

Islamic Arabic University Academic Course

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ফাজিল পাস কোর্স,  ৫ বিষয়ে ফাজিল অনার্স কোর্স এবং কামিল মাস্টার্স কোর্স চালু আছে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে নিম্নোক্ত বিষয়ে/কোর্সে পাঠদান করা হচ্ছে-

  • আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ – Al-Quran and Islamic Studies
  • আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ – Al-Hadith and Islamic Studies
  • দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ – Dawa and Islamic Studies
  • আরবি ভাষা ও সাহিত্য – Arabic Language and Literature
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি – Islamic History and Culture

উপরোক্ত শ্রেণী ও কোর্স সমূহের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য ও সংবাদ পাওয়া যাবে বিশ্ববিদ্যালয় এর দাপ্তরিক ওয়েবসাইটে।

Islamic Arabic University Recent Fazil, Kamil Result (ফাজিল কামিল রেজাল্ট)

Islamic Arabic University Recent Fazil (Honers and Pass), Kamil Result প্রকাশমাত্রই, বিশ্ববিদ্যালয় এর দাপ্তরিক ওয়েবসাইট এর রেজাল্ট পাতায় তা পাওয়া যাবে।

  • বিশ্ববিদ্যালয় এর সকল রেজাল্ট দেখা ও ডাউনলোড করার ঠিকানা: http://result.iau.edu.bd

Islamic Arabic University Fazil, Kamil Result দেখার নিয়ম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রকাশিত, ফাজিল ও কামিল শ্রেণীর যে কোন কোর্স ও বিষয়ের রেজাল্ট দেখতে, ব্রাউজারের অ্যাড্রেসবারে http://result.iau.edu.bd ঠিকানাটি লিখে রেজাল্ট সার্চ পেজে যান।

এখানে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ফলাফল দেখার পাশাপাশি, গোটা প্রতিষ্ঠানের ফলাফলও পাওয়া যায়।

Islamic Arabic University Recent Fazil  Kamil Student Result

কোন একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ফলাফল দেখতে ও ডাউনলোড করতে, result.iau.edu.bd ঠিকানায় গিয়ে, নিচের ছবির মত রেজাল্ট সার্চ পাতাটি ভালোভাবে লক্ষ্য করুন।

Islamic Arabic University Recent Fazil Kamil Student Result

উপরের ছবির মত রেজাল্ট সার্চ পাতায় সংখ্যা দ্বারা নির্দেশীত, সিলেক্ট ও টেক্স বক্সগুলো ভালোমত লক্ষ্য করুন।

এখানে Class, Examination Year,  Registration No, Captcha ইত্যাদি তথ্য সিলেক্ট করে ও লিখে, সবশেষে Result বাটনে ক্লিক করলে, কয়েক সেকেন্ডের মধ্যেই রেজাল্ট পাওয়া যাবে।

  1. Class: এখানে পরীক্ষার্থীর শ্রেণী সিলেক্ট করুন। পাশের সিলেক্ট বক্সে ক্লিক করে কোন শ্রেণীর ফলাফল দেখতে চান তা নির্ধারণ করুন।
  2. Examination Year: পরীক্ষার বছর সিলেক্ট করুন। পাশের সিলেক্ট বক্সে পরীক্ষার বছর দেওয়া আছে। সেখান থেকে সঠিক পরীক্ষার বছর নির্ধারণ করুন। প্রয়োজনে প্রবেশপত্রে পরীক্ষার সাল দেওয়া আছে, তা দেখে সঠিক বছর নির্ধারণ করুন।
  3. Registration No: পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। সঠিক রেজিঃ নম্বর লিখতে, প্রবেশ পত্র দেখে তা সঠিকভাবে লিখুন।
  4. Captcha: ক্যাপচা লেখা টেক্স বক্সে সঠিক ক্যাপচা যোগফল লিখুন। এখানে ভালোভাবে দেখে সঠিক যোগফল লিখতে হবে। ক্যাপচা ভুল হলে এরর ম্যাসেজ দেখাবে।
  5. Result: উপরোক্ত সকল তথ্য সিলেক্ট করে ও লিখে, সবশেষে Result বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যেই নতুন একটি পাতায় শিক্ষার্থীর কাঙ্খিত ফলাফল দেখা যাবে।

