২০২২ সালের ফাজিল পরীক্ষার রেজাল্ট প্রকাশ, ফলাফল দেখুন

২০২২ সালের ফাজিল পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iau.edu.bd, ১২ জুন তারিখে ফাজিল স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফাজিল পরীক্ষায় প্রতিটি বর্ষে প্রায় ৯০ শতাংশের বেশী পরীক্ষার্থী পাস করেছে।

২০২২ সালের ফাজিল পরীক্ষার রেজাল্ট প্রকাশ, ফলাফল দেখার নিয়ম জানুন

ইসলামি আরবি বিশ্ববিদ্রালয় ২০২২ সালের ফাজিল (স্নাতক) পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে। ১২ জুন ২০২৪ খ্রি. তারিখে ফাজিল স্নাতকের ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষার রেজাল্ট একযোগে প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান রেজাল্ট প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দুপুরের দিকে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ মহোদয়ের হাতে ফলাফল হস্তান্তর করেন।

ফাজিল স্নাতক পরীক্ষায় পাসের হার যথাক্রমে প্রথম বর্ষ ৯০.০৯ শতাংশ, দ্বিতীয় বর্ষ ৯৪.৫৬ শতাংশ ও তৃতীয় বর্ষ ৯৫.৭৬ শতাংশ।

উল্লেখ্য, ২০২২ সালের ফাজিল স্নাতক পরীক্ষা ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এপ্রিল পর্যন্ত চলমান ছিলো। দেশের আটটি বিভাগের ২৯৫টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ফাজিল পরীক্ষার ফলাফল দেখার নিয়ম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রকাশিত, ২০২২ সালের ফাজিল স্নাতক পরীক্ষার ফলাফল দেখতে, ব্রাউজারের অ্যাড্রেসবারে http://result.iau.edu.bd ঠিকানাটি লিখে রেজাল্ট সার্চ পেজে যান।

নিচের ছবির মত রেজাল্ট সার্চ পাতা ওপেন হবে।

ফাজিল পরীক্ষার ফলাফল দেখার নিয়ম

এখানে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ফলাফল দেখার পাশাপাশি, গোটা প্রতিষ্ঠানের ফলাফলও এখান থেকে পাওয়া যাবে।

উপরোক্ত রেজাল্ট সার্চ পাতায় Class, Examination Year, Registration No, Captcha ইত্যাদি তথ্য সিলেক্ট করে ও লিখে, সবশেষে Result বাটনে ক্লিক করলে, কয়েক সেকেন্ডের মধ্যেই রেজাল্ট পাওয়া যাবে।

২০২৪ সালের ১২ জুন প্রকাশিত ফাজিল স্নাতক পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা  হলে লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

Islamic Arabic University Recent Result (Fazil Kamil Result)

তথ্যসূত্র-

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

মন্তব্য করুন