প্রাথমিক সিলেবাস ২০২১ (পুনর্বিন্যাসকৃত) Primary Syllabus 2021

প্রাথমিক সিলেবাস ২০২১ (১ম-৫ম শ্রেণি)

প্রাথমিক বিদ্যালয় সিলেবাস ২০২১ পিডিএফ প্রকাশ (১ম-৫ম শ্রেণি পুনর্বিন্যাসকৃত)। Primary Short Syllabus PDF 2021 Download Here.

প্রাথমিক বিদ্যালয় সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ পিডিএফ  (১ম-৫ম শ্রেণি পুনর্বিন্যাসকৃত) Primary Short Syllabus 2021 PDF

বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় এর ২০২১ খ্রিষ্টাব্দের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

প্রাথমিকের ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত সকল বিষয়ের পাঠ্যসূচী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন করে পুনর্বিন্যাস করে প্রকাশ করেছে।

১ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ থেকে থেকে শুরু করে, ৩০ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত, ১৫৮ দিনের এই সিলেবাসের আলোকে প্রাথমিকে পাঠদান করা হবে।

প্রায় ৯ মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয় এর সকল শ্রেণির শিক্ষা-কার্যক্রম, উক্ত সিলেবাসের আলোকে পরিচালিত হবে।

চলতি বছরের ১ ডিসেম্বর হতে প্রাথমিক বিদ্যালয় এর ৫ম শ্রেণির সমাপনী ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে।

করোনা মহামারীর কারণে বিদ্যালয় বছরব্যাপী বন্ধ থাকার কারণে, বিগত বছরের শিখন ঘাটতি বিবেচনা করে এই সিলেবাস প্রণয়ন করা হয়।

প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণির এই সিলেবাস প্রণয়নে সহযোগীতা করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)।

সিলেবাস এর পিডিএফ কপি সহ ইমেজ ভার্সন (ছবি) পাওয়া যাবে নিচের অনুচ্ছেদে সংযুক্ত লিংক থেকে।

আরো জানুন: DPEd Board NAPE Notice | নেপ ডিপিএড বোর্ড পিটিআই ফলাফল

প্রাথমিকের সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ পিডিএফ সংগ্রহের লিংক

প্রাথমিক বিদ্যালয় এর সকল শ্রেণির পুনর্বিন্যাসকৃত ১২২ পৃষ্ঠার সিলেবাস পিডিএফ (PDF) ফাইলে প্রকাশিত হয়েছে।

পিডিএফ ফাইলের সিলেবাস ভালোভাবে দেখতে আপনার মোবাইল অথবা কম্পিউটারে পিডিএফ রিডার বা অনুরুপ সফটওয়ার এর প্রয়োজন হতে পারে।

অরিজিনাল পিডিএফ ফাইল সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

আরো পড়ুন: Teacher Training (B.Ed) College | টিচার ট্রেনিং (বিএড) কলেজ

Primary School Short Syllabus 2021 Image (প্রাথমিক সিলেবাস ইমেজ ভার্সন)

আমরা লক্ষ্য করেছি অনেক সাধারণ পাঠক পিডিএফ ফাইল মোবাইল ও কম্পিউটারে দেখতে অসুবিধায় পড়েন। তাই আমরা প্রাথমিকের সকল শ্রেণির সিলেবাস ইমেজ ফাইলে কনভার্ট করে দিয়েছি। যাতে করে যে কোন ডিভাইসে কোন সফটওয়ার বা অ্যাপস ছাড়া সহজে তা দেখা ও সংরক্ষণ করতে পারেন।

প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণির পুনর্বিন্যাসকৃত সিলেবাস সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

প্রাথমিক সিলেবাস ২০২১ (১ম-৫ম শ্রেণি পুনর্বিন্যাসকৃত)- Primary Syllabus 2021 সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।

আর তথ্যটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

DPE Notice | www.dpe.gov.bd | Primary Notice: কীভাবে দেখবেন?

Primary Education Ministry Notice, Gazette, Office Order | mopme.gov.bd

তথ্যসূত্র:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

“প্রাথমিক সিলেবাস ২০২১ (পুনর্বিন্যাসকৃত) Primary Syllabus 2021”-এ 4-টি মন্তব্য

মন্তব্য করুন