প্রাপ্ত ফলাফল চাইলে প্রিন্ট অথবা ডাউনলোড করে, ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যাবে।

Islamic Arabic University Fazil, Kamil Retake and Improvement Result

Fazil, Kamil Retake and Improvement Result দেখতে, উপরের ছবির মত পাতায় নিচের দিকে, Retake/Improvement এর ফলাফল লেখা লিংকটি খুঁজে বের করুন।

এবার লিংকটিতে ক্লিক করে উপরের ছবির মত Retake/Improvement ফলাফল সার্চ পাতাটি ওপেন করুন।

এখানে পূর্ব নির্দেশনা মত সকল তথ্য সিলেক্ট করে ও লিখে, সবশেষে Result ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে কাঙ্খিত ফলাফল দেখা যাবে।

Islamic Arabic University Recent Fazil Kamil Madrasah Result

কোন একটি মাদরাসার যে কোন শ্রেণী ও বিষয়ের সকল শিক্ষার্থীর রেজাল্ট জানার জন্য, প্রথমেই আপনাকে রেজাল্ট সার্চ পাতায় যেতে হবে।

ঠিকানা: http://result.iau.edu.bd

এবার রেজাল্ট সার্চ ফরমটিতে, Madrasah Result ট্যাবে ক্লিক করুন। নিচের ছবির মত মাদরাসা রেজাল্ট প্রাপ্তির সার্চ ফরম দেখতে পাবেন।

এখানে মাদরাসার ইআইআইএন, পাসওয়ার্ড, পরীক্ষার বছর, শ্রেণী, বর্ষ ও ক্যাপচা পূরণ করে, খুব সহজে গোটা প্রতিষ্ঠানের ফলাফল দেখা ও ডাউনলোড করা যায়।

Islamic Arabic University Recent Madrasah Result Form

  1. Madrasha EIIN: EIIN হলো Educational Institute Identification Number। এখানে যে মাদরাসার রেজাল্ট দেখতে চান, তার ইআইআইএন নম্বর লিখুন।
  2. Password: মাদারাসার পাসওয়ার্ড বা গোপন নম্বরটি লিখুন। এটা ভুল হলে এরর ম্যাসেজ দেখাবে। রেজাল্ট দেখা যাবে না।
  3. Examination Year: ডান পাশের সিলেক্ট বক্স হতে পরীক্ষার বছর নির্ধারণ করুন।
  4. Class: পাশের সিলেক্ট বক্স হতে শ্রেণী নির্ধারণ করুন।
  5. Year: সিলেক্ট বক্স হতে পরীক্ষার বর্ষ নির্ধারণ করুন।
  6. Captcha: ক্যাপচা ফলাফল লিখুন। দেখবেন দুটি সংখ্যার যোগফল নির্ধারণ করতে দেওয়া আছে। সঠিক যোগফল ক্যাপচা লেখা বক্সে লিখুন।
  7. Result: উপরের সকল তথ্য সঠিক ভাবে লিখে ও সিলেক্ট করে, সবশেষে Result বাটনে ক্লিক করুন।

কয়েক সেকেন্ডের মধ্যেই নতুন পাতায়, গোটা প্রতিষ্ঠানের রেজাল্ট এর টেবুলেশন সীট দেখতে পাবেন।

এখানে উল্লেখ্য যে, রেজাল্ট টেবুলেশন রিপোর্টটি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যাবহার করে প্রিন্ট করতে হবে।

তাই আপনার মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার না থাকলে তা ডাউনলোড করে নিন।

Islamic Arabic University Recent Fazil (Honers and Pass), Kamil Result দেখতে ও ডাউনলোড করতে অসুবিধা হলে লিখে আমাদের জানান।

আর লেখাটি অন্যকে জানাতে চাইলে ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো জানুন:

DPE PSC Result Teletalk BD: পিএসসি ও ইবতেদায়ী ফলাফল দেখুন

JSC Result with Number Sheet: জেএসসি রেজাল্ট মার্কসীটসহ দেখুন

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন (www.bteb.gov.bd result)

NTRCA Latest Result (ntrca.teletalk.com.bd) সদ্য এনটিআরসিএ রেজাল্ট

তথ্যসূত্র:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় – উইকিপিডিয়া

সবশেষ আপডেট: ০৩/১০/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ০৯:০০ পূর্বাহ্ণ।

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“Islamic Arabic University Recent Result (Fazil Kamil Result)”-এ 20-টি মন্তব্য

  1. ট্যাকনিক্যাল বোর্ড এর SSC RESULT 2020 WITH MARKSHEET দেখা যাচ্ছে না

    জবাব
    • SSC RESULT 2020 পেতে সঠিক তথ্য দিয়ে সার্চ করলে আর বোর্ড এর সার্ভার ব্যাস্ত না থাকলে- এমনটা হওয়ার কথা না। আপনি কিছু পর চেষ্ঠা করে দেখুন।
      কারিগরি শিক্ষা বোর্ড এর এসএসসি সমমান ফলাফল পেতে সংযুক্ত লেখার নির্দেশনা অনুসরণ করুন।
      Technical SSC Result 2020

  2. ফাজিল তৃতীয় বর্ষের রেজাল্ট কখন পাবো, এখনও কি পাবলিস্ট হয়নি।

    জবাব
    • ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হচ্ছে। অধিক চাপ পড়ার জন্য হয়তো এমনটা হচ্ছে। কিছু পর চেষ্টা করে দেখুন।

  3. আমি পরীক্ষার খাতায় নাম লেখিনি, কিন্তু রেজিষ্ট্রেশন নম্বর বরাট করেছি, আমার রেজাল্ট কি আসবে।

    জবাব
    • যদিও রেজাল্ট না আসে তবে স্থগিত হতে পারে। পরে যোগাযোগ করলে রেজাল্ট পেয়ে যাবেন। ধন্যবাদ।

  4. অাপনাদের সার্ভেয়ারে এত সমস্যা কেন
    টিক করুন।

    জবাব
    • সার্ভার ওপেন হয়েছে। এখন রেজাল্ট পাওয়া যাচ্ছে। চেষ্টা করে দেখুন। ধন্যবাদ।

  5. এখনো লিংকে প্রবেশ করা যায় না।

    জবাব
    • এখন রেজাল্ট সার্ভার ব্রাউজ করা যাচ্ছে। চেষ্টা করুন। ধন্যবাদ।

  6. এখনো রেজাল্ট পেলাম না

    জবাব
    • ফাযিল ফলাফল ২০১৯ রেজাল্ট পাওয়া যাচ্ছে। চেক করুন।

  7. কিছু বুঝলাম না । আপনাদের ইয়েব সাইট এ ফাজিল এর রেজাল্ট নেওয়ার অপসন দেখাচ্ছে না কেন?

    জবাব
    • এখন সব অপশন পাওয়া যাচ্ছে। চেক করে দেখুন।

  8. এখনো লিংকে প্রবেশ করা যায় না।

    জবাব
    • এই লিংক থেকে http://result.iau.edu.bd/ লেখার নির্দেশনা মত ফাযিল রেজাল্ট দেখুন।

  9. আমি ২০১৯ সালে ভতি হয়েছি,কোন কারণে পরিক্ষা দিতে পারলাম না

    জবাব
    • আপনার সমস্যা সম্পর্কে বিস্তারিত বললে পরামর্শ দিতে সহজ হতো। বিস্তারিত জানিয়ে প্রশ্ন করুন। ধন্যবাদ।

  10. কামিলের মার্কশিটের জন্য

    জবাব
    • মাদ্রাসায় যোগাযোগ করে পরামর্শ নিন।

মন্তব্য করুন