রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত

সবশেষে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ।

এত করে সম্প্রতি মন্ত্রনালয়ের ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে রমজানে প্রাথমিক, মাধ্যমিক স্কুল এবং কলেজ মাদ্রাসা খোলা থাকবে।

সম্প্রতি রমজানের ছুটির বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রনালয় পৃথক দুই প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক আর মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রথম ১৫ দিন খোলা থাকবে। অন্যদিকে সারা দেশের কলেজগুলো রমজানে ২৪ মার্চ পর্যন্ত খোলা রাখা হবে।

উল্লেখ্য, ১০ মার্চ তারিখে একজন অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে , পুরো রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানায় হাইকোর্ট।

তবে মন্ত্রনালয় হাইকোর্টের দেওয়া রায়ের উপর আপিল করলে, ১২ মার্চ তারিখের এক শুনানিতে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে। এতে করে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বলবৎ থাকছে।

অর্থাৎ, প্রাথমিক বিদ্যালয় রমজান মাসের ১০ দিন ও মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা থাকছে। আর কলেজ খোলা থাকবে ২৪ মার্চ এবং মাদ্রাসা খোলা থাকছে ২১ মার্চ পর্যন্ত।

আরো দেখুন:

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ [সরকারি-বেসরকারি]

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি)

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

মন্তব্য করুন