নৈপুণ্য অ্যাপ ডাউনলোড ও ব্যবহারের নিয়ম (Noipunno App)

নতুন শিক্ষাক্রমের বিষয়ভিত্তিক মূল্যায়ন অ্যাপ্লিকেশন Noipunno App ব্যবহারের নিয়ম নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

১ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে নৈপুণ্য অ্যাপে তথ্য ইনপুট দেয়া যাবে। নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করার ঠিকানা ও ব্যবহারের গাইডলাইন জানুন।

নৈপুণ্য অ্যাপ ডাউনলোড ও ব্যবহারের নিয়ম (Noipunno App Download)

নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থী মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট প্রণয়নের জন্য নৈপূণ্য অ্যাপ (Noipunno App) তৈরী করা হয়েছে।

নৈপূণ্য অ্যাপে রেজিস্ট্রেশন করা ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের পারদর্শিতার নির্দেশক ও আচরণিক নির্দেশককে অর্জিত মাত্র আগামী ১ ডিসেম্বর ২০২৩ থেকে নৈপুণ্য অ্যাপে ইনপুট দেয়া যাবে।

নৈপুণ্য অ্যপে শিক্ষকগণের ইনপুট দেওয়ার কাজে সহায়তার জন্য লিখিত নির্দেশনা ও ভিডিও নির্দেশনার গাইডলাইন প্রকাশ করেছে  অধিদপ্তর।

অধিপ্তর প্রকাশিত লিখিত নির্দেশনা ও ভিডিও লিংক অনুসরণ করে ‘পারদর্শিতার নির্দেশক’ (PI) ও ‘আচরণিক নির্দেশক’ (BI) গুলোর তথ্য ইনপুট দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: প্রতিষ্ঠান প্রধানের করণীয় এবং শিখনকালীন ও আচরণিক মূল্যায়নের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মূল্যায়ন সংক্রান্ত

নৈপুুন্য অ্যাপ ব্যবহারের ভিডিও নির্দেশনার লিংক-

শিখনকালীন ও আচরণিক মূল্যায়নের তথ্য ইনপুট ও বিষয় শিক্ষককের করণীয় সম্পর্কে জানতে নিচের ভিডিও দেখুন।

ভিডিও লিংক: https://youtu.be/1yr17BGUE1k

প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠান প্রধানের জন্য করণীয় জানতে নিচের ভিডিও দেখুন।

ভিডিও লিংক: https://youtu.be/4H7pSSIRjOw

উপরোক্ত লিংকগুলোর ভিডিওতে ক্লিক করে নৈপুণ্য অ্যাপ ব্যবহারের নিয়ম ও গাইডলাইন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করার নিয়ম (Noipunno App Download)

নতুন শিক্ষাক্রমের বিষয় ভিত্তিক মুল্যায়ন অ্যাপ্লিকেশন অনলাইনে ডাউনলোড করা যাবে। গুগল প্লে সেন্টার থেকে এই অ্যাপ ডাুনলোড করা যাবে।

গুগল প্লে সেন্টার থেকে অ্যাপটি ডাউনলোড করতে প্লে সেন্টারে গিয়ে Noipunno App লিখে সার্চ করুন। অ্যাপটি খুজে পেলে তা ডাউনলোড করুন।

অথবা নিচের লিংক থেকে সরাসরি অ্যাপটি ডাউনলোড করা যাবে। ডাউনলোড শেষ হলে তা মোবাইলে ইনস্টল করতে হবে।

https://accounts.noipunno.gov.bd/app/noipunno.apk

noipunno.gov.bd: নৈপুণ্য অ্যাপ ব্যবহারের নিয়ম (গাইডলাইন)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে মূল্যায়ন বিষয়ক অ্যাপ ‘নৈপুণ্য’ ব্যবহার সংক্রান্ত নিম্নোক্ত গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

নতুন জাতীয় শিক্ষাক্রম ২০২৩ অনুসারে শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সহজে সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুত করার উদ্দেশ্যে তৈরী করা হয়েছে ‘নৈপুণ্য’ মুল্যায়ন অ্যাপ।

শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্য সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ‘নৈপূণ্য’ অ্যাপের ‘ওয়েব ভার্সনে’ বিভিন্ন ‘ব্যবস্থাপনামূলক’ কাজ সম্পন্ন করবেন।

এরপর বিষয় ভিত্তিক শিক্ষকগণ ‘মোবাইল অ্যাপ’ এর শিক্ষার্থীদের ‘পারদর্শিতা নির্দেশক’ (PI) ও ‘আচরণিক নির্দেশক’ (BI) গুলোর তথ্য প্রদান ও সংরক্ষণ করবেন।

শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম শেষ হলে পরবর্তীতে বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যাবে।

১ম পর্যায়: প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠান প্রধানের জন্য করণীয়

তথ্য-প্রযুক্তিভিত্তিক মূল্যায়ন বিষয়ক অ্যাপ ‘নৈপুণ্য’ ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে master.noipunno.gov.bd লিখে ব্রাউজ করতে হবে।

একজন প্রতিষ্ঠান প্রধান নিজ মোবাইল নাম্বারে প্রাপ্ত ‘ইউজার আইডি’ ও ‘পিন’ ব্যবহার করে ‘নৈপুণ্যে’র হোম পেজের ‘লগইন’ অপশনে তথ্য দিয়ে ‘লগইন’ করবেন।

প্রথমবার ‘লগইন’ করার সময় পূর্বে আপনার মোবাইলে প্রাপ্ত ‘পিন’ নম্বরটি পরিবর্তন করে আপনার পছন্দের ‘পিন’ নম্বর সেট করে নিবেন।
‘লগইন’ করার সময় পূর্বের ‘পিন’ নম্বরটি পরিবর্তন করে প্রতিষ্ঠান প্রধান তার পছন্দের ‘পিন’ নম্বর সেট করে নিতে পারবেন ।

বিশেষ দ্রষ্টব্য:

কোন প্রতিষ্ঠান ইআইআইএন (EIIN) বিহীন হলে সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করবে। ইআইআইএন (EIIN) বিহীন প্রতিষ্ঠানগুলো সাত (৭) ডিজিটের একটি ইউজার আইডি পাবেন।

তবে এটি কোন ইআইআইএন (EIIN) নাম্বার নয়। বরং এটি একটি সিস্টেম জেনারেটেড নাম্বার।

‘লগইন’ করতে কোন সমস্যা হলে ‘০৯৬৩৮৬০০৭০০’ হেল্প লাইনের সাহায্য গ্রহণ করুন।

নৈপুণ্য অ্যাপ লগইন পরবর্তী করণীয়

‘লগইন’ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রতিষ্ঠান প্রধান সাতটি (৭) ব্যবস্থাপনা দেখতে পাবেন। এই ব্যবস্থাপনা গুলো ‘ব্যবস্থাপনা’ ট্যাবের ড্রপ-ডাউন থেকেও দেখতে পাবেন। এই ব্যবস্থাপনার কাজ গুলো প্রতিষ্ঠান প্রধানের আইডি থেকে সম্পন্ন করতে হবে।

ব্রাঞ্চ ব্যবস্থাপনা: এই অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের ব্রাঞ্চ সংক্রান্ত তথ্য যুক্ত করুন এবং ব্রাঞ্চ প্রধানের নাম উল্লেখ করুন।

যদি ব্রাঞ্চ প্রাধনের নাম উল্লেখ না থাকে তাহলে ‘শিক্ষক ব্যবস্থাপনা’ অপশনে সকল শিক্ষক যুক্ত করার পর ব্রাঞ্চ ব্যবস্থাপনার ড্রপ-ডাউন থেকে প্রতিষ্ঠান প্রধান সিলেক্ট করে নিন।

শিফট ব্যবস্থাপনা: ব্যবস্থাপনা মেনু থেকে ‘শিফট ব্যবস্থাপনা’ অপশনের ক্লিক করুন। ‘শিফট ব্যবস্থাপনা’ অংশে প্রতিষ্ঠানের শিফটের তথ্য দিন, সময় ঠিক করুন এবং ব্রাঞ্চ নির্বাচন করুন।

