দাখিল পরীক্ষার ফরম পূরণ ২০২৪: Dakhil eFF Form Fill up 2024

Dakhil eFF Form Fill up Notice 2024: মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৪ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মাদ্রাসার দাখিলের বিলম্ব ফি ছাড়া ফরম ফিলাপ করা যাবে ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। ফরম পূরণের ফি ২০২৫ থেকে ২৩০৫/= টাকা পর্যন্ত।

দাখিল পরীক্ষার ফরম পূরণ নোটিশ ২০২৪: Dakhil eFF Form Fill up Notice 2024

বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৪ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে ১৮ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখে দাখিলের ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহাবুব হাসান স্বাক্ষরিত নোটিশে, ফরম পূরণের সময়সূচি, পরীক্ষার ফি সহ অনলাইনে eFF ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৪ সালের অনুষ্ঠিতব্য মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার অনলাইন eff ফরম ফিলাপ শুরু ৩০ অক্টোবর তারিখ থেকে। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৭ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

আরো জানুন:

২০২৪ সালের মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার তারিখ ও সিলেবাস

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৪ কবে হবে, জানালো শিক্ষা বোর্ড

২০২৪ সালের দাখিল পরীক্ষার eFF ফরম ফিলাপ তারিখ

মাদ্রসা বোর্ডের ফরম ফিলাপ নোটিশে নিয়মিত, অনিয়মিত ও জিপিএ উন্নয়ন করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের ফরম পূরণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

২০২৪ সালের দাখিল পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের ২৯ অক্টোবর তারিখের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান বরাবরে সাদা কাগজে আবেদন করতে হবে।

দাখিল পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রদর্শন করা হবে ২৯ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখে।

বিলম্ব ফি ছাড়া অনলাইনে দাখিলের eff ফরম পূরণ করা যাবে ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

দাখিল পরীক্ষার্থীদের ফরম ফিলাপ এর নির্ধারিত হারে ফি জমা দিতে হবে ৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে।

বিলম্ব ফি সহ দাখিলের ফরম পূরণের তারিখ: ৯ নভেম্বর হতে ১৩ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। এক্ষেত্রে ১০০/=টাকা বিলম্ব ফি প্রদান করতে হবে।

২০২৪ সালের দাখিল পরীক্ষার ফরম ফিলাপ ফি কত টাকা?

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তিতে, শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত হারে ফি পরিশোধ করতে বলা হয়েছে। দাখিলের খাতওয়ারি পরীক্ষার ফি এর হিসাব নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানুন।

বিজ্ঞান বিভাগের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য সর্বমোট ২৩০৫/= টাকা পরিশোধ করতে হবে।

এই বিভাগের শিক্ষার্থীদের ১৮১৫/= টাকা বোর্ড ফি ও ৪৯০/= টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে।

সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের দাখিলের ফরম পূরণের জন্য সর্বমোট ২০২৫/=টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগগুলোর শিক্ষার্থীদের ১৬১৫/= টাকা বোর্ড ফি ও ৪১০/= টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে। আইসিটি বিষয়ের ব্যবহারিক ফি ২৫/- টাকা।

এছাড়া দাখিলের অনিয়মিত, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের আরো ১০০/= (এক শত) টাকা অতিরিক্ত ফি প্রদান করতে হবে।

দাখিল পরীক্ষা ২০২৪ ফরম ফিলাপ (eff) নোটিশ: Dakhil Form Fill up 2024

মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রকাশিত নোটিশে, ২০২৪ সালের দাখিল পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে তার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া অনলাইনে eff ফরম ফিলাপ ও পরীক্ষার ফি পরিশোধের পদ্ধতি উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের যুক্ত নোটিশ মনোযোগ সহকারে পড়ুন।

দাখিল পরীক্ষার ফরম পূরণ নোটিশ ২০২৪

দাখিল পরীক্ষার ফরম ফিলাপ ফি

Dakhil eFF Form Fill up Notice 2024

দাখিল পরীক্ষার eFF ফরম ফিলাপ তারিখ 2024

২০২৪ সালের মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার ফরম পূরণ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪: SSC e-ff form fill up 2023

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না, বার্ষিক পরীক্ষায় সনদ

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা বোর্ড

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“দাখিল পরীক্ষার ফরম পূরণ ২০২৪: Dakhil eFF Form Fill up 2024”-এ 29-টি মন্তব্য

  1. মাদ্রাসা বোর্ডের নির্ধারিত টাকা পনেরশো 45 টাকা দেওয়ার জন্য অথচ মাদ্রাসা কর্তৃক দাবি 2500 টাকা আবার কোথাও 3000হাজার টাকা

    জবাব
    • অতিরিক্ত ফি আদায় করলে স্থানীয় প্রশাসনে জানাতে পারেন।

    • মাদ্রাসা আমাদের ফরম বিলাপ 3000 জন্য আমাদের ফরম বিলাপ করে না

    • অল সাবজেক্ট ২৫০০ টাকা হলে একটি সাবজেক্ট কত হবে

    • সাবজেক্ট ওয়ারি ফরম পূরণের হিসাব নোটিশে দেওয়া আছে।

  2. সরকার থেকে ধার্যকৃত ফি ১৫৪৫টাকা অথচ আমি যে মাদরাসায় পড়ি ওখানে ফি নেওয়া হচ্ছে ২৭০০টা আর বিজ্ঞানে৩০০০ টাকা

    জবাব
    • জনাব আমি যে র্ফম পিলাফ করতে পারিনি এখন আমি কি করতে পারি একটু যানালে অনেক ভালো হয় !
      আমি অনেক সমস্যাই ছিলাম বলে নিম্ন তারিখে র্ফম পিলাফ করতে পারিনি?

    • এখনো ফরম পূরণের বর্ধিত সময়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

  3. দাখিল পরিক্ষার ২০২৩ এর বিলম্ব ফি সহ ফরম ফিলাপ এর শেষ তারিখ কতো তারিখ..?

    জবাব
    • বিলম্ব ফি দিয়ে ৩০ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত দাখিলের ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে।

  4. Shariatpur

    জবাব
  5. আমি অভিভাবক আওলাদ হাসান আলহুমাইরা মাদ্রাসা গোলাম আলী নাজির পাড়া
    প্রিন্সিপাল ফরক আহমেদ এর কাছে গেলে তিনি আমায় বলেন ফরম ফিলাপ ২৬০০/টাকা বিলম্ব ফি ২০০০/টাকা দিতে হবে এটা গত ২০/০১/২০২৩ ইংরেজি তারিখে

    জবাব
    • দাখিল ফি এর তালিকা বোর্ডের নোটিশে দেওয়া আছে।

  6. আমি দাখিল মাদ্রাসা এসএসসি ব্যাচে সময় মত ফরম পুরন করতে পারিনি আমি এখন ফরম পুরন করতে পারবো কি দয়া করে বলবেন

    জবাব
    • শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখতে পারেন।

  7. গত বছরে পরিক্ষা দিয়েএক বিষয় ফেইল করছে, এখন আবার পরিক্ষা দিবে, এক বিষয়ের জন্য, ফরম ফিলাপ নিয়েছে, ১০০০ টাকা, এখন আবার কেন্দ্র ফি এর জন্য ৫০০ টাকা, চাইতেছে
    এখন আমি জানতে চাচ্ছি, এক বিষয়ের ফরম ফিলাপ কত, এবং কেন্দ্র ফি কত?

    জবাব
    • দাখিলের ফরম পূরণের টাকার হিসাব নোটিশে দেওয়া আছে।

  8. আমি ২০২৪ এর দাখিল পরিক্ষার্থী , আমার ফরম পুরনের ফি কত একটু বলবে? আর সর্বশেষ তারিখ এবং নির্দিষ্ট থেকেঅতিরিক্তচাইলেকি করব?

    জবাব
    • দাখিলের ফরম ফিলাপ ফি ও এর সময়সূচী প্রতিবেদনে লেখা আছে। আর বেশী হারে ফি নিলে স্থানীয় প্রশাসনে অভিযোগ করুন।

  9. আমার কাছে ৩৬০০ টাকা চাইতাছে

    জবাব
  10. আমি গত 2023 সালের দাখিল পরীক্ষায় এক সাবজেক্ট এ ফেল করেছি । 2024 সালে ফরম ফিলাপ করার জন্য অধ্যক্ষের কাছে ফোন করি সে বলেছে ফরম ফিলাপ 2 নভেম্বর শেষ হয়েছে । অথচ ফরম ফিলাপ এর সময় 30-10-2023।থেকে 7-10-2023 পযন্ত এবং শেষ তারিখ 8নভেম্বর পযন্ত অনলাইনে করা যাবে । এখন কি করতে পারি দয়া করে বলবেন

    জবাব
  11. গত বছর আমি এক বিষয়ে ফেল করেছি 2024 সালে এক বিষয়ে ফরম ফিলাপ করার জন্য অধ্যক্ষর কাছে ফোন করি তখন তিনি বলেন 2 তারিখে ফরম ফিলাপ শেষ হয়েছে আর হবে না অথচ ফরম পুরুনের সময় 8 তারিখ পযন্ত এখন চারদিন সময় আছে আমি এখন কি করব স্যার দয়া করে বলবেন

    জবাব
    • স্থানীয় প্রশাসনকে জানান।

    • ফরম ফিলাপের ডেট শেষ

    • ডেট বাড়িয়েছে।

  12. আমি কি ফরম ফিলাপ করতে পারব না

    জবাব
  13. আমার ফরম ফিলাপ হয়ছে

    জবাব
  14. কি হবে এখন

    জবাব
  15. কি হলো

    জবাব

মন্তব্য করুন