Home » এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়

এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়

স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদুল আযহার ঈদ বোনাসের চেক ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

স্কুল-কলেজের ঈদুল আযহার ঈদ বোনাসের ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ২৬/০৬/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আযহার ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

২০ জুন তারিখে শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, ২০২৩ সালের ঈদুল আযহার বোনাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

এমপিও নোটিশের তথ্য অনুসারে, আগামী ২৬/০৬/২০২৩ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে ঈদ-উল-আযহা ২০২৩ এর উৎসব ভাতা’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

নিচের লিংক থেকে ঈদুল আযহার এমপিও কপি ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/1KobE50H-In48AqpfQNmWtAe1vlJbRKNj?usp=sharing

ঈদুল আযহার এমপিও নোটিশ ২০২৩

স্কুল-কলেজ শিক্ষকদের ঈদ বোনাসের চেক হস্তান্তরের বিষয়ে কোন প্রশ্ন থাকলে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)

কলেজ ছুটির তালিকা ২০২৩ pdf ক্যালেন্ডার (সরকারি-বেসরকারি)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

2 thoughts on “এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়”

  1. মোঃ বরাত আলী Asst.H/M Bankirat hs ullApara Sirajganj

    বোনাস পর্যাপ্ত না হওয়ায় আমি এবার কোরবানি পশু ক্রয় করতে নাপারায় আমি এবার অত্যন্ত মনোকষ্ট অনুভব করছি. So we want hundred percent bonas of our Salary

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top