ভার্সন ব্যবস্থাপনা: ব্যবস্থাপনা মেনু থেকে ‘ভার্সন ব্যবস্থাপনা” অপশনে ক্লিক করে ব্রাঞ্চ অনুসারে বাংলা/ইংরেজি ভার্সন সিলেক্ট করুন।

সেকশন ব্যবস্থাপনা: ব্যবস্থাপনা মেনু থেকে ‘সেকশন ব্যবস্থাপনা’ অপশনে ক্লিক করে সেকশন তৈরির কাজ সম্পন্ন করুন।

শিক্ষক ব্যবস্থাপনা: এই ব্যবস্থাপনা অপশন থেকে আপনার প্রতিষ্ঠানের আওতাভুক্ত শিক্ষকদের সিস্টেমে যুক্ত করুন।

ডান পাশের তালিকা থেকে PDS-ধারী শিক্ষকদের তথ্য সিলেক্ট করুন এবং হালনাগাদ করুন।

যদি কোন PDS-ধারী শিক্ষকের নাম পিডিএস তালিকায় না পাওয়া যায় তাহলে PDS ID দিয়ে সার্চ করুন, সিলেক্ট করুন এবং হালনাগাদ করুন।

এছাড়াও ‘শিক্ষকযুক্ত করুন’ অপশন থেকে ‘পিডিএস বিহীন শিক্ষক’ অথবা ‘খন্ডকালীন শিক্ষক’ অপশন সিলেক্ট করেও প্রয়োজনীয় তথ্য দিয়ে শিক্ষক যুক্ত করা যাবে।

এভাবে বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষককে ‘নৈপুণ্য’ অ্যাপে যুক্ত করুন।

শিক্ষার্থী ও বিষয় শিক্ষক ব্যবস্থাপনা

শিক্ষার্থী ব্যবস্থাপনা: এই অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেকশন ভিত্তিক শিক্ষার্থীদের এককভাবে যুক্ত করুন। আবার নির্ধারিত/সংযুক্ত এক্সেল ফাইলের সাহায্যে ফরমেট অনুসারে তথ্য দিয়ে একাধিক শিক্ষার্থীর ‘নৈপুণ্য’তে যুক্ত করতে পারবেন।

সেক্ষেত্রে প্রথমে এক্সেল ফাইলটি ডাউনলোড করে নিন এবং সকল তথ্য দিয়ে আপলোড করুন। এই প্রক্রিয়ার সকল শিক্ষার্থীর তথ্য আপলোড করতে হবে। অন্যথায় মূল্যায়নকালে শিক্ষার্থীদের তথ্য পাওয়া যাবে না।

বিশেষ দ্রষ্টব্য: ৪ ডিসেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীদের তথ্য আপলোড সম্পন্ন করতে হবে।

বিষয় শিক্ষক ব্যবস্থাপনা: এই ব্যবস্থাপনা থেকে প্রতিটি বিষয়ের জন্য ‘বিষয় শিক্ষক’ ড্রপ-ডাউন থেকে নির্বাচন করুন।

সকল বিষয়ের শিক্ষক নির্বাচন হয়ে গেলে তথ্য সংরক্ষন করুন বাটনে ক্লিক করে তথ্য সংরক্ষণ করুন।

আপনি চাইলে এডিট অপশনে গিয়ে পুনরায় সেকশন ভিত্তিক শিক্ষক সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারবেন এবং কোন শিক্ষককে একের অধিক বিষয়ের জন্য সিলেক্ট করতে পারবেন।

এভাবে প্রতিটি ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করে ‘নৈপুণ্য’ অ্যাপের ১ম পর্যায়ের কাজ শেষ করতে হবে।

২য় পর্যায়: শিখনকালীন ও আচরণিক মূল্যায়নের তথ্য ইনপুট ও বিষয় শিক্ষকের করণীয়

১ম পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান সকল শিক্ষককে ‘নৈপুণ্য’ অ্যাপে যুক্ত করার সময় শিক্ষকদের একটি এক্টিভ মোবাইল নাম্বার যুক্ত করে থাকবেন।

প্রতিটি শিক্ষক ‘নৈপুণ্য’ সিস্টেমে সরবরাহকৃত উক্ত মোবাইল নাম্বারে তার ইউজার আইডি (user id)ও পিন (pin) নাম্বার পাবেন।

