Home » কারিগরি ডিসেম্বর এমপিও 2020: শিক্ষকদের বেতন ব্যাংকে হস্তান্তর

কারিগরি ডিসেম্বর এমপিও 2020: শিক্ষকদের বেতন ব্যাংকে হস্তান্তর

কারিগরি ডিসেম্বর এমপিও 2020

কারিগরি ডিসেম্বর এমপিও 2020

এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর 2020 মাসের এমপিও প্রকাশ ও বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অধিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

অধিদপ্তর এর সহকারি পরিচালক (শাখা-০৮) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

কারিগরি অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে, ডিসেম্বর মাসের বেতনের বিজ্ঞপ্তি ০৩/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।

এমপিওভুক্ত এইচএসসি (বিএম) এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) ও কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানের বেতন-ভাতার সরকারি অংশের ১২ টি চেক, অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

অনুদান বণ্টনকারী অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে প্রধান/স্থানীয় শাখায় ০৩/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ বেতন হস্তান্তর করা হয়।

কারিগরির ডিসেম্বর মাসের বেতনের সরকারি অংশে টাকা, স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে উত্তোলন করা যাবে ১০/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।

আরো জানুন: December MPO 2020: স্কুল-কলেজ ডিসেম্বর মাসের চেক ছাড়

কারিগরি শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতনের বিজ্ঞপ্তি দেখুন।

কারিগরি ডিসেম্বর এমপিও 2020 বিজ্ঞপ্তি

আরো পড়ুন: মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ

Technical Teacher December MPO Sheet 2020: কারিগরি শিক্ষক ডিসেম্বর এমপিও শিট ২০২০

কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিও শিট এর কপি নিম্নোক্ত লিংক থেকে সংগ্রহ করা যাবে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/1028_File_December_2020.html

নির্দেশনা: প্রথমে উপরের এমপিও শিট প্রাপ্তির লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে তা ব্রাউজ করুন।

কিছু সময়ের মধ্যে কয়েকটি ব্যাংকের নাম লেখা কতকগুলো ফাইলের লিংক দেখতে পাবেন।

আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা প্রাপ্ত হয়, সে ব্যাংকের নাম লেখা ফাইলে এপিও শিট ও ভাউচার ফাইল পাওয়া যাবে।

এখানে আপনার প্রতিষ্ঠানের প্রাপ্য অর্থের হিসাব আছে। আপনি চাইলে এমপিও শিট প্রিন্ট করে ব্যাংকে সাবমিট করতে পারেন।

এমপিও শিট সংগ্রহ করতে সমস্যা হলে আমাদের জানাতে পারেন।

কারিগরির বেতন-ভাতার খবরটি অন্যকে জানাতে, সামাজিক গণমাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য

তথ্যসূত্র:

কারিগরি শিক্ষা অধিদপ্তর

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top