Home » মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি)

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি)

সরকারি-বেসরকারি স্কুলের ছুটির তালিকা ২০২৪

২০২৪ সালের সরকারি-বেসরকারি স্কুলের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মাধ্যমিক স্কুলের এই ছুটির তালিকা প্রকাশ করেছে।

স্কুলের ছুটির তালিকা তথ্য অনুসারে, প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি সহ মোট ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয় ছুটিজনিত বন্ধ থাকবে। এই প্রতিবেদন থেকে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির প্রজ্ঞাপন ও শিক্ষাপঞ্জি pdf কপি সংগ্রহ করুন।

সদ্য সংবাদ: দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান তাপ প্রবাহের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

স্কুলের ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি)

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্কুলের ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছামাৎ রহিমা আক্তার স্বাক্ষরিত ছুটির প্রজ্ঞাপন অনুমোদন করেন।

১৩ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির প্রজ্ঞাপনের পিডিএফ তালিকা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

২০২৪ সালে প্রধান শিক্ষকের সংরক্ষিত ৩ দিন ছুটি সহ মোট ৭৬ দিন মাধ্যমিক স্কুলের ছুটি থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিচের অনুচ্ছেদে একটানা দীর্ঘ দিনের স্কুল ছুটির দিন-তারিখ উল্লেখ করা হলো। এছাড়া বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসের ছুটির দিন-তারিখ জানতে ছুটির তালিকাটি দেখুন।

আরো জানুন:

কলেজ ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি)

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

সরকারি ছুটির তালিকা ২০২৪ (বাংলাদেশের ছুটির ক্যালেন্ডার pdf)

২০২৪ সালের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ছুটির তালিকা pdf download

মাধ্যমিক স্কুলের একটানা ছুটির মধ্যে ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত ২৯ দিন স্কুল ছুটি থাকবে। এসব ছুটির মধ্যে থাকবে পবিত্র রমান, জাতির জনকের জন্মদিন, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, বৈশাবী, নববর্ষ, শব-ই-ক্বদর, জুমাতুল-বিদা ও ঈদুল-ফিতর।

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ১৪ দিন স্কুলের ছুটি থাকবে।

দূর্গাপুজা, ফাতেহা-ইয়াজ-দাহাম, শ্রী শ্রী লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ অক্টোবর হতে ১৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

সবশেষ একটানা ছুটি থাকবে ১২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। শীতকালীন অবকাশ, বিজয় দিবস, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এসব দিনে মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে।

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৪

মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪

মাধ্যমিক স্কুল ছুটির তালিকা ২০২৪

বিঃ দ্রঃ- হাওড় অঞ্চলে বোরো ধান কাটা উপলক্ষ্যে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের ১ম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকতে দেখা যায়।

তাই হাওড় অঞ্চলের বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকবৃন্দ পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে উল্লিখিত সময়ে ১০ (দশ) দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।

তবে ছুটি সমন্বয়কারী প্রতিষ্ঠান প্রধানকে গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।

মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচী ২০২৪ ( সামষ্টিক মূল্যায়ণ, বার্ষিক, নির্বাচনী পরীক্ষা)

২০২৪ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির প্রজ্ঞাপনে, সামষ্টিক মুল্যায়ন, বার্ষিক, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

স্কুলের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ণ, অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হবে ২৩ মে ২০২৪ খ্রি. তারিখ বৃহস্পতিবার থেকে।

এসব পরীক্ষা গ্রহণ চলবে ৯ জুন ২০২৪ খ্রি. তারিখ রবিবার পর্যন্ত। ফলাফল প্রকাশ ১০ জুলাই ২০২৪ খ্রি. তারিখে।

স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর হতে ৫ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১০ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে।

স্কুলের সকল শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ণ ও বার্ষিক পরীক্ষা গ্রহণ চলবে ২১ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বর তারিখে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকাশিত শিক্ষা মন্ত্রনালয়ের স্কুল ছুটির তালিকায়, প্রতিষ্ঠান প্রধানদের ১১টি বিশেষ নির্দেশনা দিয়েছে। নিচের অনুচ্ছেদে বর্ণিত বিষয়গুলো পড়ুন।

স্কুলের ছুটির তালিকায় ঘোষিত শিক্ষা আধিদপ্তরের বিশেষ নির্দেশনা

১। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৪খ্রি: পর্যন্ত। সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে।

২। উল্লিখিত মূল্যায়ন/পরীক্ষার সময়সূচি অনুযায়ী ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন, অর্ধ-বার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে।

উক্ত মূল্যায়নের কাগজপত্র ও বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত ১ (এক) বছর সংরক্ষণ করতে হবে। প্রতি মূল্যায়ন/পরীক্ষার সময় ১০/১২ কর্মদিবসের বেশি হবে না।

৩। স্ব-স্ব বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র (পাবলিক পরীক্ষা ব্যতিত) নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া যাবে না।

৪। মূল্যায়ন/পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে মূল্যায়ন/পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

৫। সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ব্যতিত বছরে মোট ছুটি থাকবে ৭৬ দিন।

৬। কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না।

সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

৭। ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে।

৮। এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতিত অন্যান্য বিদ্যালয় সমূহে যথারীতি শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

৯. জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যথা: ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, বাংলা নববর্ষ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ে দিবস সমূহ উদযাপন করতে হবে।

১০। ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করতে হবে।

১১। প্রতিটি বিদ্যালয়ে সরকার কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন ও শিক্ষাসপ্তাহ পালন করতে হবে।

২০২৪ সালের স্কুলের ছুটির তালিকা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ব্যাংক ছুটির তালিকা ২০২৪ (সকল তফসিলি ব্যাংকের বন্ধের দিন)

ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি (ব্যাংক খোলা রাখার সময়)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

2 thoughts on “মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি)”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top