December MPO 2020: এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন এর চেক ছাড় ও ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধিন, বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।
চলতি ২০২০-২০২১ অর্থবছরের ডিসেম্বরের বেতন-ভাতার সমুদয় অর্থের চেক, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহের প্রধান শাখায় হস্তান্তরের নিশ্চিত খবর পাওয়া গেছে।
বিদায়ী ২০২০ খ্রিষ্টাব্দের শেষ মাসের বেতনের চেক ছাড়ের তথ্য, সংশ্লিষ্ট অধিদপ্তর এর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশিত হয়েছে।
শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) মোঃ রুহুল মমিন স্বাক্ষরিত ডিসেম্বর মাসের চেক হস্তান্তরে বিজ্ঞপ্তি ০৩/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।
শিক্ষক-কর্মচারীগণ স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে ডিসেম্বর মাসের বেতনের সমুদয় অর্থ উত্তোলন করতে পারবেন ১০/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে।
আরো পড়ুন: স্কুল ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান)
স্কুল-কলেজের ডিসেম্বর ২০২০ মাসের বেতন-ভাতা হস্তান্তরের বিজ্ঞপ্তি দেখুন
এই মধ্যে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এর ডিসেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।
- কারিগরি ডিসেম্বর এমপিও 2020: শিক্ষকদের বেতন ব্যাংকে হস্তান্তর
- মাদ্রাসা ডিসেম্বর এমপিও ২০২০ প্রকাশ ও বেতন-ভাতার চেক ছাড়
December School-College MPO Sheet 2020: স্কুল-কলেজ ডিসেম্বর এমপিও শিট ২০২০
স্কুল-কলেজের ডিসেম্বর মাসের এমপিও শিট অনলাইনে পাওয়া যাবে। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে হার্ড কপির পাশাপাশি অনলাইনে এমপিও শিট প্রকাশ করা হচ্ছে।
অধিদপ্তর এর গুগল ড্রাইভ ফোল্ডার এর নিম্নোক্ত ফাইলের লিংক থেকে আপনার প্রতিষ্ঠানের এমপিও শিট এর সফট কপি সংগ্রহ করুন।
এমপিও শিটের লিংক:
https://drive.google.com/drive/folders/1qw0IxOf-nnHc_3tl9QZf4nBrymPqK9eD?usp=sharing
নির্দেশনা: উপরের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে লিংকটি ব্রাউজ করুন।
গুগল ড্রাইভের এমপিও ফাইলগুলো ওপেন হলে কতকগুলো ব্যাংকের নাম লিখা ফোল্ডার দেখতে পাবেন।
আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা উত্তোলন করে, ব্যাংকের ফোল্ডারে ক্লিক করুন।
এখানে এমপিও শিট, ভাউচার ও টপ শিট নামে কতকগুলো ফাইল দেখা যাবে।
এখান থেকে আপনার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট এমপিও শিট খুঁজে বের করুন।
দেখবেন আপনার প্রতিষ্ঠান ডিসেম্বর মাসের বেতন-ভাতা হিসাবে যে অর্থ পাবে, তার হিসাব উল্লেখ করা আছে।
এমপিও শিট সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।
আরো জানুন:
কলেজ ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি-বেসরকারি কলেজ)
মাদ্রাসার ছুটির তালিকা ২০২১ প্রকাশ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)
মাধ্যমিক শিক্ষা বদলে যাচ্ছে, পাঠ্য বিষয় কমানো সহ বিভাগ থাকছে না
তথ্যসূত্র:
কলেজের এমপিও শীট পাচ্ছি না।
প্রতিবেদনে যুক্ত এমপিও শিট প্রাপ্তির লিংকে গেলে টপ শিট ও ভাউচার এর ফাইল পাওয়া যাবে। এখানে থানা ও জেলা ভিত্তিক সকল প্রতিষ্ঠানের তথ্য আছে। আপনার প্রতিষ্ঠানের তথ্য এখানে খুঁজে বের করতে হবে। ধন্যবাদ।
দয়া করে স্মারক নং টা দিবেন (December 20) !!
প্রতিবেদনে সংযুক্ত বেতন-ভাতার নোটিশে স্মারক নম্বর উল্লেখ করা আছে। সেখান থেকে তা সংগ্রহ করুন। ধন্যবাদ।