রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনার্স ১ম বর্ষ ভর্তির প্রাথমিক সিলেকশন রেজাল্ট ৮ এপ্রিল রাতে প্রকাশ করা হয়েছে।
রাবি ভর্তির চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে। ১ম পর্যায়ের আবেদন করা যাবে ১৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত। ভর্তি পরীক্ষা ফি ১৩২০/= টাকা।
রাবি ভর্তির চূড়ান্ত আবেদন শুরু, ১ম পর্যায়ের আবেদন ১৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত
সূচীপত্র...
২০২৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনকারীর মধ্য হতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। ৮ এপ্রিল তারিখে প্রাথমিক সিলেকশন (নির্বাচন) রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে বলে রাবির ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিটের বিভিন্ন শাখায় চূড়ান্ত আবেদনের জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদের জিপিএ হলো-
এ-ইউনিটে যাদের বিজ্ঞানে–৫.০০, মানবিকে–৪.৫৮ এবং বাণিজ্যে–৫.০০ রয়েছে তারা নির্বাচিত হয়েছেন।
বি-ইউনিটে বিজ্ঞান ও বাণিজ্যের সবাই নির্বাচিত হয়েছেন।
মানবিকে যাদের ৫.০০ রয়েছে, শুধুমাত্র তারা নির্বাচিত হয়েছেন।
সি’ ইউনিটে যাদের বিজ্ঞানে–৫.০০, মানবিকে–৫.০০ এবং বাণিজ্যে– ৫.০০ রয়েছে, শুধুমাত্র তারা নির্বাচিত হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির চুড়ান্ত আবেদন ৯-১৫ এপ্রিল (১ম পর্যায়)
প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের আবারো চুড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে। ৯ এপ্রিল থেকে প্রাথমিক ফলাফলে যেসব শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন, তাদের আবেদন শুরু হচ্ছে। এক্ষেত্রে আবেদন ফি দিতে হবে সর্বমোট ১৩২০/= টাকা (সার্ভিস চার্জ সহ)
বিভিন্ন পর্যায়ে রাবি ভর্তির চূড়ান্ত আবেদনের তারিখ
প্রথম পর্যায়ঃ ০৯/০৪/২০২৩ তারিখ দুপুর ১২:০০টা হতে ১৫/০৪/২০২৩ তারিখ রাত ১১:৫৯টা
দ্বিতীয় পর্যায়ঃ ১৭/০৪/২০২৩ তারিখ দুপুর ১২:০০টা হতে ১৯/০৪/২০২৩ তারিখ রাত ১১:৫৯টা
তৃতীয় পর্যায়ঃ ২৫/০৪/২০২৩ তারিখ দুপুর ১২:০০টা হতে ২৯/০৪/২০২৩ তারিখ রাত ১১:৫৯টা
চতুর্থ পর্যায়ঃ ০১/০৫/২০২৩ তারিখ দুপুর ১২:০০টা হতে ০২/০৫/২০২৩ তারিখ রাত ১১:৫৯টা
এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে।
রাবি ভর্তির চুড়ান্ত আবেদন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
বুটেক্স ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৩ [BUTEX Admission 2023]
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২৩ [আবেদন ৫ এপ্রিল-৮ মে]
তথ্যসূত্র-