MPO May 2022: স্কুল-কলেজের মে মাসের বেতনের চেক ছাড়

MPO May 2022 (School-College) : বেসরকারি স্কুল-কলেজের মে মাসের বেতনের চেক ছাড় ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে। এবারে এমপিওতে নতুন করে এমপিওভুক্ত হয়েছেন প্রায় ৮ হাজার শিক্ষক-কর্মচারী।

MPO May 2022 (School-College): বেসরকারি স্কুল-কলেজের মে মাসের বেতনের চেক ছাড়

বাংলাদেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের ২০২২ খ্রিষ্টাব্দের মে মাসের বেত-ভাতার চেক অনুদান বন্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। সাথে মে মাসের এমপিও শিট প্রকাশ করা হয়েছে।

২ জুন তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে, মে মাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি ও এমপিও শিট প্রকাশ করা হয়। নিচের অনুচ্ছেদে এমপিও শিট সংগ্রহের লিংক দেখুন।

শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মে মাসের চেক হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

এমপিওভুক্ত স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৯/০৬/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতার স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৪১১৩/৪ তারিখ : ২-৬-২০২২।

মে মাসের এমপিও’তে নতুন শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি করা হয়েছে। গত কয়েকমাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেন, তাদেরকে নতুন এমপিওভুক্তি করা হয়েছে।

এবারে এমপিওতে স্কুল-কলেজের শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি করা হয়েছেন। ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক স্কেল ও বিএড স্কেল পেয়েছেন।

মে মাসের এমপিও সভায় প্রায় ৮ হাজার নতুন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত করা হয়েছে। উচ্চতর গ্রেড পেয়েছেন ৫ হাজারের বেশী শিক্ষক-কর্মচারী। বিএড স্কেল পেয়েছেন ৫৫ জন শিক্ষক।

আরো জানুন:

স্কুল-কলেজের বকেয়া বেতন প্রাপ্তির আবেদনে মাউশির নতুন আদেশ জারি

MPO Notice Teacher Salary Sheet দেখার নিয়ম জানুন

Teacher MPO Update দেখার নিয়ম: www.dshe.gov.bd

School-College May MPO Sheet 2022: স্কুল-কলেজ মে এমপিও শিট ২০২২

স্কুল-কলেজের মে মাসের বেতনের চেক ছাড়ের পাশাপাশি, অধিদপ্তরের ওয়েবসাইটে মে মাসের এমপিও শিট প্রকাশ করা হয়েছে।

নিচের লিংক থেকে মে মাসের এমপিও সীট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1RmVqcfKNcviQ3ziJETDb3qRTvplbwfI9?usp=sharing

উপরোক্ত লিংকটি ব্রাউজ করলে মে মাসের এমপিও শিটের পিডিএফ কপি সংগ্রহ করা যাবে।

আরো পড়ুন: মাদ্রাসা মে এমপিও ২০২২: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর

২০২২ সালের মে মাসের এমপিওভুক্ত হয়েছেন ৮ হাজার নতুন শিক্ষক

এবারের ২০২২ সালের মে মাসের এমপিওতে বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া প্রায় ৮ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন।

মোট ৭ হাজার ৯৫৭ জন শিক্ষক-কর্মচারীকে নতুনভাবে এমপিওভুক্ত করার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মাউশি অধিদপ্তর এমপিও কমিটি।

এদের মধ্যে স্কুলের ৬ হাজার ৮৭০ জন ও কলেজের ১ হাজার ৮৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

সম্প্রতি এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া নতুন শিক্ষকরা এমপিও ভুক্ত হয়েছেন। এছাড়া এমপিও জটিলতায় থাকা পঁয়ত্রিশোর্ধ্ব শিক্ষকরাও জটিলতা নিরসনের পর এমপিও আবেদনের সুযোগ পেয়েছিলেন। তারাও এবারের এমপিওতে এমপিওভুক্ত হয়েছেন।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও কর্মচারীরাও মে মাসের এমপিওতে উচ্চতর স্কেল প্রাপ্তির সুযোগ পেয়েছেন। বিএড স্কেল পেয়েছেন অনেক শিক্ষক।

২০২২ সালের মে মাসের এমপিও ও বেতনের চেক  ছাড় সংক্রান্ত আপডেট তথ্য পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে মেয়ার করুন।

আরো দেখুন:

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)

এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

Online MPO Application: শিক্ষক এমপিও আবেদন করার নিয়ম

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন