Home » March MPO 2023: এমপিও শিক্ষকদের মার্চ মাসের চেক ছাড়ের খবর

March MPO 2023: এমপিও শিক্ষকদের মার্চ মাসের চেক ছাড়ের খবর

March MPO 2023 (মার্চ মাসের এমপিও বেতন ২০২৩)

March MPO 2023: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার চেক ছাড় ও নতুন এমপিও শিট প্রকাশের প্রক্রিয়া শেষ হয়েছে।

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতন-ভাতা হস্তান্তরের আপডেট খবর জানুন।

March MPO 2023: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের চেক ছাড়ের খবর

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতন ভাতার চেক ছাড়করণ শেষ হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মার্চ মাসের বেতনের চেক, অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে।

স্কুল কলেজের বেতন ভাতা চেক ৩ এপ্রিল ছাড় করেছে শিক্ষা অধিদপ্তর। সবশেষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চেক হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

স্কুল কলেজের মার্চ মাসের বেতনের চেক হস্তান্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, স্কুল কলেজের মার্চ মাসের বেতন ভাতার চেক হস্তান্তর করেছে। ৩ এপ্রিল তারিখে শিক্ষা অধিদপ্তরে ওয়েবসাইটে চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।

স্কুল কলেজের শিক্ষক কর্মচারীগণ মার্চ মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারবেন ৯ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।

এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২.৮২১/৪ তারিখ : ০২-০৪-২০২৩।

নিচের লিংক থেকে মার্চ মাসের এমপিও সিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1KQ6LT_uOYE-9WwR5KhIakbCrMc0unbVG?usp=share_link

মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতনের চেক ছাড়

দেশের এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। ৩ এপ্রিল তারিখে, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েব সাইটে চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ মার্চ মাসের বেতন ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১০ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।

এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৮৯ তারিখ ৩-৪-২০২৩ খ্রিষ্টাব্দ।

নিচের লিংক থেকে মাদ্রাসার মার্চ মাসের এমপি শিট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1dsKFeYRuzdM6n2pyiZxZ9Llub6OLNxQb?usp=share_link

কারিগরি শিক্ষক কর্মচারীদের বেতনের চেক ছাড়

দেশের এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মার্চ মাসের বেতন ভাতার চেক ছাড় করা হয়েছে।

কারিগরি শিক্ষা কর্মচারীগণ মার্চ মাসের বেতন ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৬ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।

কারিগরির এমপিও আদেশের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৩-৪৭১,৪৭২,৪৭৩,৪৭৪ তারিখ : ২-৪-২০২৩।

নিচের লিংক থেকে কারিগরি মার্চ মাসের এমপি ও শিট সংগ্রহ করা যাবে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/1411_File_MPO_Sheet.html

২০২৩ সালের মার্চ মাসের বেতন-ভাতার চেক ছাড় সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখতে পারেন।

আরো দেখুন:

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)

কলেজ ছুটির তালিকা ২০২৩ pdf ক্যালেন্ডার (সরকারি-বেসরকারি)

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

1 thought on “March MPO 2023: এমপিও শিক্ষকদের মার্চ মাসের চেক ছাড়ের খবর”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top