এই ইউজার আইডি (user id) ও পিন (pin) নাম্বার ব্যবহার করে শিক্ষকগণ ‘নৈপুণ্য’ অ্যাপের মোবাইল ভার্সনে প্রবেশ করার মাধ্যমে ২য় পর্যায়ের কাজ শুরু হবে। এজন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে।

অ্যাপ ডাউনলোড: প্রথমে google playstore’ থেকে শিক্ষার্থীদের মূল্যায়ন বিষয়ক অ্যাপ ‘noipunno’ লিখে সার্চ দিন।

এরপর ‘noipunno’ অ্যাপটির ‘Download’ অপশনে ক্লিক করলে অ্যাপটি ‘Download’ হয়ে যাবে।

অ্যাপের লগইন: ‘নৈপুণ্য’ অ্যাপটি মোবাইলে ডাউনলোড শেষ হলে অ্যাপটি’তে ক্লিক করলে ‘লগইন’ পেজ দেখতে পাবেন।

‘লগইন’ পেজে আপনার মোবাইলে আগত sms-এর ‘user id’ ও ‘pin’ ব্যবহার করে ‘লগইন’ সম্পন্ন করুন। প্রথমবার লগইন করার পর ‘pin’ পরিবর্তন করে নিন।

বিষয় সিলেক্ট ও মূল্যায়ন: ‘লগইন’ সম্পন্ন হলে শিক্ষকগণ তার ‘ইউজার প্রোফাইল’ দেখতে পাবেন। ‘ইউজার প্রোফাইল’ থেকে শিক্ষকগণ তাদের নির্ধারিত বিষয় গুলো দেখতে পাবেন। তিনি যে বিষয়ের মূল্যায়ন করতে চান সেই বিষয়টি সিলেক্ট করে নিবেন।

এখানে বিষয় ভিত্তিক ‘পারদর্শিতার মূল্যায়ন’ ও ‘আচরণিক মূল্যায়ন’ অপশন দুইটি দেখা যাবে। পারদর্শিতার মূল্যায়নের শিখনকালীন মূল্যায়ন, ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অপশন দেখতে পাবেন।

শিখনকালীন মূল্যায়ন থেকে যে শিখন অভিজ্ঞতা/যোগ্যতা/অধ্যায়/পরিচ্ছদের পারদর্শিতা মূল্যায়ন করতে চান সেটি সিলেক্ট করুন।

সিলেক্ট করার পর সংশ্লিষ্ট শিখন অভিজ্ঞতা/যোগ্যতা/অধ্যায়/পরিচ্ছদের অন্তর্ভুক্ত পারদর্শিতা গুলো দেখতে।

এখানে থেকে নির্দিষ্ট পারদর্শিতা সিলেক্ট করে নিন এবং শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা অনুযায়ী মূল্যায়ন করুন ও সংরক্ষণ করুন।

আচরণিক মূল্যায়ন: ‘পারদর্শিতা মূল্যায়ন’ শেষে ‘আচরণিক মূল্যায়ন’ সিলেক্ট করুন। এরপর শিক্ষার্থীদের মূল্যায়ন করুন এবং রেকর্ড সংরক্ষণ করুন। এভাবে সকল মূল্যায়নের তথ্য দিতে হবে।

উপরোক্ত কাজ গুলো সম্পন্ন করার মাধ্যমে একজন শিক্ষক ‘নৈপুণ্য’ অ্যাপের ২য় পর্যায়ের কাজ সম্পন্ন করতে পারবেন।

৩য় পর্যায়: ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড জেনারেশন

সকল শিক্ষার্থীদের শিখনকালীন ও আচরণিক মূল্যায়নের তথ্য ইনপুট করা শেষ হলে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের আইডি থেকে শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক ও আচরণিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড তৈরি করতে পারবেন।

এই রিপোর্ট ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থীদের সরবরাহ করতে পারবেন।

নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করতে সমস্যা হলে এবং অ্যাপটি ব্যবহারের আরো নিয়ম জানতে লিখতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

নৈপুণ্য অ্যাপ (noipunno.gov.bd): রেজিস্ট্রেশন ও ব্যবহারের নিয়ম

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন