স্কুল-কলেজের ফেব্রুয়ারি মাসের বেতনের চেক ছাড়

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ফেব্রুয়ারি মাসের বেতনের চেক ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষক-কর্মচারীগণ ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ৭ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত।

এমপিও স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের চেক ছাড়

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে। ৩ মার্চ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার নোটিশ প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এমপিও নোটিশে, ফেব্রুয়ারির চেক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীগণ ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ৭ মার্চ ২০২৪ খ্রি. তারিখের মধ্যে ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন।

বেতনের স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/৫৩৭/৪ তারিখ : ০৩/০৩/২০২৪।

নিচের লিংক থেকে ফেব্রুয়ারি মাসের বেতনের এমপিও শিট ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/1waUbJoE2IAusU15LF9Wa0AXmB2GXrvT_?usp=sharing

স্কুল-কলেজের ফেব্রুয়ারি মাসের এমপিও নোটিশ

আরো দেখুন:

MPO Notice Teacher Salary Sheet দেখার নিয়ম জানুন

Madrasha MPO Notice [মাদ্রাসা এমপিও নোটিশ দেখার নিয়ম]

Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন

মন্তব্য করুন