কারিগরি এইচএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২২ (বিএম ভোকেশনাল ডিপ্লোমা)

২০২২ সালের কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বিএম ভোকেশনাল ডিপ্লোমা ফল পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। এসএমএস এর মাধ্যমে প্রতি পত্রে ১৫০/= টাকা ফি দিয়ে রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে।

সদ্য সংবাদ: কারিগরির ২০২২ সালের এইচএসসি সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট ১২ মার্চ রোববার প্রকাশ করা হয়েছে। রেজাল্ট প্রকাশের পর হতে পুনঃনিরীক্ষণ ফল, নিচের প্রতিবেদনটিতে পাওয়া যাচ্ছে।

কারিগরি এইচএসসি ফল ২০২২ পুনঃনিরীক্ষণ আবেদন (বিএম, ভোকেশনাল, ডিপ্লোমা)

২০২২ সালের কারিগরি বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বিজ্ঞপ্তি, কারিগরি শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, কারিগরির এইচএসসি সমমান রেজাল্ট পুনঃনিরীক্ষনের সময়সূচি ও নিয়মাবলী প্রকাশ করা হয়।

কারিগরির এইচএসসি সমমান বিএম, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন শুরু ৯ ফেব্রুয়ারি থেকে। টেলিটক মোবাইল মেসেজের মাধ্যমে এই আবেদন করা যাবে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

আরো জানুন:

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন ৯-১৫ ফেব্রুয়ারি ২০২৩

HSC (ভোকেশনাল) বিএম ও ডিপ্লোমা ইন কমার্স রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন করার নিয়ম

২০২২ সালের এইচএসসি সমমান বিএম, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণের জন্য, মোবাইল এসএমএস-এর মাধ্যমে আবেদন করতে হবে।

কেবলমাত্র টেলিটক সংযোগ আছে এমন মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত ফরম্যাটে মেসেজ দিয়ে এই আবেদন করতে হবে।

কারিগরি বোর্ড এইচএসসি রেজাল্ট চ্যালেঞ্জ আবেদন করতে এসএমএস করার নিয়ম-

আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নোক্ত মেসেজ টাইপ করুন

RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

উদাহরণ স্বরূপঃ আপনার শিক্ষাবোর্ড কারিগরি হলে আর রোল যদি 123456 হয়, তাহলে আপনি যেভাবে আবেদন করবেন-

RSC<স্পেস>TEC<স্পেস>123456 <স্পেস> বিষয় কোড

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

প্রথম এসএমএসটি সফলভাবে প্রেরণের পর ফিরতি SMS এ একটি PIN Number প্রদান করা হবে।

তারপর Message অপশনে গিয়ে লিখে RSC <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number লিখে <Space> দিয়ে Contact Number (যেকোন অপারেটরের নম্বর) দিয়ে SMS করুন 16222 নম্বরে।

কারিগরি বোর্ডের এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে বোর্ডের বিজ্ঞপ্তি পড়ুন।

কারিগরি এইচএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২২

২০২২ সালের কারিগরি বোর্ডের এইচএসসি ভোকেশনাল বিএম ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন করতে বোর্ডে বিজ্ঞপ্তি পড়ুন।

কোন বিষয় বুঝতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এইচএসসি-আলিম রেজাল্ট চেক 2022 [মার্কশিট নাম্বার ডাউনলোড]

কারিগরি এইচএসসি রেজাল্ট ২০২: ভোকেশনাল বিএম ডিপ্লোমা ইন কমার্স

তথ্যসূত্র:

কারিগরি শিক্ষা বোর্ড

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন