মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের পবিত্র ঈদ-উল-আযহার ঈদ বোনাসের চেক ব্যাংকে হস্তান্তর করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ব্যাংকে হস্তান্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে।

মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ঈদ বোনাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

২৮ জুন ২০২২ খ্রি. তারিখে ২০২২ সালের ঈদ-উল-আযহার বোনাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ ০৫/০৭/২০২২ খ্রি. তারিখের মধ্যে ব্যাংক হতে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঈদ বোনাসের টাকা উত্তোলন করতে পারবেন।

নিচের বিজ্ঞপ্তিতে মাদ্রাসার ঈদ বোনাসের এমপিও স্মারক নম্বর দেখুন।

ঈদ বোনাসের চেক হস্তান্তরের নোটিশ ২০২২

আরো  জানুন: মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)

২০২২ সালের মাদ্রাসার ঈদ-উল-আযহার ঈদ বোনাসের এমপিও শিট

মাদ্রাসা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে ২০২২ সালের ঈদ-উল-আযহার ঈদ বোনাসের এমপিও শিট প্রকাশ করা হয়েছে। এখান থেকে এমপিও শিট সংগ্রহ করে শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনসের কাগজপত্র ব্যাংকে জমা দেওয়া যাবে।

নিচের লিংক থেকে ঈদ বোনাসের এমপিও শিট সরাসরি সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/10rCZmugQIG2YJhkJH2zg82Diq0rOBzMf?usp=sharing

২০২২ সালের মাদ্রাসার ঈদ বোনাসের চেক হস্তান্তরের কোন তখ্য জানার থাকলে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত)

উপবৃত্তি নোটিশ ২০২২: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি উপবৃত্তি বিতরণ

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর”-এ 2-টি মন্তব্য

  1. জুন মাসের বেতন কবে নাগাদ পাওয়া যাবে,এর কী কোন খবর জানতে পারবেন।।

    জবাব
    • সামনের সপ্তাহে হতে পারে।

মন্তব্য করুন